পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/২১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૭ s রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র জায়ন্তে চ ম্রিয়ন্তে চ মদ্বিধা: ক্ষুদ্রজন্তব: ; কিন্তু হেলমহোলৎজের মত লোক ধরাধামে কয়টা জন্মিয়াছে ? হেলমূহোলৎজ মরিয়াছেন সত্য, কিন্তু মনুষ্য যতটুকু অমরতার দাওয়া করিতে পারে, তাহ। তাহার প্রাপ্য। ছোটখাট পাহাড়-পৰ্ব্বত যথেষ্ট সংখ্যায় বর্তমান থাকিয়া ধরাতলের বন্ধুরতা সম্পাদন করিতেছে। কিন্তু গোববে ও মহিমায় ধবলগিরি অধিক স্থানে স্পদ্ধিত হয় না । হেলমহোলৎজ নরসমাজে এইরূপ একটা ধবলগিরি ছিলেন। ধৰ্ম্মসংস্থাপনের জন্য যুগে যুগে যদি অবতারের আবশ্যকতা স্বীকার করা যায়, এব" জ্ঞানের বিস্তার যদি ধৰ্ম্মসংস্থাপনের একটা প্রধান অঙ্গ বলিয়া বিবেচিত হয়, তবে হেলমহোলৎজ নরসমাঙ্গে অবতীর্ণ’ হঠয়ছিলেন। হেলমহোলৎজ জ্ঞানের পরিধি কত দূর প্রসারিত করিয়। গিয়াছেন, তাহ যথাযথ বিবৃত করিতে পারি, এমন স্পৰ্দ্ধা কবি না । সৌভাগ্যক্রমে লণ্ডন রয়াল সোসাইটির গত অধিবেশনে স্বয়ং লর্ড কেলুবিন এ বিষয়ে আপনার অক্ষমতা স্বীকার করিয়া, সম্প্রতি ভূপৃষ্ঠে বর্তমান অন্যান্য প্রাণীকে তজ্জন্য লজ্জাব দায়ে অব্যাহতি দিয়াছেন। মহাজনের নামকীৰ্ত্তনে যদি কিছু পুণ্য থাকে, কিঞ্চিম্মাত্রায় সেই স্থলভ পুণ্য সঞ্চয়ের প্রয়াসে এই প্রবন্ধের অবতারণা | জৰ্ম্মনির পত সদাম নগরে ১৮২১ সালে হেলমহোলৎজের জন্ম হয়। ১৮৯৪ সালের সেপ্টেম্বরে তাহার মৃত্যু হইয়াছে। ভবিষ্যতে যিনি মানবের বিজ্ঞানেতিহাস লিপিবদ্ধ করিবেন, এই তেয়াওঁব বৎসর বিস্তৃত হইলে তাহার চলিবে না। আমাদের দেশেব বালকগণের প্রবল পমনোদ্রেক সত্ত্বেও, ইংবাজী ব্যাকরণ, ইংরাজী, ভূগোল, ইংরাজী ইতিহাস কিছু মাএ দন্তস্ফুট কবিবার সম্ভাবনা ব্যতিরেকেও, গলাধঃকরণ কবিবাব সনাতন নিয়ম প্রচলিত আছে । আমকু-প্রচলিত নিয়মচক্রের নেম ভারতবর্ষে ও ক্ষুঃ পথ হইতে ভ্ৰষ্ঠ হইতে পাবে ; এমন কি, জগৎচক্রেব নিয়ম-গ্রন্থিও দুই একটা শিথিল হইবার সম্ভব ; কিন্তু আমাদের পাঠশালামধ্যে এই প্রাচীন নিয়মগুলিব বেখা মাত্র ব্যভিচারের কোনও সম্ভাবনা নাই। তবে একটা ভরসা, আমাণের ভারতবর্ষে ইংরাজী সম্বন্ধে যে নিয়ম প্রচলিত, ইউবোপে ও গ্রীক-লাতিনের অধ্যাপন সম্বন্ধে অদ্যাপি তাহ বৰ্ত্তমান । স্বতরাং আমাদের ক্ষোভের কারণ নাই ; যেহেতু, মহাজনো যেন গত: ইত্যাদি । যাহা হউক, সনাতন নিয়মানুসারে হেলমহোলৎজকেও ক্লাসে বসিয়া গ্রীক-লাতিন গলাধঃকরণ করিতে হইয়াছিল। শুনা যায়, প্ৰহলাদ ‘ক’ অক্ষরেই কৃষ্ণনাম স্মরণে কাদিয়া উঠিয়াছিলেন, এবং ষণ্ডামার্কের প্রচণ্ড শাসন ও সরস্বতীর নিকট র্তাহার মাথা নোয়াইতে সমর্থ হয় নাই। হেলমহোলৎজের সম্বন্ধে সেরূপ কোনও নিন্দাবাদ প্রচলিত নাই ; তবে তিনি যে ক্লাসে বসিয়া ক্লাসিকের মাষ্টারকে ফাকি দিয়া জ্যামিতির অঁাক কষিতেন, তাহা স্বয়ং স্বীকার করিয়াছেন । এই নীতিবিরুদ্ধ অশিষ্ট ব্যবহারের জন্য কখনও তাহাকে মাগরের বেত্ৰাঘাত লাভ করিতে হইয়াছিল কি না, জানি না । জানিলে, অন্ততঃ আমরা কিছু সাস্থন লাভ করিতাম |