পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৪৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামেন্দ্রস্থদের রচনাসমগ্র جو&3\ উপাকরণ ও নিয়োজনের পর আগ্ৰীমন্ত্ৰ পঠিত ও পর্য্যগ্নিকরণ অনুষ্ঠান সমাপ্ত হইলে বিশসন ( বধ ) কৰ্ম্মের জন্য কাহাকেও পাওয়া গেল না। তখন অজগৰ্ত্ত বলিলেন, আমাকে আর এক শত [ গাভী] দাও, আমি ইহার বিশ্বসন"( বধ) করিব। তখন হরিশ্চন্দ্র তাহাকে আর এক শত [ গাভী ] দিলেন। তখন তিনি অসি (খড়গ) শানাইয়া ( তীক্ষু করিয়া ) উপস্থিত হইলেন । তখন শুনঃশেপ ভাবিলেন, ইহারা আমাকে অমানুষের (মহুস্তুেতর পশুর ) মত বধ করিবে, দেখিতেছি ; আচ্ছা, আমি দেবতার আশ্রয় লই ॥২ এই ভাবিয়া তিনি দেবতাগণের প্রথম প্রজাপতিকে ‘কস্য নূনং কতমস্ত স্থতানা”ও এই ঋকে উপাসনা করিলেন। প্রজাপতি র্তাহাকে বলিলেন, অগ্নিই দেবগণের অত্যন্ত সমীপবর্তী থাকেন, তাহার আশ্রয় লও। তিনি তখন “আগ্নের্বঘং প্রথমস্তামৃতানাম” এই ঋকে অগ্নির উপাসনা করিলেন। অগ্নি তাহাকে বলিলেন, সবিতাই প্রসব কৰ্ম্মে (কাৰ্য্যে প্রেরণায়) সমর্থ ; তাহারই আশ্রয় লও। তিনি তখন “অভি তাদেব সবিত:" ইত্যাদি তিনটি ঋকে সবিতার উপাসনা করিলেন। সবিতা তাহাকে বলিলেন, তুমি রাজা বরুণের উদ্দেশে নিযুক্ত (যুপে বন্ধ ) হইয়াছ , তাহারই আশ্রয় লও। তখন তিনি [ উক্ত তিন ঋকের ] পরবর্তী একত্রিশটি ঋকে বরুণের উপাসনা করিলেন। তখন বরুণ র্তাহাকে বলিলেন, অগ্নিই দেবগণের মুখস্বরূপ ও প্রধান স্বহৃৎ ; তাহায়ই স্তুতি কর । তখন তোমাকে ত্যাগ করিব। তখন তিনি পরবর্তী বাইশটি ঋকে অগ্নির স্তব করিলেন।৮ তখন অগ্নি তাহাকে বলিলেন, তুমি বিশ্বদেবগণের স্তব কর, তবে তোমাকে ছাড়িয়া দিব। তিনি তখন “নমো মহস্ত্যো নমো অর্ভকেভ্যঃ”ম ইত্যাদি এক ঋকে বিশ্বদেবগণের স্তব করিলেন। তখন বিশ্বদেবগণ র্তাহাকে বলিলেন, ইন্দ্রই দেবগণের মধ্যে সৰ্ব্বাপেক্ষী ওজিষ্ঠ, বলিষ্ঠ, সহিষ্ঠ, সত্তম ও পারয়িষ্ণুতম ১০ ; তাহারই স্তব কর, তবে তোমাকে ছাড়িয়া দিব। তখন তিনি “যচিদ্ধি সত্য সোমপা:” ইত্যাদি সূক্ত দ্বারা৯১ ও পরবর্তী পোনেরটি ঋক্ দ্বারা ১২ ইন্দ্রের স্তব করিলেন। সেই স্তবের পর ইন্দ্র প্রীত হইয়৷ মনে মনে তাহাকে হিরন্ময় রথ দান করিলেন ; তিনিও শশ্বদিন্দ্রঃ” এই ঋকৃ দ্বারা ১৩ মনে মনেই ইক্সকে প্রতিগমন করিলেন। তখন ইন্দ্র তাহাকে বলিলেন, অশ্বিদ্বয়ের স্তব কর, তবে তোমাকে ছাড়িয়া দিব। তখন তিনি [ ঐ মন্ত্রের ] পরবর্তী তিনটি ঋকৃ দ্বারা ১৪ অশ্বিন্ধয়ের স্তব করিলেন । অশ্বিস্বয় তাহাকে বলিলেন, উষার স্তব কয়, তবে তোমাকে ছাড়িব । তখন তিনি পরবর্তী আর তিনটি ঋকে উষার স্তব করিলেন।15 এই তিন খকের এক এক ঋক উচ্চারণ করিতে শুরুঃশেপের পাশ খুশিয়া গেল। ইক্ষাকুবংশধরের উরও ছোট হইল। শেষ ঋক্ উচ্চারণে পাশ সমস্ত খুলিয়া গেল ; ইক্ষাকুবংশধরও রোগশূন্ত হইলেন।