পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৪৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামেঞ্জস্বন্দর রচনাসমগ্র 8סוסA, প্রতি ঋকের পর বিহার এইরূপ :– > ૨ অভি প্র বঃ স্বরাধসং, ইন্দ্রমর্চ যথা বিদে । இ 8 ס\ ষো জরিতৃভ্যে। মঘবা পুরূবস্থঃ, সহস্ৰেণেব শিক্ষতেীম্। ১৩ > 8 শতানীক হেতয়ে অস্ত দুষ্টর, ইন্দ্রস্ত সমিযে মহী: । Y & 8 গিরির্ন ভুজ, মঘবস্থ পিম্বতে, যদীং স্থত। অমংদিযোম্ ॥ মহাবালভিতে তৃতীয় বার আবৃত্তির সময় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সুভদ্ৰয়ে এইরূপ বিহার, আর হৌণ্ডিন বিহারে কেবল তৃতীয় স্থত্তম্বয়ে এইরূপ বিহার। পূর্ববৰ্ত্তী অধ্যায়ে যে পাচটি একপদার উল্লেখ হইয়াছে, তাহার। যথাক্রমে এই – (১) ইন্দ্রে। বিশ্বস্ত গোপতিঃ, (২) ইন্দ্রো বিশ্বস্ত ভূপতিঃ, (৩) ইন্দ্রে বিশ্বস্ত চেততি, (৪) ইন্দ্রো বিশ্বস্ত স্লাজতি, (৫) ইন্দ্রে। বিশ্বং বিরাজতি। প্রথম পাচ প্রগাথের পর এই পাচ একপদার অাট অক্ষর বসান হয়। পরবর্তী প্রগাথে মহানামীর আট অক্ষয় বসাইতে হয়। মহানায়ী কাহাকে বলে, পূৰ্ব্বে বলা হইয়াছে। তৃতীয় খণ্ড—শিল্পশস্ত্র তৎপরে ব্রাক্ষণাচ্ছংসীর শিল্পশস্ত্র—“মৃকীত্তিং...কল্পয়েতি” BBB BB BB BB BB S BBB BBBBBBB S BBBBS DDDDD যজ্ঞস্বরূপ দেবযোনি হইতে জন্মদান করা হয়। বৃষাকপিস্থত্ত পাঠ করা হয় । বৃষাকপি আত্মা ; এতদ্বারা ৰজমানের আত্ম। সম্পাদিত হয়। এই হুক্তকে নৃস্থিবিশিষ্ট করিবে। নৃদ্ধ অন্নস্বরূপ ; [ জননী ] যেমন কুমারকে (শিশুকে ) স্তন দেন, সেইরূপ এতদ্বার জন্মলাভের পর ষজমানের ভক্ষণীয় অন্ন বিধান করা হয়। উহার ছন্দ পঙক্তি ; পুরুষ লোম, ত্বক, মাংস, অস্থি ও মজ্জা, এই পাচ পদার্থে গঠিত বলিয়া পঙক্তির লক্ষণযুক্ত ; এতদ্বারা পুরুষ যেরূপ ; যজমানকে ও তদ্রুপ সংস্কৃত করা হয় । এইরূপে ব্রাহ্মণাচ্ছংসী যজমানের জন্মদান করিয়া, তুমি ইহার প্রতিষ্ঠা সম্পাদন কর, এই বলিয়া তাহাকে অচ্ছাবাকের প্রতি অর্পণ করেন। (১) “অপ প্রাচ ইন্দ্র বিশ্বানু” ইতাদি স্থত । (১•১৩১) । (২) "বিছি লোতেরন্থক্ষত” ইত্যাদি সুজ। (১৯৮৬)।