পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৪৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম পঞ্চিকা ঃ ৩৪শ অধ্যায় ] ঐতরেয় ব্রাহ্মণ ●●為 করিবে, এই উদেশে “ক্ষত্ৰং মা ব্রহ্মণে গোপায়তু” বলা হয় ; আর “ক্ষত্রায় স্বাহী” বলিলে ক্ষত্রকে প্রীত করা হয় ; ক্ষত্র প্রীত হইয়া তাহাকে ব্ৰহ্ম হইতে রক্ষা করেন। এই ক্ষে আহুতিদ্বয়, ইহাই ক্ষত্রিয় যজমানের পক্ষে ইষ্টাপূর্তের অবিনাশহেতু ; অতএব এই দুই আহুতিই হোম করিবে । (১) নষ্টমপ্রাপ্তং বা যদ্বস্তু তদেতৎ অঙ্গীতং, তস্ত পুনরপি বনসাধনং প্রাপ্তিকারণম্ অঙ্গীতপুনর্বণ্যম্। পঞ্চম খণ্ড—আহবনীয়োপস্থান ঐ ক্ষত্রিয় (রাজা) দেবতাবিষয়ে ইন্দ্রের, ছন্দে ত্রিইভের, স্তোমে পঞ্চদশ স্তোমের, রাজত্বে সোমের সম্বন্ধযুক্ত এবং বন্ধু-সম্পর্কে তিনি রাজন্য। দীক্ষিত হইয়াই তিনি ব্রাহ্মণত্ব লাভ করেন ; কেন না, ইনি [ তৎকালে ] কৃষ্ণাজিন পরিধান করেন, দীক্ষিতের ব্রত আচরণ করেন ও ব্রাহ্মণকর্তৃক সঙ্গত হন। দীক্ষিত হইলে পর ইন্দ্র তাহার ইন্দ্রিয় হরণ করেন ; ঐরুপে ত্রিইপ, বীৰ্য্য, পঞ্চদশ স্তোম আয়ু, সোম রাজ্য, পিতৃগণ যশ ও কীর্তি হরণ করেন । তাহারা তখন বলেন, এই ক্ষত্রিয় এখন আমাদের হইতে স্বতন্ত্র হইয়াছে, এ এখন ব্রহ্ম হইয়াছে, এ এখন ব্রহ্মের নিকটে উপস্থিত আছে। দীক্ষার পূৰ্ব্বে [ পূৰ্ব্বোক্ত ] আহুতি দেওয়ার পর তিনি এই মন্ত্রে আহবনীয়ের উপস্থান করিবেন, যথা—“ইন্দ্র দেবতা হইতে, ত্রিইপ ছন্দ হইতে, পঞ্চদশ স্তোম হইতে, রাজা সোম হইতে, পিতৃসম্পৰ্কীয় বন্ধু হইতে আমি যেন স্বতন্ত্র না হই ; ইন্দ্ৰ যেন আমার ইন্দ্রিয় হরণ না করেন, ত্রিইপ, বীৰ্য্য, পঞ্চদশ স্তোম আয়ু, সোম রাজ্য, পিতৃগণ যশ ও কীৰ্ত্তি হরণ না করেন ; আমি ইন্দ্রিয়, বীৰ্য্য, আয়ু, রাজ্য, যশ ও বন্ধুর সহিত অগ্নিদেবতার সমীপে উপস্থিত হইতেছি ; গায়ত্রী ছন্দের, ত্রিবৃৎ স্তোমের, রাজা সোমের ও ব্রহ্মের শরণ লইয়। আমি ব্রাহ্মণ হইতেছি।” যে ব্যক্তি ক্ষত্রিয় হইয়াও এই আহুতি দ্বারা আহিবনীয়ের উপস্থান করেন, ইন্দ্র তাহার ইঞ্জিয় হরণ করেন না, কিছুপ, বীৰ্য্য, পঞ্চদশ স্তোম আয়ু, সোম রাজ্য এবং পিতৃগণ যশ ও কীর্তি হরণ করেন না । ষষ্ঠ খণ্ড—আহবনীয় উপস্থান ঐ দীক্ষিত ক্ষত্রিয় এইরূপে দেবতাবিষয়ে অগ্নির, ছন্দে গায়ত্রীর, স্তোমে ত্রিবৃতের সম্বন্ধযুক্ত ও বন্ধুসম্পর্কে ব্রাহ্মণ হইয়া উদবসানীয় ইটিস্বারা সোমবাগ সমাপ্তির সময় পুনরায় ক্ষত্রিয়তা প্রাপ্ত হন। উদবসানকালে অগ্নি তাহার তেজ হরণ করেন, গান্ধী বীৰ্য্য, জিবুৎ স্তোম আয়ু, ব্রাহ্মণগণ ব্রহ্ম, স্বশ ও কীৰ্ত্তি হরণ করেন। তাহারা তখন । ૨8 ...)