পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৪৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\39 а রামেন্দ্রম্বন্দর রচনাসমগ্র পরে সেই ( বালক ) সন্নাহ প্রাপ্ত হইলে বরুণ বলিলেন, এ সন্নাহ প্রাপ্ত হইয়াছে, এখন এতদ্বারা আমার যাগ কর । তাহাই হউক বলিয়া হরিশ্চন্দ্র পুত্রকে ডাকিয়৷ বলিলেন, —পুত্র, এই বরুণ তোমাকে আমায় দান করিয়াছিলেন ; হায়, তোমাম্বারা আমাকে ইহার যাগ করিতে হইবে। তাহা হইবে না, এই বলিয়৷ সেই রোহিত ধন্থ গ্রহণ করিয়া অরণ্যে প্রস্থান করিলেন ও সংবৎসর ধরিয়া অরণ্যে বিচরণ করিলেন। তৃতীয় খণ্ড—শুনঃশেপের উপাখ্যান তখন বরুণ ইক্ষাকুবংশধরকে চাপিয়া ধরিলেন ; তাহার উদরী রোগ উৎপন্ন হইল ॥১ রোহিত তাহ শুনিতে পাইলেন ও অরণ্য হইতে গ্রামে আসিলেন ; ইন্দ্র পুরুষরূপ ধরিয়া তাহার নিকট আসিয়া [ গাথায় ] বলিলেন,—“অহে রোহিত, যে ব্যক্তি [ পৰ্য্যটনদ্বারা ] শ্রাস্ত হয়, তাহার নানা সম্পদ ঘটে, আর শ্রেষ্ঠ ব্যক্তিও মহন্তসমাজে বসিয়া থাকিলে ক্লেশ পায় ; যে চলিয়া বেড়ায়, ইক্স তাহার সখী ; অতএব তুমি বিচরণ কর।” ব্রাহ্মণ২ আমাকে বিচরণ করিতে বলিয়াছেন, এই ভাবিয়া তিনি দ্বিতীয় সংবৎসর অরণ্যে বিচরণ করিলেন ; পরে অরণ্য হইতে গ্রামে আসিবার সময় পুরুষরূপী ইন্দ্র আবার তাহার নিকট আসিয়৷ বলিলেন,—“যে ব্যক্তি বিচরণ করে, তাহার জঙ্ঘাস্বয় পুষ্পিত [ বৃক্ষের ন্যায় শোভাযুক্ত ] হয়, তাহার শরীর বদ্ধমান হইয়া ফলবান [ বৃক্ষের ন্যায় ] হয়, উৎকৃষ্ট পথে [ বিচরণপ্রযুক্ত ] শ্রমদ্বারা তাহার সমুদয় পাপ বিনষ্ট হইয়৷ শয়ান থাকে (হতবীৰ্য্য হয় ) ; অতএব তুমি বিচরণ কর।” ব্রাহ্মণ আমাকে বিচরণ করিতে বলিলেন, এই ভাবিয়া তিনি তৃতীয় সংবৎসর অরণ্যে বিচরণ করিলেন, পরে অরণ্য হইতে গ্রামে আসিবার সময় পুরুষরূপী ইন্দ্র তাহার নিকট আসিয়৷ বলিলেন, “যে ব্যক্তি বসিয়া থাকে, তাহার ভাগ্যও বসিয়া থাকে ; ষে দাড়ায়, তাহার ভাগ্যও উঠয় দাড়ায়, যে নীচে পড়িয়া থাকে, তাহার ভাগ্যও শুইয়া পড়ে ; আর যে চরিয়া বেড়ায়, তাহার ভাগ্যও [ সৰ্ব্বত্র ] বিচরণ করে অতএব তুমি বিচরণ কর।” ব্রাহ্মণ আমাকে বিচরণ করিতে বলিলেন, এই ভাবিয়া তিনি চতুর্থ সংবৎসর অরণ্যে বিচরণ করিলেন ; তিনি অরণ্য হইতে গ্রামে আসিবার সময় পুরুষরূপী ইন্দ্র তাহার নিকট আসিয়া বঙ্গিলেন, “কলি শয়ান থাকে, দ্বাপর [ শয়ন ] ত্যাগ করিয়া বলে, ত্ৰেত উঠিয় দাড়ায়, আর কৃত বিচরণ করিয়া সম্পন্ন হয় ; অতএব তুমি বিচরণ कब्र ।° ব্রাহ্মণ আমাকে বিচরণ কয়িতে বলিলেন,এই ভাবিস্ব। তিনি পঞ্চম সংবৎসর অরণ্যে