পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৪৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চত্রিংশ অধ্যায় প্রথম খণ্ড—বিশ্বস্তরের উপাখ্যান ক্ষত্রিয়ের সোমভক্ষণ নিষিদ্ধ ; তৎসম্বন্ধে উপাখ্যান এই অধ্যায়ের বিবর। মুযদার পুত্র বিশ্বস্তর খাপর্ণদিগকে (তন্নামক ব্রাহ্মণদিগকে ) নিরাকৃত করিবার জন্য গুfপর্ণদিগকে বর্জন করিয়া যজ্ঞের আহরণ করিয়াছিলেন। শু্যাপর্ণের। তাহ। জানিতে পারিয়া সেই যজ্ঞে আগমন করিলেন ও যজ্ঞের বেদিমধ্যে আসীন হইলেন। র্তাহাদিগকে দেখিতে পাইয়া বিশ্বস্তর বলিলেন, এই শুাপর্ণের পাপকৰ্ম্মকারী, ইহার বেদিতে বসিয়া অপবিত্র বাক্য বলিতেছে, ইহাদিগকে উঠাইয়া দাও ; আমার বেদির মধ্যে যেন ইহারা বসিতে না পায়। [ বিশ্বস্তরের নিযুক্ত পুরুষেরা ] তাহাই হউক, বলিয়া তাহাদিগকে উঠাইয়া দিল । উঠিবার সময় শু্যাপর্ণের কলরব করিয়া বলিতে লাগিলেন, পরিক্ষিতের পুত্র জনমেজয় [ভূতবীরনামক ঋত্বিকৃদ্বিগের সাহায্যে]যে কগুপ-বজ্জিত যজ্ঞ করিয়াছিলেন, তাহাতে কশ্যপগণের মধ্যে অস্তিমূগের সেই ভূতবীরদিগের নিকট হইতে সোমযাগকে [ বলপূর্বক ] কাড়িয়া লইয়াছিলেন ; অসিতমূগদিগের এই কৰ্ম্মদ্বারা কগুপের বীরত্বখ্যাতি লাভ করিয়াছিলেন ; আমাদের মধ্যে এমন বীর কে আছে, যে এই [বিশ্বস্তরের] সোমযাগ কড়িয়া লইতে পারে ? 纖 মৃগপুর পুত্র রাম বলিয়া উঠিলেন, তোমাদের মধ্যে এই আমি সেই বীর আছি। এই মৃগৰুপুত্র রাম শুfপর্ণগণের মধ্যে অনূচান (বেদজ্ঞ ) ছিলেন ; খাপর্ণদিগের সহিত বেদিতে দাড়াইয়া তিনি বলিলেন, “অহে রাজা, আমার মত বিদ্বানকে ইহার। বেদি হইতে উঠাইতেছে।” [ বিশ্বস্তর বলিলেন, ] “অরে ব্রাহ্মণধিম, তুই যেরূপ ব্যক্তি, তুই কিরূপে এমন বিদ্বান হইলি ।” (১) মূলে আছে—“রামে মাগবেয়: ; সায়ণ অর্থ করেন, মৃগবুর্নাম কাচিৎ যোষিৎ, তস্যাঃ পুত্রে রামনাম। কশ্চিদ ব্রাহ্মণ: |” দ্বিতীয় খণ্ড—বিশ্বন্তরের উপাখ্যান রম বিশ্বস্তরকে বলিলেন, ] “ইন্দ্র ত্বটার পুত্র বিশ্বরূপকে হত্যা করিয়াছিলেন, বুত্রকে হত্যা করিয়াছিলেন, যতিদিগকে সালাবৃকের মুখে অর্পণ করিয়াছিলেন, আকর্মস্বদিগকে বধ করিয়াছিলেন, বৃহস্পতিকে প্রতিহত করিয়াছিলেন ; এই সকল কারণে ৰখন বেতার ইন্দ্রকে বর্জন করেন, ইন্দ্র তখন [ দেবগণ কর্তৃক ] সোমপানে