পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৪৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\రిస్రిg রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র অনন্তর শুনঃশেপ বিশ্বামিত্রের অঙ্কে বলিলেন। তখন স্থয়বলের পুত্র অঙ্গীগৰ্ত্ত বলিলেন, আহে ঋষি, তুমি আমার পুত্র ফিরাইয়া দাও। বিশ্বামিত্র বলিলেন,—ন, দেবগণ ইহাকে আমায় অর্পণ করিয়াছেন। {? তদবধি শুনঃশেপ বিশ্বামিত্রের পুত্র দেবরাত ( দেবদত্ত ) নামে প্রথিত হইলেন ; কপিলগোত্রে ও বক্রগোত্রে উৎপন্ন ব্যক্তিগণ এইরূপে র্তাহার [ বন্ধু ] হইলেন। স্বয়বসের পুত্ৰ অজীগৰ্ত্ত শুনঃশেপকে বলিলেন, তুমি [ আমাদের নিকট ] আইস, আমরা উভয়ে [ আমি ও আমার পত্নী ) তোমাকে আহবান করিতেছি। স্বল্পবসের পুত্র অঙ্গীগৰ্ত্ত আবার বলিলেন, “তুমি জন্মহেতু আঙ্গিরস অজগৰ্ত্তের পুত্র ও কবি ( বিছান) বলিয়া প্রসিদ্ধ ; আহে ঋষি, তুমি পৈতামহ বংশপরম্পরা ত্যাগ করিয়া যাইও না,—পুনরায় আমার নিকট আইস।” শুনঃশেপ বলিলেন—“লোকে তোমাকে শাস (অসি ) হস্তে পুত্রবধে উদ্যত ] দেখিয়াছে, শূদ্রগণেও এমন কৰ্ম্ম করে না। আহে আঙ্গিরস, তুমি আমার পরিবর্তে তিন শত গাভী চাহিয়া পাইয়াছ।” স্বয়বসের পুত্র অজীগর্ত বলিলেন, “বাবা, আমি যে পাপকৰ্ম্ম করিয়াছি, তাহ আমাকে তাপ দিতেছে ; আমি এখন সেই কৰ্ম্মের পরিহার করিতেছি ; সেই [ তিন ] শত গাভী এখন তুমি গ্রহণ কর।” শুনঃশেপ বলিলেন, “যে এক বার পাপ করে, সে সেই পাপ আবার করিতে পারে ; তুমি যে শূদ্রোচিত কৰ্ম্ম করিয়াছ, তাহ হইতে মুক্ত হইতে পরিবে না ; ঐ কর্মের পর আর সন্ধি হইতে পারে না।” বিশ্বামিত্রও বলিলেন,—না, উহার পর সন্ধি হইতে পারে না। বিশ্বামিত্র আবার বলিলেন—“শাস হন্তে বধোন্তত স্বয়বসের পুত্রকে কি ভয়ানক দেখাইতেছিল ; তুমি ইহার পুত্র হইও না ; আমার পুত্ৰত্বই লাভ কর।” শুনঃশেপ [ বিশ্বামিত্রকে ] বলিলেন, *অহে রাজপুত্র, আপনি [ জন্মে ক্ষত্রিয় হইয়াও ব্রাহ্মণরূপে ] যেরূপে পরিচিত, আমিও সেইরূপ অঙ্গিরস হইয়াও কিরূপে আপনার পুত্রত্ব লাভ করিব, তাহ আমাকে বলুন।”৬ সেই শুনঃশেপ তখন বলিলেন, [ *আপনার পুত্ৰগণ ] একমত হইয়া স্বীকার করুন যে, আমি আপনার পুত্রতা লাভ করিয়াছি ; অহে ভরতধভ, তাহা হইলে [ তাহাজের সহিত ] আমার সৌহার্দ ও ঐলাভ ঘটিবে।” বিশ্বামিত্র তখন পুত্রগণকে ডাকিয়া বলিলেন, “আহে মধুচ্ছন্দী, ঋষভ, রেণু এবং অষ্টক, তোমরা শ্রবণ কর, তোমরা যে কয় ভাই আছ, তোমরা আপনাকে শুনঃশেপের জ্যেষ্ঠ ভাবিও না।” (১) ১২৮৫-৮। (২) ১২৮৯ । (৩) “যত্র গ্রাব|” ইত্যাদি ২৮ জুক্তের প্রথম 5ff,િ પરં, ઝારનઝ-s I (s) eાગ8-s I (s) eારા ૧ા (૭) “વઃ જfat হইয়াও ব্রাহ্মণরূপে” এই অংশটুকু মূলে নাই। সারণ এই অর্থ টানিয়া জানিয়াছেন ও আত্মমত সমর্থনার্থ পূর্বাচাৰ্য্যদের মত উদ্ধৃত করিয়াছেন, যথা—“এতদ্বাক্যাভিপ্রায়ঃ