পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৪৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ পঞ্চিকা ঃ ২৯শ অধ্যায় ] ঐতরেয় ব্রাহ্মণ ৩২৭ স্বারা যজমানের পশু নষ্ট করিতেছে ও যজমানকে পণ্ডহীন করিতেছে, তাহ হইজে অবশ্য তাঁহাই ঘটিবে। সেই জন্য এ স্থলে একপদী ঋকের ব্যবধান দিবে না । অস্তিম দুই সুক্ত ( সপ্তম ও অষ্টম বালখিল্যস্বত্ত ) বিপরীত ক্রমে পাঠ করিবে ; তাহাতেই উহাদের বিহৃতি সাধন হইবে । বংসের পুত্র সপি ( তল্লামক ঋত্বিকৃ ) সৌবঙ্গের ( তল্লামক যজমানের ) উদ্দেশে এই শিল্প ] শস্ত্র পাঠ করিয়াছিলেন। তিনি বলিয়াছিলেন, আমি এই যজমানে বহু পশু সম্পাদন করিয়াছি, অতএব [ দক্ষিণস্বরূপে ] আমার নিকটে শ্রেষ্ঠ পশু উপস্থিত হইবে। তদনন্তর সেীবল প্রধান ঋত্বিকৃদিগকে [ বহু পশু ] দক্ষিণ দিয়াছিলেন । সেই জন্য এই পশুপ্রদায়ক ও স্বর্গসাধন [ শিল্প ] শস্ত্র পাঠ করা হয় । (૩) નિઇ ગઇ I (૨) ન૬૦ાત્ર I (૭) ધ્વાદ •ા૭ I (8) cષTષ્ટ્રો ઃણ বিহৃতি সম্পাদন হয়, এখানেও বালখিল্য পাঠে বিহৃতির বিধান আছে। এক মন্ত্রের কিয়দংশের সহিত অন্য মস্ত্রের কিয়দংশ মিশাইয়া বিহতি সম্পাদন করিতে হয়। ইহায় বিশেষ বিবরণ ত্রিশ অধ্যায়ের দ্বিতীয় খণ্ডে দেখ। নবম খণ্ড—দূরোহণ মন্ত্র দূরোহণের বিধান, যথা—“দূরোহণ...সৌপর্ণে” দূরোহণ মন্ত্র পাঠ করা হয়। তৎসম্বন্ধে ব্রাহ্মণ [ পূৰ্ব্বে বিষুবাহ প্রসঙ্গে ] বল হইয়াছে।’ পশুকামী যজমানের জন্য ইন্দ্ৰদৈবত স্থক্তে দূরোহণ করিবে ; কেন না, পশুগণ ইন্দ্রের সম্বন্ধযুক্ত। উহার ছন্দ জগতৗ হইবে ; কেন না, পশুগণ জগতৗছন্দের সম্বন্ধযুক্ত। ঐ স্থত্ত মহাস্থত্ত হইবে ;ং তদ্বারা যজমানকে বহু সংখ্যক পশুতে প্রতিষ্ঠিত করা হইবে। বরু-নামক ঋষিদৃষ্ট হুক্তে দূরোহণ করিবে। উহাও মহাস্থত্ত এবং উহার ছন্দ জগতী ৩ প্রতিষ্ঠাকামী যজমানের পক্ষে ইন্দ্রবিরুণ-দৈবত স্থক্তে দূরোহণ করিবে। এই [ মৈত্রাবরুণ নামক ] হোত্রকের সম্পান্ত ক্রিয়ার ঐ দেবতা ; উহার সমাপ্তিকালের [ যাজ্যামন্ত্রও ] ইন্দ্র-বরুণ-দৈবত। এতদ্বারা এই মন্ত্রকে শস্ত্রাস্তে স্বকীয় সমাপ্তিতেই প্রতিষ্ঠিত করা হয়। ঐ যে ইন্দ্র-বরুণ-দৈবত মন্ত্রে দূরোহণ হয়, উহাই এস্থলে নিবিংম্বরূপ হয়। নিবিং দ্বারা সকল কামনা পাওয়া যায়। যদি ইঙ্গ-বরুণ-দৈবত মস্ত্রে দূরোহণ করা হয় অথবা সোপর্ণ স্থক্তে5 দূরোহণ কুয়া হয়, তাহা হইলে ইঙ্গ-বরুণ-দৈবত স্থক্তের বা সোপর্ণ স্থক্তের ফল পাওয়া যায়। * (১) পূৰ্ব্বে ১৮ অধ্যায় ৬ খণ্ডে তাক্ষস্থিত দেখ। (২) যুক্ত বিবিধ, ক্ষুত্রহুক্ত BBBBBS DD BBB BBB BBBB DDBBB DDS SDBBBDS DDD