পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/২৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨8br ' রামেন্দ্রস্থদের রচনাসমগ্র কণ্ঠে মণি কৌস্তুভের দীপ্তি মনোহর। কণ্ঠমালা করে আলা তাহার উপর ॥ বয়ানের বয়ান বণিতে হয় ভার। কত শত শারদ শশীর শোভা যার ॥ অবিরত গোপাঙ্গনা বয়ানে স্বস্থির। হেরিলে হরয়ে জ্ঞান যতেক নারীর ॥ বিহরায় বৃন্দাবনে যমুনার তটে । ত্রিভঙ্গ ভঙ্গিমা ঠাম নব বংশীবটে ॥ সহস্ৰ সহস্ৰ গোপাঙ্গনায় বেষ্টিত । নয়ানে বয়ানে যার সদাই জড়িত ৷ ২ । হর গৌরীর কোন্দল সূচনা দেবদেব মহাদেব কৈলাসশিখবে। ইচ্ছা হইল যাইবারে কোচনী নগরে ॥ ভিক্ষাছলে বৃষবরে করি আরোহণ। বিশ্বনাথ কোচপাড়া করিলা গমন ॥ বাজান ডম্বর শিঙ্গাবর ঘনে ঘন। • শুনিয়া ধাইল যত কোচবধূগণ ॥ সভে উনমত্ত হৈয়া যায় হর পাশে । কাটতে বসন মাত্ৰ গাত্র নগ্ন বেশে । তুঙ্গস্তনী নিতস্বিনী দেখি পঞ্চানন। হৃষ্ট হৈয়া দৃষ্টি করে স্থির করে মন । দিগম্বর হরবর জানি নারীগণে । কৌতুক করয়ে সভে মহাদেব সনে ॥ বনপুষ্প তুলি মালা দেয় শিবগলে । হর নাচে নারীগণ নাচয়ে বিভোলে ॥ হেন কালে নারদ আসিয়া প্ৰণমিল। হরের কৌতুক সব সাক্ষাত দেখিল । ৩। শ্রীকৃষ্ণের জন্ম গগনে নিবিড় মেঘ করয়ে গজ্জন । দামিনী দমকে ঘন বরিষে সঘন ॥ হইল যামিনী ঘোর অন্ধকারময়। যোগনিদ্রা জগতে প্রচারকপ হয় ॥ দ্বারে দ্বারে প্রহরী যতেক নিয়োজিত । অচেতন নিদ্রায় থাকয়ে বিমোহিত । আকাশে দুন্দুভি বাজে পুষ্পবরিষণ। গায় হরিগুণ নাচে বিদ্যাধরীগণ ॥ ৪ । সখীগণের শ্রীকৃষ্ণপক্ষে ওকালতি শুন লো শ্রীমতি, কহি যে ভারতী, কেন কর এত মান । ছাড়িয়া কি হরি, থাকিবে পাশরি, ধরিতে নারিবে প্রাণ ॥ নাগরের দোষ, ক্ষমা কর রোষ, মান কর রাই দূরে। আপন শরীরে, যদি দোষ করে, ছাড়িতে কে পাবে তারে ॥ যাহার কারণে, না রহে পরাণে, তারে কি তেয়াগ ধন। বায়ুর গমনে, উড়ায় বসনে, তাহা বিনে বঁাচে প্রাণী ॥ অনল পরশে, সকল বিনাশে, তাহা বিনা না কি চলে। জলে শীত হয়, বৃষ্টি অতি ভয়, তবে কি তেজিবে জলে ॥ শুন লো স্বন্দরী, তোমার সে হরি, অপরাধ ক্ষমা কর । তেজি মান মনে, নাগরের সনে, আনন্দে কুঞ্জে বিহর । ৫। শ্ৰীজুর্গার ধ্যানের অনুবাদ জটাজট অৰ্দ্ধ ইন্দু কপালে শোভন। ত্রিনয়ন পদ্ম ইন্দুসদৃশ আনন। তপ্ত স্বর্ণ জিনি রুচি নবীনযৌবনী । সৰ্ব্ব আভরণ অঙ্গে স্বচারুদশনী ॥ অতি পীন পয়েধির করিকুম্ভ জিনি। ত্রিভঙ্গ ভঙ্গিম ঠাম মহিষমদিনী ॥ মৃণাল সদৃশ দশ বাহু স্থশোভন । দক্ষিণে ত্রিশূল খড়গ চক্র স্বদর্শন । তীক্ষু বাণ শক্তি অধঃক্রমে প্রহরণ। বাম করে খেটক ধমক যুতগুণ ॥ } পাশাঙ্কুশ ঘণ্টা কিব৷ পর স্থশোভন । অধঃক্রমে দৃশ ভুঞ্জে শোভে অস্ত্রগণ ॥