পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৫৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐতরেয় ব্রাহ্মণ ঃ দ্বিতীয় পরিশিষ্ট 86 & রাহ্মণে প্রধানতঃ হোতায় কৰ্ম্মই ব্যাখ্যাত হইয়াছে। হোতৃচমল—হোতার নিদিষ্ট চমল—উহাতে হোত চমসাহতির পর সোম পান করেন। একধন আনিবার সময় অবধু হোতৃচমসে করিয়া খানিকটা জল আনেন ; ঐ জলে একধন ও বসতীবরী কিঞ্চিং মিশাইলে জলের নাম হয় নিগ্রাভা, অভিযবের সময় নিগ্রাভ্য জলের ছিটা দিয়া সোম ভিজার্ন হয়। হোতৃজপ-শস্ত্রপাঠের পূৰ্ব্বে হোতার পাঠ্য জপ ১৪২, শস্ত্র দেখ । হোতৃষদন— ঐষ্টিক বেদির পার্থে হোতার বসিবার স্থান, যেখানে বসিয়া তিনি যাজ্যপাঠ করেন ৬৯ ৷ হোত্র-৩১২। হোত্মক—মৈত্রাবরণ, অচ্ছাবাক, ব্রাহ্মণাচ্ছংগী, এই তিন ঋত্বিকৃ ; অগ্নিষ্ট্রোমের প্রাতঃসবন ও মাধ্যদিন সবনে ইহারা শস্ত্র পাঠ করেন , তৃতীয় সবনে ইহাদের শস্ত্র নাই। অগ্নিষ্ট্রোমের বিকৃতি উকৃথ্যাদি যজ্ঞে তৃতীয় সবনেও শস্থ আছে। ঐতরেয় ব্রাহ্মণে ইহঁাদের শস্ত্র বিশেষভাবে বিবৃত হইয়াছে ৩-২-০৭, ৩১২-৪৪ ৷ হোত্রাশংসী—ধিষ্ণ্যস্থিত সাত জন ঋত্বিকের মধ্যে এক জন হোত, মৈত্রাবরুণ অচ্ছাবাক ব্রাহ্মণাচ্ছংসী, এই তিন জন হোত্ৰক এবং নেষ্ট পোতা ও আগ্ন", এই তিন জন হোত্রাশংসী ; হোত্রাশংসীরা শস্ত্র পাঠ করেন ন৷ ৩১৩,তবে তাহাদের পক্ষ হইতে চমসাহতির সময় প্রস্থিত যাজ্য পাঠ করেন ৩১২-১৪ । হোম—স্বাহাব রাস্ত মন্ত্রপাঠের পর উপবিষ্ট হইয়া যে আহুতি দেওয়া হয়, তাহা হোম—যথা অগ্নিহোত্র হোম ২৯১, যাগ দেখ। হেগুিন বিহৃতি-বিহৃতির প্রকারভেদ ৩৩২, বিহৃতি দেখ। দ্বিতীয় খণ্ড সমাপ্ত