পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৪৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*०११ রামেক্সমুন্দর রচনাসমগ্র স্বৰ্গলোকই এই লোক অপেক্ষা পর ( শ্রেষ্ঠ ) ; এতদ্বারা সেই স্বৰ্গলোককেই লক্ষ্য করা হইতেছে। “কবা রিচ্ছামি সন্ম,শে স্বমেধা:” এই [ চতুর্থ ] চরণে যে সকল “খষি আমাদের পূৰ্ব্বে পরলোকে গিয়াছেন, কবি শব্দে তাহাদিগকেই, লক্ষ্য করা হইতেছে। এই স্থক্তের ঋষি বিশ্বামিত্র ; এই বিশ্বামিত্র বিশ্বেরই মিত্র ছিলেন। যে ইহা জানে, বিশ্ব তাহার মিত্র হয় । এই স্থক্তে কোন দেবতার নির্বচন ( উল্লেখ ) না থাকায় উহা প্রজাপতির উদ্দিষ্ট । ঐ যুক্তই পাঠ করিবে। কেন না, প্রজাপতিই নিৰ্ব্বচন-রহিত ( অনির্বাচ্য বা মূৰ্ত্তিহীন ) ; এতদ্বারা প্রজাপতিকেই পাওয়া যায়। উহার মধ্যে এক বার মাত্র ইন্দ্রের উল্লেখ থাকায় উহ। ইন্দ্র-সম্বন্ধ হইতেও স্বলিত হয় নাই। উহাতে দশটি ঋকৃ আছে ; বিরাটের দশ অক্ষর ; বিরাটু অন্নস্বরূপ ; এতদ্বারা অল্পের রক্ষা ঘটে। এই স্থক্তে দশটি ঋক্ ; প্রাণ দ্বশটি ; এতদ্বারা প্রাণসমূহকেই পাওয়া যায় ও আত্মাতে প্রাণসমূহের স্থাপন হয়। এই কুক্ত সম্পাতস্থঙ্কসমূহের পরে পাঠ করিবে। তদ্বারা যজমানের স্বৰ্গলোক লাভ করিয়া এই লোকে প্রতিষ্ঠিত হয়। () 이at기s II () 시이S 1 (이) 이하기》 || (6) et에ttFit : 어 বায়বে নাগকূৰ্ম্মাদয়স্ট পঞ্চ বায়বঃ ইতি দশ প্রাণাঃ । পঞ্চম খণ্ড-অহীন যজ্ঞ অহীন যজ্ঞের অন্যান্য কৰ্ম্ম—*কস্তমিন্দ্র-সংতম্বস্তি” “কস্তমিন্দ্র ত্বা বস্থং”, “কল্পব্যে। অতসীনাং” “কদু স্বস্তাকৃতমূ" এই তিনটি কংশব্দ-বিশিষ্ট প্রগাথ প্রতি দিন আরম্ভে পাঠ করিবে। [ উহার প্রথম মন্ত্রে ] ক শব্দের অর্থ প্রজাপতি ; এতস্থার প্রজাপতিকে পাওয়া যায়। আর ঐ সকল প্রগাথ ৰে কৎ-শব্দ-বিশিষ্ট, ঐ “কৎ” অথবা “ক” শব্দের অর্থ অন্ন ; এতদ্বারা ভক্ষ্য অন্নের রক্ষা ঘটে। উহারা কং-শব-বিশিষ্ট ; যজমানেরা প্রতি দিন শাস্তির কারণ অহীন লুক্তের প্রয়োগ করিয়া যজ্ঞানুষ্ঠান করেন ; এই স্থত্ত সকল কৎ-শব্দ-বিশিষ্ট প্রগাথ দ্বারাই শাস্তিয় হেতু হয়। এতদ্বারা শাস্তিজনক হইয়া উহার “ক” (অর্থাৎ স্থখহেতু ) হইয়া থাকে। শাস্তিজনক এই হুক্তসকল সেই যজমানদিগকে স্বৰ্গলোকের অভিমূখে जद्देब्रां यांब्र । প্রগাধের পরে প্রতি দিন ] ক্রিটুপ ছন্ধে স্থজসকলের প্রতিপৎ সম্পাদন করিবে। কেহ কেহ ঐ ত্রিুপ, মন্ত্রকে ধাৰ্যারূপে নির্দেশ করিয়া প্রগাথের পূৰ্ব্বে পাঠ করেন।9 কিন্তু ঐক্ষপ করিবে না। হোতা ক্ষত্রিয়স্বরূপ ; আর হোত্রকরূপে র্যাহারা (মৈত্রাবরুণান্ধি ) শস্ত্র পাঠ করেন, তাহারা বৈশুস্বরূপ। ঐক্ষপ করিলে বৈশুগণকে ক্ষত্রিয়ের