পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৪৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ পঞ্চিকা ঃ ৩eশ অধ্যায় ] ঐতরেয় ব্রাহ্মণ _ es » (১) এই সত্তরটি পদ কুস্তাপস্থক্তের পর অথর্ববেদসংহিতায় আছে ; ( অথৰ্ব্ববেদ, ২০১২৯ ) এই পদগুলি অসম্বন্ধ প্ৰলাপবাক্যের ন্যায় প্রায় অর্থহীন। এই জন্ত ইহাদের নাম ঐতশগ্ৰলাপ। (২) “বঙতে কিরণে ৰীে” ইত্যাদি ছয়টি অহুইপ প্রবলিকা। ( অথৰ্ব্ব, ২০১৩৩ ) (৩) “ইহেখ প্রাগপাগুদকৃ” ইত্যাদি চারিটি ঋকৃ। ( অথৰ্ব্ব, ২•৷১৩৪ ) (৪) “ভূগিত্যভিগত:" ইত্যাদি তিন মন্ত্র। ( অথৰ্ব্ব, ২০১৩e ) (৫) “বীমে দেব। অক্ৰংসত” ইত্যাদি অনুষ্ঠুপ, । ( অথৰ্ব্ব, ২০১৩৬ ) অষ্টম খণ্ড–দেবনীথ তৎপরে দেবনীথ নামক পদ পাঠ, যথা—“দেবনীথং••••••তস্মাৎ” দেবনীথ পাঠ করা হয়। আদিত্যগণ ও অঙ্গিরোগণ স্বৰ্গলোকে “আমরা পূর্বে [ স্বৰ্গ ] যাইব, আমরা যাইব” বলিয়া পরস্পর স্পৰ্দ্ধ করিয়াছিলেন। স্বর্গলোকপ্রাপ্তির হেতু স্বত্য (সোমাভিযব) কল্য সম্পাদন করিব, অঙ্গিরোগণ এইরূপ প্রথমে স্থির করিয়াছিলেন। অগ্নি অঙ্গিরোগণের মধ্যে একজন ; অঙ্গিরোগণ সেই অগ্নিকে [আদিত্যদের নিকট পাঠাইলেন ও বেলিলেন, তুমি আদিত্যগণের নিকট যাইয়া বল, আমরা কল্য স্বৰ্গলোকের নিমিত্তস্থত্যার অনুষ্ঠান করিব । সেই আদিত্যগণ কিন্তু অগ্নিকে দেখিয়া স্বৰ্গলোকপ্রাপ্তিহেতু স্বত্যার অনুষ্ঠান সেই দিনই করিয়া ফেলিলেন। অগ্নি র্তাহাদের নিকট আসিয়া বলিলেন, কল্য আমাদের] স্বৰ্গলোকপ্রাপ্তিহেতু স্বত্য হইবে, তোমাদিগকে বলিতেছি। তাহার। বলিলেন, [ আমাদের ] স্বৰ্গলোকপ্রাপ্তিহেতু স্বত্য অস্থাই হইবে, তোমাকে বলিতেছি ; তোমাকেই হোতা করিয়া আমরা স্বৰ্গলোকে যাইব । অগ্নি, তাহাই হউক বলিয়। র্তাহাদের সেই উত্তর লইয়। ফিরিয়া আসিলেন । অঙ্গিরোগণ বলিলেন,[আমাদের কথা] বলিয়াছ কি ? তিনি বলিলেন,—ই, বলিয়াছি ; কিন্তু তাহার। প্রত্যুত্তরে আমাকে এই কথ। বলিলেন। অঙ্গিরোগণ বলিলেন, তুমি তাহা ( হোতৃকৰ্ম্ম) অঙ্গীকার করিয়াছ কি ? অগ্নি বলিলেন,—ই, তাহা অঙ্গীকার করিয়াছি। যে ঋত্বিকের কৰ্ম্ম গ্রহণ করে, সে যশস্বী হইয়া থাকে ; যে তাহা প্রতিরোধ করে, সে যশের প্রতিরোধ করে ; সেই জন্ত আমি উহ। প্রতিরোধ করি নাই। কেন না, যদি ঐ ঋত্বিকৃকৰ্ম্ম অস্বীকার করিতে হয়, তাহা হইলে নিজে যজ্ঞ করিব বলিয়াই তাহার অস্বীকার চলিতে পারে ; যজমান অষাজ্য হইলে অবস্ত ঋত্বিকৃকৰ্ম্ম সকল সময়েই প্রত্যাখ্যান করা চলে। (১) “আদিত্য হ জরিতরঙ্গিরোভ্যো দক্ষিণামনয়ন” ইত্যাদি সতেরটি পদ चांषणांब्रन मिब्रां८छ्म । (चर्थदर्द, २०ls७e ) भै श्रृंकनभूश्द्र मांभ cशयनौष । फेश বেলোকনয়নহেতু। পরখণ্ডে ব্যাখ্যা দেখ।