পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/২৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঘুবংশ ও পদ্মপুরাণ २७b সাহিত্য-পরিষংকে সঞ্জীবিত রাখিবে ও সাহিত্য-পরিষৎকে জীবিত রাখিয়া - ব্যোমকেশের স্মৃতি রক্ষা করিবে । আমি ব্যোমকেশকে পরিষদের সহকারী সম্পাদক-রূপে দেখিতে চাহি না । আমি তাহাকে আপনার স্বজনরূপে দেখিতে চাহি। আপনাদিগকে ও ব্যোমকেশকে স্বজনরূপে দেখিবার জন্য আজ আমি অনুরোধ করিতেছি । আপনাদের স্বজনবিয়োগ হইয়াছে। পরিষদের প্রত্যেক সভ্যকে যে আপনার লোক মনে করিত, সেই প্ৰিয়বন্ধু চলিয়া গিয়াছে। গাব পবিচিত্র মুখে, t, • [মদেব দুথে সুখে, আসিবে না ফুিবে । 發 চলে তাব কথা থাক, C守 s5sッび石 5び研 河frt, বিস্মৃতিৰ তাবে ॥ " ব্যোমকেশ গিয়াছে , কিন্তু তাহার বৃদ্ধ জননীকে, অনাথা পত্নীকে, নিঃসহায় পুত্রগণকে আপনাদের সম্মুধুে রাখিব গিয়াছে। সাহিত্য-পরিষদের সভগণ, স্বজনগণ, বন্ধুগণ ! ব্যোমকেশ জীবিত থাকিতে তাহার সাংসারিক দুঃখের লাঘবার্থ আমর। কিছুই করি নাই ;—আমরা কিছুই করি নাই। এখন আমাদের সমঘ উপস্থিত। সাহিত্য-পরিষং আজ তাহার দুঃস্থ পরিজনবর্গের জন্য ভিক্ষার্থী হষ্টয় আপনাদের দ্বারস্থ । সেই ভিক্ষাপাত্রে মুষ্টিভিক্ষা দিবার জন্য আপনাদিগকে আমি সাতুনয়ে আহবান করিতেছি ; ইহাতে সঙ্কুচিত হইবেন না, তর্কবিতর্ক করিবেন না ; সমস্ত সঙ্কীর্ণ বিষয় ত্যাগ করিয়া সেই ভিক্ষাপারে মুষ্টিভিক্ষ দান করুন। পরকে ভালবাসিতে গিয়া ব্যোমকেশ আপনার পরিজনকে ভালবসিবার অবসর পায় নাই । তাহাব কর্তব্যসাধনে ত্রুটি রহিয়া গিয়াছে। আমি চোখের উপর দেখিতে পাইতেছি, তাহার প্রেত আত্মা লোকান্তরে শাস্তি পাইতেছে না। আপনারা তাহার প্রেত আত্মার কথঞ্চিং শাস্তি বিধান করুন । সব তপ ( |ক শেষ, স ব বাগ সব দ্বেষ সকল ল। লাত । বল শাপ্তি, পল শান্তি দেহ সাথে সব পাৰ্ম্মি পড়ে তোক চাই ॥” ( 'মানসী ও মৰ্ম্মবাণী, বৈশাখ ১৩২৩ ) রঘুবংশ ও পদ্মপুরাণ গত চৈত্র মাসের [ ১৩১১ ] বঙ্গদর্শনে "রঘুবংশ” নামক প্রবন্ধে রঘুবংশের অস্তভুক্ত দিলীপের উপাখ্যানের মূল কোথায়, এই প্রশ্ন উত্থাপিত ও পদ্মপুরাণ পাতালখণ্ডের অন্তর্গত ঋতম্ভরের উপাখ্যান উহার মূল হইতেও পারে, এইরূপ অনুমান করা হইয়াছে। প্রবন্ধের লেখক বন্ধুবর অধ্যাপক শ্ৰীযুক্ত ললিতকুমার বন্দ্যোপাধ্যায় পূর্বে প্রবন্ধ সম্বন্ধে আমার মন্তব্য প্রকাশের অবকাশ দিয়া আমাকে অনুগ্রহীত করিয়াছেন ও তন্নিমিত্ত কয়েকখানি মুদ্রিত পদ্মপুরাণ সংগ্ৰহ করিয়া দিয়া সাহায্য করিয়াছেন।