পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শবাকখা ; রাসায়নিক পরিভাষা 38% science of medicine of Wis science of surgery of w ; sediment cofois ; sensibility of six ; simple offers, solid অস্রাবী, সংযমিত ; solution দ্রবিত , solvent পুট, &so ; specific বিশেষণ ; surgeon শস্ত্রবৈদ্য , surgery Tofoil; still ভগযন্ত্র ; systole HTFf5 ; technical 'Rol, fiftsfo tenacity forts ; theory of R5; ; tube নলী ; t volition #5, Kosogi o রাসায়নিক পরিভাষা পারিভাষিক শব্দের অভাবে বাঙ্গাল ভাষায় বৈজ্ঞানিক গ্রন্থের রচনা ও প্রচার দুঃসাধ্য হইয়াছে। পরিভাষা প্রণয়নের জন্য সাহিত্য-পরিষং চেষ্টা করিতেছেন। রসায়ন-শাস্ত্রে পরিভাষার অভাব কথঞ্চিং পূবণের জন্য এই প্রস্তাবের অবতারণা । বল বাহুল্য যে, উপযোগী পবিভাষার আশ্রয় ন পাঙ্গলে কেবল মাত্র প্রচলিত ভাষার সাহায্যে কোন বিজ্ঞান-শাস্ত্রের সম্যক্ প্রচার বা সম্যক উন্নতি হইবার সম্ভাবনা নাই। পাশ্চাত্য ভাষায় রসারন-শাস্বের জন্য প্রণালীবদ্ধ পরিভাযা বর্তমান আছে। সেই পরিভাষা অবলম্বন কবিয়া রসায়ন-বিজ্ঞানের বটল প্রচার হইয়াছে এবং রসায়ন-বিজ্ঞান দিন দিন দ্রুতবেগে উন্নতি লাভ করিতেছে। মহামতি লাবোয়াশিয় যে দিন আধুনিক রসায়ন-বিজ্ঞানের জন্ম দান করেন, সেই দিনই উক্ত বিজ্ঞানের জন্য স্বতন্ত্র পরিভাষার প্রণয়ন আবশ্যক হইয়াছিল । লাবোয়াশিয়া পরিভাষাগঠনকাৰ্য্যও স্বহস্তে গ্রহণ করিয়াছিলেন। তৎপ্রণীত রাসায়নিক পরিভাষাই বৈজ্ঞানিকমণ্ডলী কর্তৃক অনুমোদিত ও গৃহীত হইয়াছিল ; এবং আজ পর্য্যন্ত সেই পরিভাষাই মাজ্জিত ও সংস্কৃত হইয়া ইউবোপের সর্বত্র প্রচলিত রহিয়াছে। লাবোয়াশিয়াপ্রণীত সেই পরিভাষা বর্তমান না থাকিলে রসায়নবিজ্ঞানের এইরূপ উন্নতি সম্ভবপর হইত না। ইউরোপের ভিন্ন ভিন্ন দেশে ও প্রদেশে ভিন্ন ভিন্ন লৌকিক ভাষা প্রচলিত থাকিলেও সর্বত্র সকলেই বৈজ্ঞানিক ভাষা সঙ্কলনের সময় লাটিন ও গ্রীক হইতে দুই হাতে ঋণ গ্রহণ করিয়া থাকেন। এই নিমিত্ত বিজ্ঞানের ভাষা সম্বন্ধে ইউরোপের সকল প্রদেশের মধ্যে একটা একতা দেখা যায়। এইরূপই হওয়া উচিত। বিজ্ঞানের সহিত দেশগত বা জাতিগত ভেদের সম্বন্ধ যত না থাকে, ততই কল্যাণ। বিজ্ঞানের ভাষা সাৰ্ব্বভৌম ভাষা হওয়া উচিত। এরূপ হওয়া উচিত যে, যে-কোন দেশের যে-কোন পণ্ডিত সেই ভাষায় কথা কহিলে অন্য দেশের পণ্ডিতেরা যেন তখনই তাহা বুঝিতে পারেন। জগতের বৈজ্ঞানিকসমাজের মধ্যে ভাব-বিনিময় নিয়ত আবখক। নতুবা বিজ্ঞানের উন্নতি প্ৰতগতিতে ঘটে না । ইউরোপে সকল জাতির পণ্ডিতেই বৈজ্ঞানিক ভাষা সঙ্কলনকালে লাটিন ও গ্রীক ভাষাকে মূলস্বরূপে অবলম্বন করেন ; এই জন্য ইউরোপে