পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৪৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ზბაჭy রামেঞ্জস্বন্দর রচনাসমগ্র “ইয়মিক্সং বরুণমষ্টমে গীঃ" এই মন্ত্রে মৈত্রাবরুণের, বৃহস্পতির্ম পরিপাতু পশ্চাৎ”ঃ এই মন্ত্রে ব্রাহ্মণ}ছংগীর এবং “উ ভাঙ্গিগ্যথুঃ” এই মন্ত্রে আচ্ছাবাকের শস্ত্র সমাপ্ত হয়। শেষ মন্ত্রটির অর্থ ] তাহারা (ইন্দ্র ও বিষ্ণু ) উভয়ে জয়লাভ করিয়াছিলেন । [ ঐ ঋকের মধ্যে ] “ন পরাজয়েথে”—এই বাক্যের অর্থ যে, তাহার পরাজিত হন নাই, উভয়ের মধ্যে কেহই হন নাই। উহার ( শেষার্দ্ধে ] “ইন্দ্রশ্চ বিষ্ণে যদপস্থধেথাং জেধা সহস্রং বি তদৈরয়েথা ।”—অহে বিষ্ণু, তুমি ও ইন্দ্র উভয়ে যখন [ অম্বরগণের সহিত যুদ্ধার্থ ] স্পৰ্দ্ধা করিয়াছিলে, তখন তোমরা সহস্ৰকে তিন ভাগ করিয়া যথাস্থানে অর্পণ করিয়াছিলে—এই বাক্যের তাৎপৰ্য্য যে, ইন্দ্র এবং বিষ্ণু অস্থরগণের সহিত যুদ্ধ করিয়াছিলেন, তাহাদিগকে জয় করিয়া তাহাদিগকে বলিয়াছিলেন, [ আইস ] আমরা বিভাগ করিয়া লইব । সেই অস্বরগণ বলিয়াছিল, তাহাই হউক । তখন সেই ইন্দ্র বলিয়াছিলেন, এই বিষ্ণু যে সকল বস্তুর উদ্দেশে তিন বার বিক্রম করিবেন (পদক্ষেপ করিবেন, তাহা আমাদের, আর অন্য সমস্ত তোমাদের হউক। তখন বিষ্ণু [ এক পদে ] এই লোকসকলকে, দ্বিতীয় পাদে ] বেদসমূহকে, [ তৃতীয় পাদে ] বাক্যকে আক্রমণ করিয়াছিলেন। উক্ত মস্ত্রের "সহস্র” শব্দের অর্থ কি, এই প্রশ্ন হইয়া থাকে। এই লোকসকল, এই বেদসমূহ এবং বাক্য [ "সহস্র” শব্দের লক্ষ্য ], এই উত্তর দিবে। উকৃথ্য ক্রতুতে অচ্ছাবাক [ ঐ মন্ত্রের শেষ পদ ] “ঐরয়েথাম ঐরয়েথামৃ” এইরূপে দুই বার উচ্চারণ করেন ; উহাই ঐ স্থলে শস্ত্র সমাপন করে। আর হোতা অগ্নিষ্ট্রোমে এবং অতি রাত্রে [ স্ব স্ব শস্ত্রের শেষ পদ ] ছুই বfর উচ্চারণ করেন ; উহাতেই তাহাদের শস্ত্র সমাপ্ত হয় ॥৬ যোড়শী ক্রতুতে দুই বার উচ্চারণ করিবে, কি করিবে না ? এই প্রশ্নের উত্তরে বলা হয়, করিবে । অন্য অনুষ্ঠানে যখন দুই বার উচ্চারণ হয়, তখন এখানে কেন ঐরূপ হইবে না, এই হেতুঙেই [ এখানেও ] দুই বার উচ্চারণ কহিবে। (১) এ স্থলে বিশ্বদেবদৈবত মন্ত্রই পঠিত হওয়া উচিত ; আবার ইন্দ্ৰদৈবত মন্ত্র পঠিত হইলেও উহার ছন্দ ত্রিইপ হওয়া উচিত। (২) ৬,৬৯৷১। (৩) ৭৮৫৫ ৷ S0S 0S0KBS S BSBBSBS S BSBBB SBBDDD DDBBBS BB অভিরাত্রে “ধেহি চিত্ৰং ধেহি চিত্র।" এইরূপে একই পদ দুই বার উচ্চারিত হয়। অষ্টম খণ্ড—হোত্রককৰ্ম্ম

  • . আচ্ছাধাকু সম্বন্ধে পুনঃ প্রশ্নোত্তর—“অথtহ...শংসতীতি”

এ বিষয়ে প্রশ্ন আছে,—তৃতীয় সবন নরাশংসের সম্বন্ধযুক্ত, তবে কেন আচ্ছাবাক উহার শেষে শিল্পশস্ত্রমধ্যে নরাশংসের সম্বন্ধরহিত মন্ত্ৰ পাঠ করেন । [উত্তর ] নারাশংস