পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৫১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ՑԵ Եր রামেক্সম্বন্দর রচনাসমগ্র (১) উপন্থমাসন-বিশেষম। (২) জিতিঃ জয়মাত্র অভিযুঃ সৰ্ব্বেষু দেবেন্ধু জিতি অভিজিতিং। প্রবলদুর্বলশত্রণাং তারতম্যেন বিবিধে জয়ে বিজিতিঃ । পুনঃ শত্রুয়াহিত্যায় সম্যগ,ঞ্জয়ঃ সংজিতিঃ”। ষষ্ঠ খণ্ড–পুনরভিষেক দেবগণ ও অম্বরগণ এই লোকসমূহে যুদ্ধ করিয়াছিলেন। তাহাদের পূর্বদিকে যুদ্ধ হইয়াছিল ; সেখানে অস্বরের জয় লাভ করিয়াছিল ; পরে দক্ষিণ দিকে যুদ্ধ হইয়াছিল, লেখানেও অন্বরের জয় লাভ করিয়াছিল ; পরে পশ্চিম দিকে যুদ্ধ হইয়াছিল, সেখানেও অস্বরের জয় লাভ করিয়াছিল ; পরে উত্তর দিকে যুদ্ধ হইয়াছিল, সেখানেও অস্করেরা জয় লাভ করিয়াছিল ; পরে যখন পূৰ্ব্ব ও উত্তর এই উভয়ের অবাস্তর (মধ্যবর্তী) দেশে (অর্থাৎ ঈশানকোণে) যুদ্ধ হইয়াছিল, তখন দেবগণ জয় লাভ করিয়াছিলেন। দুই সেনা [ যুদ্ধার্থ ] পরস্পর সম্মুখীন হইলে যদি [ জয়ার্থী ] ক্ষত্ৰিয় সেই অভিষিক্ত ক্ষত্রিয়ের নিকট উপস্থিত হইয়৷ বলেন, “যাহাতে আমি এই [ শত্রুপক্ষের ] সেন৷ জয় করিতে পারি, সেইরূপ আমাকে [ সাহায্য ] করুন”, তাহাতে যদি তিনি “তাহাই করিব” বলিয়া সম্মত হন, তাহা হইলে তিনি ( অর্থাৎ সেই সাহায্যকারী অভিষিক্ত ক্ষত্রিয় )"বনস্পতে বঙবঙ্গে হি ভূয়া:” এই মন্ত্র তাহার রথের উৰ্দ্ধভাগ স্পর্শ করিয়া পরে সেই সাহায্যপ্রার্থী ] ক্ষত্রিয়কে লক্ষ্য করিয়৷ এই মন্ত্র বলিবেন ; যথা—“তুমি এই [ পূৰ্ব্বোত্তর বা ঈশান ] দিকে উপস্থিত হও, তোমার রথ [ অস্ত্রাদিতে ] সজ্জিত হইয়া [ প্রথমে ] ঐ দিকের অভিমুখে ( ঈশান মুখে) চলুক ; পরে রথ [ক্রমান্বয়ে] উত্তরমুখে, পশ্চিমমুখে, দক্ষিণমূখে ও পূর্বমুখে চলিয়া শত্রুর সম্মুখে উপস্থিত হউক।” তৎপরে “অভীবৰ্ত্তেন হবিষা”ই এই সুক্তে [ জয়ার্থী ] ব্যক্তিকে ঐ সকল দিকে যাইতে বলিবেন, এবং তিনি যখন ঘাইতে পারিবেন, তখন অপ্রতিরথষ্মক্ত৩ শাসন্মুক্ত ও সোপর্ণকুক্ত? পাঠ করিয়া তাহার প্রতি চাহিয়া থাকিবেন। এরূপ করিলে সেই ব্যক্তি [ শক্রয় ] সেন৷ জয় করিতে পারিবেন। আর যদি কোন ব্যক্তি সংগ্রামে ( দ্বন্দ্বযুদ্ধে ) প্রবৃত্ত হইয়া সেই [ অভিষিক্ত ] ক্ষত্রিয়ের নিকট উপস্থিত হইয়া বলেন, "বাহাতে আমি এই সংগ্রামে জয় লাভ করি, সেইরূপ আমাকে সাহায্য ] করুন", তাহা হইলেও তিনি সেই ব্যক্তিকে ঐ [ ঈশান } দিকেই যুদ্ধ করিতে বলিবেন । তাহাড়েই তিনি সংগ্রামের জয় লাভ করিবেন। . যদি কোন ব্যক্তি রাষ্ট্র হইতে ভ্ৰষ্ট হুইয়৷ এই [অভিষিক্ত] ক্ষত্রিয়ের নিকট উপস্থিত হইয়া বলেন, “যাহাতে আমি এই রাষ্ট্র ফিরিয়া পাই, সেইরূপ অামাকে [ সাহায্য }