পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৪২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ পঞ্চিক : ২৬শ অধ্যায় ] ঐতরেয় ব্রাহ্মণ Qe S দ্বারাই অভিষ্টব সিদ্ধ হয়। যে ইহা জানে, সে প্রতি মাধ্যম্বিনে গ্রাবস্তুতি করিলে সকল সবনেই তাহার অভিষ্টব সিদ্ধ হয়। এ বিষয়ে আবার প্রশ্ন আছে —অধ্বষু অন্যান্ত ঋত্বিকৃকে প্রৈযমন্ত্রদ্বারা [ স্বতিপাঠাদিতে শ্লেষণ (অহঙ্গ) করেন, তবে এ স্থলে গ্রাবস্তুং কেন ঐক্ষপে [ অধ্বধুর্য কর্তৃক ] প্রেষিত না হইয়াই পাঠ আরম্ভ করিয়া থাকেন ? [ উত্তর ] গ্রাবস্তুতিসম্বন্ধীয় ঋক্ মনঃস্বরূপ ; মন কাহারও প্রেষণার অপেক্ষ রাখে না (স্বতঃপ্রবৃত্ত হইয়াই কাৰ্য্য করে ) । সেই জন্য গ্রাবস্তুং প্রেষিত না হইয়াই স্তুতিপাঠ আরম্ভ করেন। (১) অষ্ট বস্থ, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, প্রজাপতি ও বষটুকার, এই তেত্রিশ জন । ( সায়ণ ) তৃতীয় খণ্ড- সুব্রহ্মণ্যের কৰ্ত্তব্য গ্রাবস্তুতের কর্তব্য বিহিত হইল। এখন স্বব্রহ্মণ্যোক্ত কর্তব্য বিধান—“বাগ, বৈ স্বব্ৰহ্মণ্য।...প্রতিষ্ঠাপয়তি” স্থব্রহ্মণ্যা ( তন্নামক নিগদ মন্ত্র )১ বাক্যস্বরূপ ; রাজা সোম [ ধেনুরূপী ] স্বব্রহ্মণ্যার বৎসস্বরূপ ; সেই জন্তে যেমন বৎস ( বাছুর ) দেখাইয়া ধেনুকে [ নিকটে ] আহবান করা হয়, সেইরূপ রাজা সোমের ক্রয়ের পর স্বব্রহ্মণ্যাকে আহবান করিবে ( ঐ নিগদ পাঠ করিবে ) । এতদ্বারা যজমানের সকল কামনাকেই দোহন কর। হইবে। যে ইহা জানে, সে যজমানের জন্য সকল কামনাই দোহন করিয়া থাকে। এ বিষয়ে প্রশ্ন আছে,—ম্বব্ৰহ্মণ্যার সুব্রহ্মণ্য নামের কারণ কি ? [ উত্তর ] উহ! বাকৃম্বরূপ, এই উত্তর দিবে। বাক্যই ব্ৰহ্ম এবং স্বব্রহ্ম ( বেদবাক্যের সার) । আরও প্রশ্ন আছে,—ঐ [ নিগদ ] পুংলিঙ্গ হইলেও উহার কেন স্ত্রীলিঙ্গবিশিষ্ট নাম দেওয়া হয় ? [ উত্তর ] স্থব্রহ্মণ্যাই বাকু [ তন্নামী স্ত্রীদেবতা ], এই জন্য ঐ নাম ; এই উত্তর দিবে। আবার প্রশ্ন হয়,—অদ্যান্ত ঋত্বিকে বেদির অভ্যস্তরে ঋত্বিকৃকৰ্ম্ম করেন, কিন্তু [ সুব্রহ্মণ্য কর্তৃক ] সুব্রহ্মণ্যার আহবান বেদির বাহিরে হয় ; ইহাতে ইহারও ঋত্বিকৃকৰ্ম্ম বেদির অভ্যস্তরে কিরূপে সিদ্ধ হয় ? [ উত্তর ] উৎকর ( আবর্জন। ) বেদির নিকট হইতেই আনিয়া বাহিরে [ উৎকরনামক স্থানে ] ফেলা হয় ; ইনি ( স্বব্রহ্মণ্য নামক ঋত্বিক) উৎকরে দাড়াইয়াই হৰম্বণ আহ্বান করেন ; সেই হেতু বুেরি আভ্যন্তরে থাকাই সিদ্ধ হয় ] ; এই উত্তর দিবে। @

  • विषाघ्र यत्र चां८छ्,-[चांश्यनौब्र डTांत्र कब्रिब्र] छै९क्रब्र मैंiप्लांहेब्रा ८कन शबचनान्न चांक्षांम हब्र ? [ लेखद्र ] कविनं* श्रृंरकी नज अहर्डन कब्रिब्राझ्टिजन;