পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৪২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯৮ রামেঞ্জস্বন্দর রচনাসমগ্র এই ভাবিয়া তিনি হোতাকে দক্ষিণা দেন ; ব্ৰহ্মা তবে কোন কৰ্ম্ম করিয়া দক্ষিণ লয়েন ? অথবা বুঝি, কোন কৰ্ম্ম না করিয়াই দক্ষিণা লয়েন। [ উত্তর ] যিনি ব্ৰহ্মা, তিনি যজ্ঞের ভিষকৃ (চিকিৎসক ) ; তিনি যজ্ঞর ভেষজ ( বৈকল্যনাশ বা চিকিৎসা ) করিয়া দক্ষিণ লন। আবার ব্রহ্ম ছন্দেঃ (বেদের ) সারভাগ বহুসংখ্যক ব্রহ্মস্বরা ( বেদমন্ত্রদ্বারা ) ঋত্বিকৃকৰ্ম্ম করিয়া থাকেন। এই জগুই ইহার নাম ব্ৰন্ধা। ইনি অন্য ঋত্বিকৃদের অগ্ৰেই অৰ্দ্ধ ভাগ পাইয়া থাকেন। [ দক্ষিণসম্বন্ধে ] ব্ৰহ্মার ভাগ অৰ্দ্ধেক, অন্য ঋত্বিকের ভাগ অৰ্দ্ধেক । সেই জন্য যদি যজ্ঞে ঋকৃ হইতে বা যজুঃ হইতে বা সাম হইতে অথবা কোন অজ্ঞাত মন্ত্র হইতে অথবা সকলপ্রকার মন্ত্র হইডে আৰ্ত্তি ঘটে, তবে [ অন্যান্য ঋত্বিকেরা ] ব্ৰহ্মাকেই তাহ জ্ঞাপন করেন ; এবং সেই ব্ৰহ্মা, যজ্ঞে ঋক্ হইতে আৰ্ত্তি ঘটিলে ভূঃ মন্ত্রদ্বারা গার্হপত্যে, যজুঃ হইতে ঘটলে ভুব: মন্ত্রদ্বারা অগ্নিীশ্ৰীয়ে অথবা হবিৰ্ষজ্ঞস্থলে দক্ষিণাগ্নিতে, সাম হইতে ঘটিলে স্বঃ মন্ত্রদ্বারা আহবনীয়ে, কোন অজ্ঞাত কারণে আৰ্ত্তি ঘটিলে বা সকলপ্রকার মন্ত্র হইতে আৰ্ত্তি ঘটলে ভূভু ব: স্ব: মন্ত্রদ্বারা আহিবনীয়ে হোম করিবেন। অধ্বযু্যকর্তৃক স্তোত্র পাঠে অনুজ্ঞর পর প্রস্তোত {( তন্নামক উদগীত) ব্রহ্মাকে বলিবেন, আহে ব্ৰহ্মা, অহে প্রশাস্তl, [ তোমার অনুজ্ঞা পাইলে ] আমরা স্তোত্র গান করিব। প্রাতঃস্বনে ব্রহ্মা "ভূঃ” উচ্চারণাস্তে বলিবেন, ইন্দ্ৰদৈবত স্তোত্র গান কর। মাধ্যদিন সবনে “ভুবঃ” উচ্চারণাস্তে বলিবেন, ইন্দ্ৰদৈবত স্তোত্র গান কর। তৃতীয় সবনে “ঞ্চ” উচ্চারণাস্তে বলিবেন, ইন্দ্ৰদৈবত স্তেজ গান কর। উকৃখ্যে বা অতিয়াত্রে “ভূভূব স্বঃ” উচ্চারণ করিয়া বলিবেন, ইন্দ্ৰদৈবত স্তোত্র গান কর। ইন্দ্রশৈবত স্তোত্র গান কর, ব্ৰহ্ম এই অনুজ্ঞা দিলে তদ্বারা সেই উদ্‌গীথকে (স্তোত্রকে ) ইঞ্জযুক্ত করা হয় এবং উহা ইন্দ্র হইতে অপগত হয় না ; কেন না, ইন্দ্ৰই যজ্ঞ, ইন্দ্রই যজ্ঞের দেবতা। এই জন্যই তাহাদের প্রতি ব্ৰহ্ম বলিয়া থাকেন যে, ইঙ্গদৈবত স্তোত্র 分t可夺西山