পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৫২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ο 3 রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র বাণিষ্ঠ সাত্যহব্য বলিলেন, “ঐ দেশ (উত্তরকুরু) দেবক্ষেত্র, মর্ত্য (মহন্ত ) উহা জয় করিবার অধোগ্য ; তুমি আমার দ্রোহ (প্রতারণা ) করিলে, তোমার এই [ বীৰ্য্য ] আমি অপহরণ করিব।” তদনন্তর ( সাত্যহুব্যকর্তৃক অভিশাপের পর) অপহৃতবীৰ্য্য ও নিঃশুক্র ( তেজোরহিত ) সেই অত্যরাতি জানস্তপিকে শত্রুদমন শৈব্য৬ শুষ্মিণ নামক ‘রাজা বধ করিয়াছিলেন । সেই জন্য যে ব্রাহ্মণ এই [ ঐন্দ্র মহাভিষেকের বিষয় ] জানেন ও এই কৰ্ম্ম করেন, র্তাহার প্রতি ক্ষত্রিয় যেন দ্রোহ না করেন ; তাহ হইলেই তাহার রাষ্ট্র হইতে ভ্রংশের অথবা প্রাণনাশের আশঙ্কা থাকিবে না। (১) মৃগ=হস্তী। মৃগশব্দেনাত্র গজা বিবক্ষিতাঃ (সায়ণ ) । বন্ধ=বৃন্দ অর্থাৎ শতকোটি । (২) পঞ্চমানবা নিষাদপঞ্চমাশ্চত্বারে। বর্ণাঃ । ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশু, শূদ্র ও নিষাদ, এই পঞ্চ শ্রেণীর মহন্ত। (সায়ণ ) (৩) পাঞ্চাল=পঞ্চালদেশস্বামী। (৪) বালিষ্ঠ = বলিষ্ঠগোত্রোৎপন্ন, সাত্যহব্য = সত্যহব্যের পুত্র। (৫) জনস্তপের পুত্র । (৬) শৈব্যঃ শিবিপুত্র । চত্বারিংশ অধ্যায় প্রথম খণ্ড–পুরোহিত নিয়োগ ক্ষত্রিয়ের মহাভিষেক বর্ণিত হইল। ক্ষত্রিয় রাজা ব্রাহ্মণ পুরোহিত রাখিয়। থাকেন, সেই পুরোহিত সম্বন্ধে কৰ্ত্তব্য নিরূপণের পর ঐতরেয় ব্রাহ্মণ সমাপ্ত হইতেছে। উহাই এই অস্তিম অধ্যায়ের বিষয়। অনস্তর পুরোধার (পুরোহিতের ) বিধান। যে রাজার পুরোহিত নাই, দেবগণ র্তাহার অন্ন ভোজন করেন না ; সেই জন্য যে রাজা যাগ করিতে চাহেন,১ তিনি, দেবগণ অামার অন্ন ভোজন করিবেন, এই উদ্দেশে ব্রাহ্মণকে পুরোহিত করিবেন। এই পুরোহিত-নিয়োগ দ্বারা রাজা স্বর্গসাধক অগ্নিরই উদ্ধার করিয়া থাকেন। পুরোহিত র্তাহার আহবনীয়ের, জায় ( পত্নী ) গাৰ্হপত্যের ও পুত্ৰ অম্বাহাৰ্য্য-পচনের (দক্ষিণাগ্নির) তুল্য। পুরোহিত সম্পাদন দ্বারা তিনি আহবনীয়ে হোম করেন, জায়াদ্বারা গাইপত্যে হোম করেন ও পুত্রদ্বারা অম্বাহার্ধ্য-পচনে হোম করেন। সেই অগ্নিগণ এইরূপে আহুতি পাইয়। শাস্ততস্থ হইয়া ও র্তাহার প্রতি প্রীত হইয়া তাহাকে স্বৰ্গলোক, ক্ষত্র, বল, রাষ্ট্রও প্রজার অভিমুখে লইয়া যান। আহুতি ন দিলে তাহারা অশান্ততন্তু ও জঐত থাকিয় তাহাকে স্বৰ্গলোক, ক্ষত্র, বল, রাষ্ট্র ও প্রজী হইতে ভ্ৰষ্ট করেন। ". এই যে পুরোহিত, তিনি পঞ্চমেনিবিশিষ্ট বৈখানয়-অগ্নিস্বরূপ তাহার বাক্যে