পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৫৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম খণ্ড–ব্রহ্ম-পরিমর কৰ্ম্ম অনস্তর [ শক্রক্ষয়কামনায় ] ব্ৰহ্ম-পরিমর কৰ্ম্ম । যে ব্ৰহ্ম-পরিমর নামক কৰ্ম্ম জানে, তাহার পার্থে দ্বেষকারী শত্রুগণ মরিয়া যায়। এই যে [ বায়ু ] সঞ্চরণ করেন, তিনিই ব্ৰহ্ম। বিদ্যুৎ, বৃষ্টি, চন্দ্রমা, আদিত্য ও অগ্নি এই পাঁচ দেবতা তাহার পাশ্বে মরিয়া থাকেন। বিদ্যুৎ দীপ্তি প্রকাশ করিয়া বৃষ্টিতে অকুপ্রবেশ করেন ও অন্তহিত হয়েন ; তাহাকে আর দেখা যায় না। যখন কেহ মরে, তখনই সে অস্তহিত হয় ; তার পর তাহাকে আর কেহ দেখিতে পায় না । [ অতএব ] এই মন্ত্র বলিবে, “বিদ্যুতের মরণের মত আমার দ্বেষকারী মরুক ও অন্তহিত হউক, তাহাকে কেহ যেন দেখিতে না পায়।” [ অতঃপর ] অবিলম্বেই আর কেহ সেই দ্ধেযকারীকে দেখিতে পায় না। বৃষ্টি বর্ষণের পর চন্দ্রমাতে অকুপ্রবেশ করেন ও অস্তহিত হন, আর তাহাকে দেখা যায় না যখন কেহ মরে, তখনই সে অন্তহিত হয় ; তার পর কেহ তাহাকে দেখিতে পায় না। অতএব এই মন্ত্র বলিবে, "বৃষ্টির মরণের মত আমার দ্বেষকারী মরুক ও অন্তহিত হউক, তাহাকে কেহ যেন দেখিতে না পায় ।” অতঃপর অবিলম্বেই আর কেহ তাহাকে দেখিতে পায় না। চন্দ্রমা অমাবস্তাতে আদিত্যে অকুপ্রবেশ করেন ও অন্তহিত হন ; আর র্তাহাকে দেখা যায় না। যখন কেহ মরে, তখনই সে অস্তহিত হয়, তার পর তাহাকে দেখা যায় না। অতএব এই মন্ত্র বলিবে, “চন্দ্রমার মরণের মত আমার দ্ধেযকারী মরুক ও অন্তহিত হউক, তাহাকে কেহ যেন দেখিতে না পায়।” অতঃপর অবিলম্বেই তাহাকে আর কেহ দেখিতে পায় না। আদিত্য অস্ত গেলে অগ্নিতে অনুপ্রবেশ করেন ও অন্তহিত হন ; আর তাহাকে দেখা যায় না। যখন কেহ মরে, তখনই সে অস্তহিত হয়, তার পর তাহাকে আর দেখা যায় না। অতএব এই মন্ত্র বলিবে, “আদিত্যের মরণের মত আমার দ্বেষকারী মরুক ও অস্তহিত হউক, তাহাকে কেহ যেন দেখিতে না পায়।” অতঃপর অবিলম্বেই তাহাকে কেহ দেখিতে পায় না। অগ্নি নিবাইলে বায়ুতে অনুপ্রবেশ করেন ও অন্তহিত হন ; আর র্তাহাকে দেখা যায় না। যখন কেহ ময়ে, তখনই সে অন্তহিত হয়, তার পর আর তাহাকে দেখা যায় না। অতএব এই মন্ত্র বলিবে, “অগ্নির মরণের মত আমার দ্বেষকারী মরুক ও অন্তহিত হউক, তাহাকে কেহ যেন দেখিতে না পায়।” অতঃপর অবিলম্বেই তাহাকে কেহ দেখিতে পায় না। ঐ ঐ দেবতারা ঐ বায়ু হইতেই পুনরায় জন্মলাভ করেন। বায়ু হইতেই অগ্নি জন্মেন, প্রাণের বলে মথ্যমান হইয়া অধিক ( তেজস্বী ) হইয়া জন্মেন। র্তাহাকে ( জায়মান অগ্নিকে ) দেখিয়া এই মন্ত্র বলিবে, "অগ্নি জন্মলাভ করুন, আমার দ্বেষকারী যেন ন জন্মে ; সে আমার নিকট হইতে পরাজুখে দূরে যাউক।" অতঃপর সেই