পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/২৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিভাষণ ২৯৫ ঋষি বৃহস্পতি তাহাতে অতিমাত্র বিন্মিত হইতেছেন। বাস্তবিকই যখনই আপনার শ্রদ্ধাশীল হইয় আপনাদের ভাবরাশিকে প্রকাশ দিতে চাহিবেন, ভবিরাশ মূৰ্ত্তি গ্রহণ করিয়া তখনই শব্দরূপে প্রকাশ পাইবে । সৰ্ব্বদেশেই সৰ্ব্বজাতির মধ্যেই এই ব্যবস্থা। পরিভাষা সঙ্কলনের অপেক্ষায় কোন দেশেই বৈজ্ঞানিক সাহিত্য নিশ্চলভাবে বসিয়া থাকে নাই । বিজ্ঞানও যেমন উন্নতির পথে অগ্রসর হইয়াছে, বিজ্ঞানের পরিভাষাও সেইরূপ সঙ্গে সঙ্গে আপনাকে গড়িয়া তুলিয়াছে। ভাব যেখানে আত্মপ্রকাশ করিতে চাহিয়াছে, তখনই উহা শবারূপে আবিভূত হইয়াছে। পূর্বেই বলিয়াছি, বঙ্গের জনসাধারণ জ্ঞানার্থ হইয়া.উৰ্দ্ধমুখে আপনাদের অভিমুখে চাহিয়া রহিয়াছে। আপনার তাহাদের জ্ঞানতৃষ্ণ নিবারণ করুন । ইহ+ আপনাদিগের কৰ্ম্ম ; ইহা আপনাদিগের ধৰ্ম্ম । সাধ্য সত্ত্বে এ বিষয়ে কুষ্ঠিত হইলে আপনাদিগের প্রত্যবায় হইবে । নিতান্ত ক্ষোভের বিষয়, পঞ্চাশ বৎসর পূৰ্ব্বে বাঙ্গালাদেশে বাঙ্গালা ভাষার সাহায্যে পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞান প্রচারের যে উদ্যম ছিল, সম্প্রতি তাহা যেন দেখিতে পাই না। পশ্চিমদেশ হইতে নবাগত জ্ঞানালোকের ছটায় র্যাহাদের চক্ষু তখন ঝলসিয়াছিল, র্তাহারা সেই আলোক দেশমধ্যে প্রতিফলিত করিয়া দেশের আধার নিবাইবার জন্য সচেষ্ট হইয়াছিলেন । বঙ্গীয়-সাহিত্য-পরিষদের সম্পর্কে আসিয়া দেখিয়াছি, পঞ্চাশ বৎসর পূর্বে যে শ্রেণীর যতগুলি বৈজ্ঞানিক গ্রন্থ প্রকাশিত হইত, বর্তমান কালে সেই শ্রেণীর তত গ্রন্থ যেন প্রকাশিত হয় না। তখনকার তুলনায় এখন লেখকের সংখ্যা অনেক বাড়িয়াছে, দেশে জ্ঞানলাভের স্পৃহা প্রচুর বৃদ্ধি পাইয়াছে, জ্ঞানবিতরণে সমর্থ শিক্ষাদানে সমর্থ পণ্ডিতের সংখ্যা প্রচুরতর বৃদ্ধি পাইয়াছে, গ্রন্থ প্রকাশের ব্যয় কমিয়াছে, গ্রন্থপ্রচারের স্বযোগ বাড়িয়াছে, অথচ বাঙ্গালা সাহিত্যের কেন এব অবনতি, তাহা আপনাদের চিন্তার বিষয় । সে কালে র্যাহারা বঙ্গের সুধীসমাজের শীর্ষস্থান অধিকার করিতেন, তাহাদের মধ্যে অনেককেই জনসাধারণমধ্যে এই জ্ঞান-প্রচারকার্য্যে নিযুক্ত দেখিতে পাই। দৃষ্টাস্তস্বরূপ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, ভূদেব মুখোপাধ্যায়, রাজেন্দ্রলাল মিত্র এবং অক্ষয়কুমার দত্তের নাম করিতে পারি। ইহারা যেরূপ শ্রদ্ধার সহিত, ষেরূপ অকুরাগের সহিত, যেরূপ যত্বের সহিত বঙ্গের জনসাধারণের মধ্যে পাশ্চাত্ত্য জ্ঞানালোক বিতরণ করিতে জীবন অর্পণ করিয়াছিলেন, বর্তমান কালে র্তাহাদের সমকক্ষ ব্যক্তিগণকে সেরূপ করিতে দেখিতে পাই না, ইহার কারণ কি ? সেকালের রহস্তসন্দর্ভ, বিবিধার্থ-সংগ্রহ, তত্ত্ববোধিনী পত্রিকা প্রভৃতিকে যে জ্ঞানপ্রচারকার্য্যে নিযুক্ত দেখিতে পাই, এ কালের কোন বাঙ্গালী পত্রিকার সেরূপ অধ্যবসায় দেখিতে পাই না কেন ? হইতে পারে, উল্লিখিত মনীষিগণ এবং উল্লিখিত সাময়িক পত্রিকাগুলি যে সকল তত্ত্ব প্রচার করিতেন তাহার অধিকাংশ এখন বালকোচিত বলিয়া গণ্য হইবে । কিন্তু তাহা সত্য হইলেও এ কালের উপযোগী বয়স্কোচিত কৰ্ম্মে কয় জন লোক এবং কয়খানি পত্রিকা নিযুক্ত আছে ? আমার বাল্যকালে রাজেন্দ্রলাল মিত্র-প্রণীত প্রাকৃতিক ভূগোল, ভূদেব মুখোপাধ্যায়-প্রণীত প্রাকৃতিক বিজ্ঞান, নবীনচন্দ্র দত্তপ্রণীত খগোলবিবরণ প্রভৃতি কয়খানি বাঙ্গাল গ্রন্থ সৰ্ব্বদাই দেখিতে পাইতাম । হয় ভ এগুলি স্কুলপাঠ্য পুস্তক অপেক্ষী উচ্চ শ্রেণীর বলিয়া গণ্য হইবে মা । কিণ্ড