পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৪৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় খণ্ড–হোত্ৰকগণের কৰ্ম্ম তৎপরে হোঙ্কপাঠ্য শস্ত্রের মন্ত্র, যথা—“শ্রধাতঃ অভিমন্তয়ন্তি’ তদনন্তর ( স্তোত্রিয়াতুরূপের পর ) শস্ত্রারম্ভের মন্ত্র পাঠ করিবে । মৈত্রীবরুণের শন্ত্ৰে "ঋজুনীৰ্তী নো বরুণ;"> এই মন্ত্রে “মিত্রে নয়তু বিধান” এই চরণ আছে। এই যে মৈত্রাবরুণ, ইনি হোত্ৰকগণের প্রণেতা ( প্ৰবৰ্ত্তক ) ; সেই জন্য ঐ মন্ত্রে প্রণেতৃবাচক [ “নয়তু” ] পদ রহিয়াছে। ব্রাহ্মণাচ্ছংসীর শস্ত্রে “ইন্দ্রং বো বিশ্বতস্পরি" এই মন্ত্রে “হবামহে জনেভ্য ইতীন্দ্রমূ” এই চরণ থাকায় এভদ্বারা প্রতি দিন ইন্দ্রকেই আহবান করা হয়। যে স্থলে ইহা জানিয়া ব্রাহ্মণাচ্ছংসী প্রতিদিন এই মন্ত্র পাঠ করেন, সেখানে যজমানগণের যজ্ঞে কেহ ইন্দ্রের আগমনে ব্যাঘাত দিতে পারে না। অচ্ছাবাকের শস্ত্রে “ধং সোম অ স্বতে নর:" এই মন্ত্রে “ইন্দ্রাস্ত্রী অজোহবুং” এই চরণ থাকায় এই মন্ত্র দ্বারা প্রতি দিন ইন্দ্রের ও অগ্নিরই আহবান হয়। যে স্থলে ইহা জানিয়া আচ্ছাবাক প্রতি দিন এই মন্ত্র পাঠ করেন, সেখানে যজমানের যজ্ঞে ইন্দ্রাগ্নির আগমনে কেহ ব্যাঘাত দিতে পারে না । ঐ মন্ত্রগুলি স্বৰ্গলোকে পার করিবার জন্য নৌকাস্বরূপ ; এতদ্বারা স্বৰ্গলোকের অভিমুখেই উত্তীর্ণ হওয়া যায়। (>) >|२०|>| (s) 있기》이 )וי (סיaelצ • ! চতুর্থ খণ্ড–হোত্ৰকগণের কৰ্ম্ম অনন্তর হোএকপাঠ্য শস্ত্রসমূহের সমাপনমন্ত্রনির্দেশ, যথা—“এথাতঃ...এবং বেদ” অনস্তর [ শস্ত্র- ] সমাপনের মন্ত্র বলা যাইতেছে। মৈত্রাবরণের শস্ত্রের শেষ মন্ত্র “তে স্যাম দেব বরণ** মধ্যে যে “ইন্সং স্বশ ধীমহি” চরণ আছে, উহার “ইষ” শব্দে এই ভূলোক ও "স্ব" শব্দে স্বৰ্গলোক বুঝাইতেছে ; এভদ্বারা এই দুই লোকই প্রাপ্ত হওয়া যায়। ব্রাহ্মণাচ্ছংসীর শস্ত্রে “ব্যস্তরিক্ষমতিয়ৎ" ইত্যাদি মন্ত্ৰে ষে জ্যুচ নিম্পন্ন হয়, উহাতে "বি” শব্দ থাকায় যজমানের উদ্দেশে স্বৰ্গলোককে বিবৃত করা হয় ( খুলিয়া দেওয়া হয় ) । ঐ ঋকে “মঙ্গে সোমন্ত রোচনা” এবং "ইন্দ্রো বদভিনৱলমূ” এই দুই চরণ অাছে। যজমানেরা [ যজ্ঞে ] দীক্ষিত হইলে ফলকামী (জয়কামী ) হইয়া থাকেন ; সেইজন্য এই [ ইন্দ্ৰকর্তৃক পরাজিত ] বলের (তন্নামক অম্বরের ) নামমুক্ত মন্ত্র প্রযুক্ত হয়। [ ঐ জীচের অন্তর্গত দ্বিতীয় মন্ত্র ] "উগে আজাঙ্গিরোভা আবিষ্কন BB BBS BBD DDD BBBS BBBS BB BBBB DDD SDDS গাষ্ঠীগণকে অলিরোগণের সমীপে প্রেরণ করিয়াছিলেন এবং অতি নীচ বুলকে হত্য e