পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

dఫి রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র অধ্বযু এবং বযটকৰ্ত্ত হোতা, উভয়ে একযোগে প্রত্যেক গ্রহের শেষাংশ পান করেন। পান অনাবশ্যক ; ভ্রাণ মাত্রেই ভক্ষণ হয় ; বড়-জোর ঠোট ভিজাইতে হয়। তৎপরে শুক্র গ্রহ এবং মস্থি গ্রহের আহুতি । উভয়ই ইন্দ্রের উদ্দিষ্ট , অধ্বযু্য শুক্র গ্রহ এবং প্রতিপ্রস্থাত মস্থি গ্রহ গ্রহণ করিয়া পাশাপাশি দাড়ান ; এবং অতুবাক্য ও যাজ্য পাঠের পর বষটুকারের সময় আগুনে দেন। হোমকৰ্ত্তা ও বষটকৰ্ত্তা একত্র গ্রহশেষ পান করেন । এবার ভ্রাণ মাত্রে চলে না ; রীতিমত পান করিতে হয়। শুক্র এবং মস্থি, এই দুই গ্রহ আহুতির পর বলা হয় “নিরস্ত শগুঃ নিরস্তে মর্ক: ।” তাৎপৰ্য্য, এতদ্বারা শগু এবং মর্ক, এই দুই অস্থরকে তাড়াইয়া দেওয়া হইল। আপনার অস্থরগুরু শুক্রাচার্য্যের শগুণমার্ক নামে দুই পুত্রের পৌরাণিক কাহিনী শুনিয়াছেন । সেই কাহিনীর মূল এইখানে পাওয়া যায়। শুক্র শব্দের অর্থ উজ্জল ; উহা সোমরসের চলিত বিশেষণ। শুক্র পাত্রে রক্ষিত সোমরসকে বিশেষতঃ শুক্রগ্রহ বলা হয়। কোনরূপে এই শুক্র গ্রহের সহিত আকাশস্থ vsAE &t(33—Planet Venus ® ®Î¤¤¤ aëTi «Tff*^ I Planet Venus আকাশস্থ planetগণের সকলের চেয়ে উজ্জল । তাহা হইলে মস্থি গ্রহ কে হয় ? মহাত্মা গঙ্গাধর টিলক অনুমান করেন, একই planetএর দুই নাম—শুক্র এবং মস্থি । of morning star, AR of evening star. সোমাহুতির জন্য তিন রকম পাত্রের কথা বলিয়াছি । এক শ্রেণীর পাত্রের নাম চমস। যজমান এবং ষোল জন ঋত্বিকের মধ্যে নয় জন, এই দশ জনের জন্য দশখানি চমস নির্দিষ্ট থাকে ; ইহাদের নাম এই জন্য চমসী । এক একখানি চমস এক এক জন চমসাধ্বযু্যর জিম্বায় থাকে। চমসাধ্বযু সোমরসে চমস পূর্ণ করিয়া চমসীদের হাতে দেন । ধিষ্ণ্য নামক অগ্নিস্থানের কথা বলিয়াছি—সেই ধিষ্ণ্যগুলি আজ জালান হইয়াছে। এক একটি ধিষ্ণ্য এক এক জন চমসীর নির্দিষ্ট । চমসীরা আপন আপন ধিষ্ণ্যে বসিয়া অনুবাক্য এবং যাজ্য পাঠের পর বষটুকার করেন। অধ্যযু তাহাদের প্রত্যেকের হাত হইতে চমস লইয়৷ সেই চমসের সোম অগ্নিতে ঢালিয়া দেন । হবিঃশেষ ভোজনের জন্য রক্ষিত হয়। তার পর সেই হবিশেষ পানের ধুম লাগিয়া যায়। যজমান ও ঋত্বিকেরা সদঃশালায় প্রবেশ করিয়া হুতাবশিষ্ট সোমরস পান করেন। সোমপান বিষয়ে অনেক খুটিনাটি আছে। সকল কথা তুলিয়া আপনাদিগকে ত্যক্ত করিব না। இ. সোমন্থতির পাত্রের মধ্যে দুইখানি পাত্রের নাম ঋতুপাত্র ; একখানি অধ্বযু্যর জন্য ; একখানি প্রতিপ্ৰস্থাতার জন্য । ঋতুপাত্র পূর্ণ করিয়া অধ্বষু ছয় দেবতার উদেশে ছয় বার এবং প্রতিপ্রস্থাত ছয় দেবতার উদ্দেশে ছয় বার সোমাহুতি দেন । ৰাজ্য পাঠ করেন কোন বার হোতা, কোন বার অন্য ঋত্বিক, আহুতির পর আহুতিদাতা ও কষটুকর্তা হবিঃশেষ পান করেন। আপনার বিরক্ত হইতেছেন। কিন্তু বিরক্ত হইলে চলিবে না। প্রাতাসবনের প্রধান আহুতির কথাই এখনও বলা হয় নাই। - এই প্রধান আহুতি তিনটি ; নাম যথাক্রমে ঐন্দ্রীয়, বৈহুদেব এবং উকৃথ্য আহুতি। আহুতিকালে যাজ্যামস্ত্রের পূর্বে