পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যজ্ঞ-কথা : সোমযাগ 岛> অধ্বযু এক গাড়ীতে, প্রতিপ্রস্থাত অন্য গাড়ীতে চাপিয়া মহাবেদির দিকে চালাইয়া দেন। গাড়ী ঘর-ঘর করিরা চলিতে থাকে ; হোতা এবং যজমান মন্ত্র পাঠ করেন। মহাবেদির উপরে পৌছিলে, গাড়ী দুইখানি পাশাপাশি রাখিয়। তাহার উপরে চালা বাধা হয় ; এই চালারই নাম হবিৰ্দ্ধানমণ্ডপ । তার পশ্চিম দিকে আর একটি চালা তৈয়ার হয় ; উহারই নাম সদঃশালা ; মহাবেদির দুই পার্শ্বে দুইখানি ছোট ঘর তৈয়ার হয়, উহাই আগ্রীষ্ট্ৰীয় ও মার্জালীয়। সদঃশালায় ছয়টি, আর আগ্রীষ্ট্ৰীয়ে একটি, এই সাতটি ধিষ্ণ্য তৈয়ার করিতে হইবে ; ধিষ্ণ্যের অর্থ অগ্নিস্থান ; ইহার পাশে ঋত্বিকেরা সোমাহুতিকালে মন্ত্র পাঠ করিবেন। এই ধিষ্ণ্যের জন্যও ঐষ্টিক বেদির আহবনীয় হইতে অগ্নি আনিয়া আগ্রীষ্ট্রীয় ধিষ্ণ্যে রাখিতে হইবে ; পরদিন সেই অগ্নি হইতে আর আর ধিষ্ণ্য জালান হইবে। ধিষ্ণ্যার্থ অগ্নি আনয়নের পর সোমের আনয়ন । আপনাদের মনে থাকিবে, দ্বিতীয় দিবসে সোম ক্রয় করিয়া ঐষ্টিক বেদির পূৰ্ব্বে কাঠের আসনে রাখা হইয়াছিল। দুই বেলা জলের ছিটা দিয়া তাহাকে টাটক রাখা হইয়াছিল। আজ সেই সোমকে সেখান হইতে তুলিয়া পূৰ্ব্বমুখে আনিয়া হবিৰ্দ্ধানমগুপে গাড়ীর উপরে রাখিতে হয় । ধিষ্ণ্যার্থ অগ্নির ও সোমের আনয়নের নাম অগ্নিষোম-প্রণয়ন । সকল কৰ্ম্মেই হোতাকে মন্ত্র পাঠ করিতে হয়। অগ্নি এবং সোম উভয়কেই মহাবেদিতে স্থাপন করা হইল। ইহারা উপস্থিত ন৷ হইলে সোমযাগ হইতে পারে না। অগ্নি এবং সোম উভয়েই দেবতা ; এখন ইহাদের উদ্দেশে একটি পশুযাগ আবশ্বক। এই চতুর্থ দিনেই সেই পশুযাগ করিতে হইবে ; কেবল ইষ্টিযাগে কুলাইবে না। অগ্নি এবং সোমের উদ্দিষ্ট এই পশুটির নাম অস্ত্রীষোমীয় পশু । পশুটি মোটাসোট হওয়া আবশ্যক। এই পশুর মাংস ভক্ষণ করিলে নরমাংস ভক্ষণ হইবে কি না, তাহা লইয়া তর্ক উঠিয়াছিল। গত বারে তাহার উল্লেখ করিয়াছিলাম। পশুযাগের বিবরণ পূর্বেই দিয়াছি— যুপচ্ছেদন হইতে যাগসমাপ্তি পৰ্য্যন্ত সমস্ত অনুষ্ঠানই করিতে হয়। পশুযাগ সমাপ্ত করিতে অপরাহু আসিয়া পড়ে। পরদিন প্রকৃত সোমযাগের দিন—এ কয় দিন তাহার আয়োজন উদ্যোগেই গেল। সোমযাগের জন্য সোমলতা ছেচিয়া সোমরস বাহির করিতে হয়—তার জন্য জলের দরকার। এই চতুর্থ দিনেই সন্ধ্যাকালে সেই জল আনিয়া রাখিতে হইবে । স্রোতের জল হইলেই ভাল হয়। বাজনা বাজাইয়া সমারোহে নদী বা জলাশয় হইতে জল আনিয়া রাখা হয়। এই জলেরও একটা নাম আছে—নাম বসতীবরী । অপ, শব্দ স্ত্রীলিঙ্গ ; অতএব তাহার বিশেষণ বসতীবরীও স্ত্রীলিঙ্গ। এই বসতীবরী জল এবং হবিৰ্দ্ধানে স্থিত সোমলতাকে রাত্রিকালে অশ্লীষ্ট্ৰীয় মগুপমধ্যে রাখা হয় এবং যজমান রাত্রি জাগিয়া পাহারা দেন । g இ. পঞ্চম দিন।--উদ্যোগ আয়োজনে চারি দিন গেল । পঞ্চম দিনে প্রকৃত সোমযাগ । সোমলতা ছেচিয়া তাহার রস জলে মিশাইয়া আহুতি দিতে হইবে। সোম ছেচিয়া রস বাহির করার নাম অভিযব। পূৰ্ব্বাহ্লে, মধ্যাহ্নে, অপরান্ত্রে, রা, (২)—৪