পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৪৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ খণ্ড–শিল্পশস্ত্র তৎপরে অচ্ছাবাকের শিল্পশন্ত্ৰ—“এবয়ামরুতং-শস্ততে” এবয়ামকং কুক্ত পাঠ করা হয় ।৯ এবয়ামরুং প্রতিষ্ঠাস্বরূপ , এতস্থার ষজমানে প্রতিষ্ঠা সম্পাদিত হয়। উহা মৃঙ্খবিশিষ্ট করিবে। মৃঙ্খ অন্নস্বরূপ ; তদ্বারা যজমানে ভক্ষণীয় অন্নের স্থাপনা হয়। উহার ছন্দ জগতী, কিয়দংশে অতিজগতী২ ; এই সমুদয় [ জাগতিক দ্রব্য ] জগতীর বা অতিজগজীর লক্ষণযুক্ত। উহার দেবত। মরুদগণ ; মরুদগণ অপ স্বরূপ ; অপ, অন্নস্বরূপ ; এই ক্রম হেতু তদার। যজমানে অল্পের স্থাপনা হয় । নাভানেদিষ্ঠ, বালখিল্য, বৃধাকপি, এবয়ামরুৎ, এই কুক্তগুলিকে সহচর সূক্ত বলে ; উহা হয় [ এক দিনেই ] পাঠ করিবে, নয় একবারেই পাঠ করিবে না। যদি ইহাদিগকে [ বিভক্ত করিয়। ] নানা ভাবে ( ভিন্ন ভিন্ন দিনে ) পাঠ করা যায়, তাহা হইলে পুরুষকে অথবা তাহার জন্মহেতু ] রেতঃপদার্থকে বিচ্ছিন্ন ( খণ্ডিত ) করিলে যাহা হয়, সেইরূপ হইবে । সেই জন্য ঐ [ চারিটি ] শস্ত্র হয় [ এক দিনে ] পাঠ করিবে, নয় [ একেবারে ] পাঠ করিবে না। আশ্বি,৩ আশ্বতর, বুলিল (তন্নামক ঋষি ) বিশ্বজিৎ যাগে হোতা হইয়৷ বিবেচনা করিয়াছিলেন যে, সাংবৎসরিক সত্রের অন্তর্গত বিশ্বজিতে ঐ [ চারিটি ] শস্ত্রের মধ্যে দুইটিকে মাধ্যদিন সবনে আনিতে হুইবে ; আচ্ছ। আমি এখন এবয়ামরুৎ শস্ত্র পাঠ করাই। এই মনে করিয়া তিনি [ আচ্ছাবাককে ] এবয়ামরুৎ শস্ত্র পাঠ করাইয়াছিলেন। ঐ শস্ত্রপাঠের সময় গৌঙ্গ ঋষি আসিয়াছিলেন ; তিনি বলিলেন, আহে হোতা, তোমার এই শস্ত্র চক্রহীন [ রথের মত ] নষ্ট হইবে । [ বুলিল বলিলেন ] কেন, কি দোষ হইল ? তখন গৌঙ্গ বলিলেন—উত্তর দিকে এই শস্ত্র পঠিত হয় ৬ মাধ্যদিনের দেবতা ইন্দ্র ; মাধ্যদিন হইতে ইন্দ্রকে কেন অপস্থত করিতেছ? তখন বুলিল বলিলেন, —না, আমি ইন্দ্রকে মাধ্যন্দিন হইতে অপস্থত করিতে চাহি না । [ গেীশ্ন বলিলেন ]– এই শস্ত্রের ছন্দ জগতী, কিয়দংশ অতিজগর্তী ; এই সমুদয় [ জাগতিক পদার্থ ] জগতীর ও অতি জগতীর লক্ষণযুক্ত ; ইহা মাধ্যদিনের ছন্দ নহে ; অপিচ ইহার দেবতা ইন্দ্ৰ ; ইহা এখন পাঠ করা উচিত নহে। তখন বুলিল বলিলেন, অহে অচ্ছাবাক, তুমি [ শস্ত্রপাঠে ] ক্ষান্ত হও । আহা, এখন আমি গৌশ্নের অনুশাসন (উপদেশ ) ইচ্ছা করিতেছি। গৌশ্ন তখন বলিলেন, এই আচ্ছাবাক ইন্দ্ৰদৈবত বিষ্ণুচিহ্নিত হুক্ত পাঠ করুন, আর তুমি [ তৃতীয় সবনে আগ্নিমারুত শস্ত্রে ] রুদ্রদৈবত ধাৰ্য্যার পরে মরুদৈবত স্থক্তের পূৰ্ব্বে এই এবয়ামরুৎস্থজ্ঞ পাঠ করিও (৮ •. তখন বুলিল তদন্থগারে শস্ত্রপাঠ করিয়াছিলেন। সেই জন্ত অস্থাপি সেইরূপেই শস্ত্রপাঠ হইয়া থাকে।