পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/২৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ઉt s রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র ইত্যাদি বহুকালপ্রচলিত বর্ণনা হইতে আমরা জানি, মহাভারত প্রণেতা কাশীরাম দাসের নিবাস সিঙ্গিগ্রাম গঙ্গাতীরে ইন্দ্রাণী পরগণার অন্তর্গত। [ ঐ গ্রাম বৰ্দ্ধমান জেলায় কাটোয়ার নিকট অদ্যাপি বর্তমান। কাশীরামসম্পজ কেশে পুকুর প্রভৃতির অস্তিত্বও শুনিতে পাওয়া যায় কাশীরাম দাস কায়স্থকুলে জন্মিয়াছিলেন। র্তাহারা তিন ভাই । প্রিয়ঙ্কর দাসের পুত্র স্থধাকর ; স্বধাকরের পুত্র কমলাকান্ত ; কমলাকাস্তের তিন পুত্র ; জ্যেষ্ঠ কৃষ্ণদাস, মধ্যম কাশীদাস ও কনিষ্ঠ গদাধর । “তৎপুত্র কমলাকাস্ত কৃষ্ণদাস পিত। কৃষ্ণদাসামুজ গদাধর জ্যেষ্ঠ ভ্রাতা” ইত্যাদি শ্লোক অনেকেরই কণ্ঠস্থ আছে। জগন্নাথমঙ্গলের রচয়িত এই গদাধর । জগন্নাথমঙ্গল হইতে আরও বিস্তৃত বংশপরিচয় পাওয়া যাইতেছে। উভয় পুথি হইতে যাহ পাইলাম, ঐ অংশ উদ্ধৃত করা গেল। জেমোর পুথির বর্ণাশুদ্ধি সংশোধন চেষ্টা করি নাই। অন্য পুথির বর্ণনা পত্রিক হইতে উদ্ধত হইল। জেমোর পুথি ভাগিরথি তিরে বাস ইন্দ্ৰায়নি নাম । তার মধ্যে প্রতিষ্ঠাত গণি সিঙ্গি গ্রাম ॥ অগ্র দ্রুপ গোপীনাথ বামপদ তলে । নিবাস আমার সেই চরণকমলে । তাহাতে সাণ্ডিল্যগোত্র দেব জে দৈত্যারি । দামোদর পুত্র তার সদা সেবে হরি ॥ দুবরাজ শুভরাজ তাহার নন্দন । দুবরাজ পুত্র হৈল মিন জে কেতন ॥ তাহার নন্দন হইল নাম ধনঞ্জয় । তাহা হৈতে জন্ম হৈল এ তিন তনয় ৷ রঘুপতি ধনপতি নাম নরপতি । রঘুপতি পঞ্চ পুত্র প্রতিষ্ঠাত মতি ॥ প্রিয়ঙ্কর রঘুশ্বর কেশব স্বন্দর। চতুর্থ শ্ৰীমুখদেব পঞ্চমে শ্রীধর ॥ প্রিয়ঙ্কর হৈতে হৈল পঞ্চ উদ্ভব। জয় স্থধাকর মধু রাম জে রাঘব ॥ স্বধাকর নন্দন জে এ তিন প্রকার। শ্ৰীমন্ত কমলাকান্তের এ তিন কোঙর । প্রথমে শ্রীকৃষ্ণদাস শ্রীকৃষ্ণ কিঙ্করণ। দ্বিতিয়ে শ্ৰীকাশীদাস ভক্ত ভগবান ॥ ত্রিতিএ কনেষ্ঠ দিন গদাধর দাস । জগৎ মঙ্গল কথা করিল প্রকাশ ॥ ভাগীরথী তীরে বটে ইন্দ্রয়ানী নাম । তার মধ্যে প্রতিষ্ঠিত গণি সিঙ্গি গ্রাম ॥ বিশ্বকোষ কাৰ্য্যালয়ের পুথি অগ্রদ্বীপের গোপীনাথের বামপদতলে । নিবাস আমার সেই চরণকমলে ॥ তাহাতে সাণ্ডিল্যগোত্রে দেব যে দৈত্যারি দামোদর পুত্র তার সদ। ভজে হর । দুবরাজ। বরাজ তাহার নন্দন | দুবরাজ পুত্র হৈল মিলএ যতন ॥ তাহর নন্দন হয় নাম ধনঞ্জয় । তাহাতে জন্মিল শুন এ তিন তনয় । রঘুপতি ধনপতি দেব নরপতি । রঘুপতির পঞ্চ পুত্র প্রতিষ্ঠিত মতি । প্রসন্ন রঘু দেবেশ্বর কেশব সুন্দর। চতুর্থে শ্ররঘুদেব পঞ্চমে শ্রীধর ॥ প্রিয়ঙ্কর হৈতে এ পঞ্চ উদ্ভব। অহু সুধাকর মধু রাম যে রাঘব ॥ সুধাকর নন্দন যে এ তিন প্রকার। ভূমীন্দ্র কমলাকান্ত এ তিন কুমার ॥ প্রথমে শ্রীকৃষ্ণদাস শ্রীকৃষ্ণকিঙ্কর। রচিলা কৃষ্ণের গুণ অতি মনোহর । দ্বিতীয় শ্রীকাশীদাস ভক্ত ভগবানে । রচিলা পাচালী ছন্দে ভারত পুরাণে । জগতমঙ্গল কথা করিলা প্রকাশ । তৃতীয় কনিষ্ঠ দীন গদাধর দাস ॥