পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৫০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

壽 ৮ম পঞ্চিকা ঃ ৩৬শ অধ্যায় ] ঐতরেয় ব্রাহ্মণ 9b. У করা হয়। আবার বৃহৎ জ্যেষ্ঠতা ( বয়োবৃদ্ধি ) স্বরূপ ; ইহাতে যজমানকে জ্যেষ্ঠত - দ্বারা সমৃদ্ধ করা হয়। বৃহৎ শ্রেষ্ঠতাস্বরূপ ; ইহাতে যজমানকে শ্রেষ্ঠতাদ্বারা সমৃদ্ধ कब्र ट्ध्न | * “অভিনা শূর নোয়ুমঃ" এই রথগুরের আধার ত্র, চকে° [ নিস্কেবল্য শস্ত্রের } অনুচর করা হয়। এই [ ভূ লোক রথস্তর এবং ঐ স্বর্গ লোক বৃহৎ । ঐ লোক এই লোকের অনুরূপ এবং এই লোক ঐ লোকের অনুরূপ। এই হেতু এই যে রথগুরের আধার মন্ত্রে অনুরূপ করা হয়, ইহাতে যজমানকে উভয় লোকেই সম্যকৃরূপে ভোগসমর্থ করা হয়। আবার রথন্তর ব্রহ্ম এবং বৃহৎ ক্ষত্র ; ক্ষত্র নিশ্চিতই ব্রহ্মে প্রতিষ্ঠিত এবং ব্রহ্মও ক্ষত্রে প্রতিষ্ঠিত । ইহাতেও ঐ [ নিস্কেবল্য ] শস্ত্রের ঐ সামের সহিত সযোনিত্ব ( সমানস্থানত্ব ) সম্পাদন করা হয়। “ষদ্ধাবান”৬ ইত্যাদি ধায্য ; তাহার সম্বন্ধে ব্রাহ্মণ পূৰ্ব্বে উক্ত হইয়াছে।" “উভয়ং শৃণবচ্চ ন;" ইত্যাদি সামপ্রগাথ বৃেহৎ ও রথগুর] উভয় সামের অনুকূল ; উভয় প্রগাথে উভয় সামেরই প্রয়োগ করিবে । (১) ১০।৭৩১। (২) “তদ্ব ইদং যজমান জননমূ” ইত্যাদি ব্রাহ্মণ ; পূর্বে দেখ। (৩) ৬৪৬১। (৪) ৭৩৩২২। (৫) “তামিদ্ধি" ইত্যাদি এবং “অভি ত্বা ভূয়” ইত্যাদি এই দুই প্রগাথে দুইটি করিয়া ঋক্ আছে, কিন্তু প্রয়োগের সময় দুই ঋকৃকে তিন ঋকে পরিণত করিয়া উহাদিগকে শস্ত্রের প্রতিপৎ ও অম্লচরে পরিণত করা হয় । (৬) ১০।৭৪৬। (৭) “তে দেবী অক্ৰবন সর্বং বে। অবোচথ।” ইত্যাদি ব্রাহ্মণ পূৰ্ব্বে দেখ । (৮) ৮৬১১ | তৃতীয় খণ্ড-শস্ত্র নিরূপণ “তমু ষ্টুহি যে অভিভূত্যোজাঃ”১ [ নিস্কেবল্য শস্ত্রের এই নিবিস্কানীয় ] মুক্তে “অভি” শব্দ থাকায় উহা [ শক্রয় ] অভিভব পক্ষে অনুকূল। [ ঐ ঋকের ] “অষাঢ়মুগ্ৰং সহমানমাভিঃ” এই [ তৃতীয় চরণে ] উগ্র শব ও সহমান শব্দ থাকায় উহা ক্ষত্রের পক্ষে অন্থকূল। ঐ স্থক্তের ঋক্ পোনেরটি ; পঞ্চদশ স্তোম ওজঃস্বরূপ, ইপ্রিয়স্বরূপ ও বীর্যস্বরূপ। রাজন্ত ও ওজঃস্বরূপ, ক্ষত্রম্বরূপ ও বীৰ্য্যস্বরূপ। এতদ্বারা স্বজমুনিকে ওজঃ, ক্ষত্র ও বীৰ্য্য দ্বারা সমৃদ্ধ করা হয়। উহার ঋষি ভরদ্বাজ ; বৃহৎ সামও ভরদ্বাজের সম্বন্ধযুক্ত ; ঐ ঋষির সম্বন্ধ থাকায় এই ক্রতুও সম্পূর্ণ হয়। এই ক্ষত্রিয়ের বঙ্গে পৃষ্ঠন্তোত্র [ কেবল ] বৃহৎ-পামসাধ্য হইলেও উহা সমৃদ্ধ ;