পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৪৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ খণ্ড–প্রায়শ্চিত্তবিধি প্রশ্ন,--যাহার অগ্নিহোত্রের দুগ্ধ পাকের সময় অশুদ্ধ হয়, সেখানে কি প্রায়শ্চিত্ত ? উত্তর,—ঐ সমুদয় দুগ্ধ ক্ৰকেই সেচন করিয়া পূৰ্ব্বমুখে উখিত হইয়া আহবনীয়ে সমিধ স্থাপন করিবে, পরে আহবনীয়ের উত্তর ভাগ হইতে উষ্ণ ভস্ম বাহির করিয়া [ অগ্নিহোত্রের মন্ত্রদ্বারা ] মনে মনে, অথবা প্রাজাপত্য মন্ত্র [ স্পষ্ট ] উচ্চারণ দ্বারা ঐ ভস্মে হোম করিবে । এরূপ করিলে ঐ প্রব্যে হোম হয়, আবার হোম হয়ও না ও [ অগ্নিহোত্রহুবণীতে ] এক বার কিংবা দুই বার উন্নয়নের পর অশুদ্ধ হইলেও ঐরূপ বিধি। সেই অশুদ্ধ দ্রব্য যদি অপনয়ন করিতে পারা ধায়, তাহ হইলে উহ। নিঃসারিত করিয়া স্থালীতে অবশিষ্ট শুদ্ধ দ্রব্য ক্রকে গ্রহণ করিয়া উন্নয়নাস্তে হোম করিবে। এখানে ইহাই প্রায়শ্চিত্ত। প্রশ্ন,—যদি অগ্নিহোত্রের দুগ্ধ পাকের সময় [ স্থালীর ] বাহিরে পড়িয়া যায় অথবা উছলিয়া উঠে, সেখানে কি প্রায়শ্চিত্ত ? উত্তর,—শাস্তির জন্য উহাতে জলের ছিটা দিবে ; কেন না, জল শান্তিস্বরূপ, অনস্তর দক্ষিণ হস্তম্বারা উহ। স্পর্শ করিয়া এই মন্ত্র জপ করিবে ;– "ইহার এক-তৃতীয় অংশ ট্যুলোকে যাক, যজ্ঞ দেবগণকে প্রাপ্ত হউক, তদস্তর ধন অামাকে প্রাপ্ত হউক ; অন্ত তৃতীয়াংশ অস্তরিক্ষে যাক, যজ্ঞ পিতৃগণকে প্রাপ্ত হউক, ধন আমাকে প্রাপ্ত হউক ; আর এক তৃতীয়াংশ পৃথিবীতে যাক ; যজ্ঞ মন্থন্তগণকে প্রাপ্ত হউক, ধন আমাকে প্রাপ্ত হউক।” এই মন্ত্র জপের পর—“যয়োরোজসা স্কভিতা রজাংসি” এই বিষ্ণুবরুণদৈবত ঋক্ জপ করিবে। যজ্ঞের যে অনুষ্ঠান বিধিসঙ্গত হয় নাই, বিষ্ণু তাহ পালন করেন, আর যাহা বিধিসঙ্গত হইয়াছে, বরণ তাহ পালন করেন। সেই জন্য এতদ্বারা সেই উভয় ভাগের শান্তি ঘটে। ইহাই এ স্থলে প্রায়শ্চিত্ত। প্রশ্ন,—অগ্নিহোত্রদ্রব্য পাকের পর পূর্বমুখে [ আহবনীয়ে ] লইয়া যাইবার সময় যদি উহা স্থলিত বা ভ্ৰষ্ট হয়, সেখানে কি প্রায়শ্চিত্ত ? উত্তর,—সেই [ অধ্বষু ] যদি [ পশ্চিমমুখে ] ফিরিয়া আসেন, তাহা হইলে ষজমানকেও স্বৰ্গলোক হইতে ফিরিতে হইবে ; অতএব তিনি সেইখানেই বসিয়া থাকিবেন ও অন্তে অগ্নিহোত্রের অবশিষ্ট অংশ আনিয়া দিলে তিনি তাহা ক্রকে উন্নয়নপূর্বক হোম করিবেন। ইহাই এ স্থলে প্রায়শ্চিভণ্ড । প্রশ্ন,-ক্ৰকৃ যদি ভাঙিয়া যায়, তাহা হইলে কি প্রায়শ্চিত্ত ? উত্তর-অন্ত ক্রকৃ আনিয়া হোম করিবে এবং সেই ভাঙা ক্রকের দওভাগ পূৰ্ব্বে রাখিয়া ও উহার পুষ্করভাগ’ পশ্চিমে রাখিয়া ক্রকৃটিকে আহবনীয়ে নিক্ষেপ করিবে। প্রশ্ন,--যাহার আহবনীয়ের অগ্নি বর্তমান থাকে, আর গার্হপত্যের অগ্নি নিবিয়া