পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শৰকথা ঃ শরীর-বিজ্ঞান পরিভাষা \\9& meter. অথচ বাঙ্গালায় thermometer অর্থে তাপমান শব্দ চলিয়া গিয়াছে। দুঃখের বিষয় সন্দেহ নাই ; কিন্তু calorimeterএর বাঙ্গালা কি হইবে ? আর একটি মাত্র কথা বলিয়া এই প্রবন্ধের শেষ করিব। ইংরেজী পদার্থবিদ্যার পরিভাষায় এখনও ব্যবস্থার যেটুকু অভাব আছে, তাহা দূর করিবার জন্য বড় বড় পণ্ডিতে বদ্ধপরিকর হইয়াছেন। ভিন্ন ভিন্ন অর্থে ভিন্ন ভিন্ন প্রত্যয় নির্দিষ্ট করিয়া দিয়া বিজ্ঞান-বিদ্যায় শব্দ প্রণয়নের জন্য যেন একটা নূতন ব্যাকরণ গঠিত হইতেছে। বাঙ্গালায় পরিভাষা প্রণয়নের সময় আমাদের তৎপ্রতি দৃষ্টি রাখিতে হইবে। রসায়ন শাস্ত্রে ইংরেজীতে যে শৃঙ্খলাবদ্ধ স্বনিয়ত পরিভাষা প্রবত্তিত আছে, অন্য কোন শাস্ত্রে বুঝি তাহার তুলনা নাই। বাস্তবিকই রাসায়নিক পরিভাষার সেই শৃঙ্খলা দেখিলে মুগ্ধ হইতে হয়। পদার্থবিদ্যাতেও সেইরূপ শৃঙ্খলাবিশিষ্ট পরিভাষা প্রচলন করিবার চেষ্ট হইতেছে। পদার্থবিদ্যায় আচার্ষ, অলিবার হেবিসাইড এবং ফিট্জ-জেরাল্ড যে নূতন পরিভাষা প্রণয়নের প্রস্তাব করিয়াছেন, তাহ নিম্নের দৃষ্টাস্ত দেখিলে পাঠক কতকটা বুঝিতে পারিবেন। এই প্রস্তাব শেষ পর্যন্ত গৃহীত হইতেও পারে। বাঙ্গালায় যাহার নূতন পরিভাষা প্রণীত করিতে যাইবেন, তাহারা যেন এই দৃষ্টান্ত হইতে উপদেশ গ্রহণ করেন, এই প্রার্থনা। অলিবার হেবিসাইড-প্রদশিত রীতি :– Conduction=phenomenon of conduction of electricity, তাড়িত-পরিচালন ব্যাপার Conductance - amount of electricity conducted অর্থাৎ পরিচালিত তাড়িতের পরিমাণ Conductivity = c -efficient of conduction অর্থাৎ পদার্থ-বিশেষের পরিচালন-শক্তি এই রীতি অনুসারে Fitz-Geraldএর প্রস্তাবিত পরিভাষা— Рhетотетот Атои.t co-efficient diffusion diffusance diffusivity expansion expansance expansivity gravitation gravitan, e gravitivity inertia inertance intertivity (=mass) (= density) rotation TOtatan Ce rotativity ७मन कि, heat heatance heativity (=amount of heat) (=specific heat) ইত্যাদি । qui țigoj, heatance, heativity ergfē "f" eft(= "ffrF offerzsti সভঙ্গে কৰ্ণ আচ্ছাদন করিবেন। কিন্তু আচাৰ্য্য ফিট্জ-জেরাল্ড সাহসের সহিতৃ