পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৪২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ পঞ্চিকা ঃ ২৭শ অধ্যায় ] ঐতরেয় ব্রাহ্মণ ৩৭৩ দক্ষিণদেশকে দুৰ্বল মনে করিয়া অস্বরের সেইখানে দেবগণের নিকট উপস্থিত হইয়াছিল। দেবগণ তাহা বুঝিতে পারিয়া সেই দক্ষিণদেশে মিত্র ও বরুণকে স্থাপন করিয়াছিলেন। মিত্র ও বরুণ প্রাতঃস্বনে দক্ষিণ দিকৃ হইতে অম্বরগণকে ও স্বাক্ষসগণকে অপসারিত করিয়াছিলেন। সেই জন্ত যজমানেরাও ঐরূপ করিয়া থাকেন, এবং মৈত্রীবরুণ প্রাতঃস্বনে মিত্রাবরণ-দৈবত শস্ত্র পাঠ করেন ; কেন না, দেবগণ মিত্র ও বরুণের সাহায্যেই প্রাতঃসবনে দক্ষিণ দিকৃ হইতে অস্বরগণকে ও রাক্ষসগণকে অপসারিত করিয়াছিলেন। দক্ষিণ দিকৃ হইতে অপসারিত হইয়া অস্বরের] [ দেবযজন দেশের ] মধ্যদেশে গিয়া যজ্ঞে প্রবেশ করিতে উদ্যোগ করিয়াছিল। দেবগণ তাহা বুঝিতে পারিয়া ইন্দ্রকে মধ্য স্থলে স্থাপন করিয়াছিলেন। তাহারা ইন্দ্রের সাহায্যেই প্রাতঃসবনে মধ্যদেশ হইতে অম্বরগণকে ও রাক্ষসগণকে অপসারিত করিয়াছিলেন। সেইজন্য যজমানেরাও ইঞ্জের সাহায্যেই প্রাতঃসবনে মধ্য স্থল হইতে অস্বয়গণকে ও রাক্ষসগণকে অপসারিত করিয়া থাকেন, এবং ব্রাহ্মণাচ্ছংসী প্রাতঃলবনে ইন্দ্ৰদৈবত শস্ত্র পাঠ করেন ; কেন না ইক্সের সাহায্যেই দেবগণ প্রাতঃসবনে মধ্যদেশ হইতে অস্বরগণকে ও রাক্ষসগণকে অপসারিত করিয়াছিলেন। মধ্যদেশ হইতে অপসারিত হইয়া অস্বরেরা উত্তর দিকৃ দিয়া যজ্ঞে প্রবেশ করিয়াছিল। দেবগণ তাহা বুঝিতে পারিয়া ইন্দ্রকে ও অগ্নিকে উত্তর দিকে স্থাপন করিয়াছিলেন। তাহার। ইন্দ্রের ও অগ্নির সাহায্যেই প্রাতঃসবনে উত্তর দিক হইতে অম্বরগণকে ও রাক্ষসগণকে অপসারিত করিয়াছিলেন। সেইজন্য যজমানেরাও ঐরূপ করেন এবং আচ্ছাবাক প্রাতঃসবনে ইন্দ্রাগ্নি-দৈবত শস্ত্র পাঠ করেন ; কেন না, দেবগণ ইঞ্জের ও অগ্নির সাহায্যেই প্রাতঃসবনে উত্তর দিক্ হইতে অস্বরগণকে ও রাক্ষদগণকে অপসারিত করিয়াছিলেন। উত্তর দিক হইতে অপসারিত হইয়া অস্বরের সসৈন্তে পূর্বদিক হইতে আক্রমণ করিয়াছিল। দেবগণ তাহ বুঝিতে পারিয়া অগ্নিকে প্রাতঃসবনে পূৰ্ব্বদিকে স্থাপন করিয়াছিলেন। র্তাহারা অগ্নির সাহায্যেই প্রাতঃসবনে পূৰ্ব্বদিকৃ হইতে অস্বরগণকে - ও রাক্ষসগণকে অপসারিত করিয়াছিলেন। সেইরূপ যজমানেরাও অগ্নির সাহায্যেই প্রাতঃসবনে পূৰ্ব্বদিক হইতে অস্বরগণকে ও রাক্ষসগণকে অপসারিত করিয়া থাকেন। (সেইজন্স) প্রাতঃসবনের দেবতা অগ্নি। যে ইহা জানে,সে পাপ নাশ করিতে সমর্থ হয় । পূৰ্বদিক হইতে অপসারিত হইয় অন্বয়গণ পশ্চিম কি দিয়া ৰঙ্গপ্রবেশের চেষ্ট করিয়াছিল। দেবগণ তাহ বুঝিতে পারিয়৷ তাহাজের আত্মস্বরূপ বিশ্বদেবগণকে তৃতীয় সবনে পশ্চিম দিকে স্থাপন করিয়াছিলেন। তাহারা আত্মস্বরূপ বিশ্বদেবগণের সাহায্যে তৃতীয় সবনে পশ্চিম কি হইতে জম্বরগণকে ও স্বাক্ষসগণকু অপসারিত '