পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/২৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

♥ ግ8 রামেঞ্জস্বন্দর রচনাসমগ্র র্তাহাকে জানাইতেছি যে, বঙ্গীয়-সাহিত্য-পরিষদের কার্য্যস্থান ১৩৭/১ কর্ণওয়ালিস্ স্ট্রট, কলিকাতা ও ভিক্ষাপাত্র হস্তে লইয়া তত্ৰ উপবিষ্ট সম্পাদক — ঐরামেন্দ্রসুন্দর ত্ৰিবেদী। ( 'ভারতী’, বৈশাখ ১৩১২ )। অলঙ্কারশাস্ত্র ইংরাজী সাহিত্যের সংস্রবে আসিয়। বাঙ্গালা সাহিত্যের প্রকৃতি দিন দিন পরিবর্তিত হইতেছে। নূতন নূতন রস, নূতন নূতন গুণ, ও নূতন নূতন দোষ ইংরাজী সাহিত্যের আদর্শে বাঙ্গালা রচনা মধ্যেও প্রবেশ করিতেছে। সাহিত্যের আদর্শ, পরিবত্তিত হওয়ায় সৌন্দৰ্য্যবুদ্ধির ও রুচিবোধেরও পরিবর্তন ঘটিতেছে। এরূপ ক্ষেত্রে বাঙ্গালা সাহিত্যের জন্য অলঙ্কারশাস্ত্র গঠন করিতে হইলে কেবল সংস্কৃত অলঙ্কারশাস্ত্রে নির্ভর করিয়া থাকিলে চলিবে না। বাঙ্গালা ভাষার এখন গঠনক্রিয় চলিতেছে। বাঙ্গালী ভাষার ব্যাকরণ রচনার সহিত কালে বাঙ্গাল সাহিত্যে অলঙ্কারশাশ্ব রচনার আবর্তকতা আসিবে। " তথাপি সংস্কৃত ভাষার সহিত বাঙ্গালা ভাষার সম্বন্ধ চিরস্থায়ী । (‘সাহিত্য-পরিষৎপত্রিকা’, ১৩০৬ ৩য় সংখ্যা) বঙ্গীয়-সাহিত্য-সম্মিলন স্থান : রাজস্যহী, ১৩১৫, ১৮ মাঘ। সভাপতি আচাৰ্য্য প্রফুল্লচন্দ্র রায় ।] রাজসাহীনিবাসী ভদ্র মহোদয়গণ । আপনাবা দেশভক্তি প্রণোদিত হইয়া এ বৎসর বঙ্গীয়-সাহিত্য-সম্মিলনে সমবেত সাহিত্যসেবকগণের পরিচর্ণ্যার গুরুভার গ্রহণ করিয়াছেন ; আমরা আপনাদের সাদর নিমন্ত্রণ গ্রহণ করিয়া এখানে উপস্থিত হইয়াছি, এবং রাজসাহীর রাজোচিত আতিথ্যভারের উপর আর একটা গুরুভার চাপাইতে সাহসী হইতেছি ; তাহা এই – বাঙ্গালী জাতির উৎপত্তিতত্ত্ব নিরূপণের জন্য উত্তর বঙ্গ হইতে উপকরণ সংগ্ৰহ করিয়া গ্রন্থপ্রচার আবশ্যক – এতদৰ্থে রাজসাহীকে অকুরোধ করা হউক এবং আগামী বংসরের সাহিত্য-সম্মিলনে সংগৃহীত তথ্য উপস্থিত করা হউক। নিমন্বিত অতিথিগণের বোঝার উপর এই নূতন আর একটা বোঝাকে আপনার নিতা স্তই শাকের আটি করিয়া গ্রহণ করিবেন কি না জানি না, কিন্তু সভাপতি মহোদয়ের আদেশ লঙ্ঘনে আমার ক্ষমতা নাই । আজ যাহাকে আপনারা সভাপতির পদে বরণ করিয়া আপনাদিগকে কৃতাৰ্থ মনে করিতেছেন, আমি আমাকে তাহার একান্ত অনুবর্তী অনুচরমধ্যে গণ্য করিয়া আত্মশ্লাঘ অনুভব করিয়া থাকি। র্তাহার আদেশেই আমাকে বাধ্য হইয়া এই দুষ্কৰ্ম্মে প্রবৃত্ত হইতে হইয়াছে। আপনার আমাকে ক্ষমা করিবেন। আমার প্রতি যে কঠোর আদেশ হইয়াছে, আমার দুর্ভাগ্যক্রমে সভাপতি মহোদয় সেই আদেশ পালনে আমার