পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৩০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀՖԵ রামেঞ্জস্বন্দর রচনাসমগ্র করিয়া লোকক্ষয় করিতেছে, তাহদের আবিষ্কারের জন্য, তাহাঁদের বিবরণের জন্ত কি আমরা চিরকালই হকারাদিনামা রকারাদিনামা বিদেশী পণ্ডিতদেরই মুখের দিকে চাহিয়া রহিব ? আশা করি, আমাদের এই সাহিত্য-সম্মিলনে আপনার বর্ষে বর্ষে সম্মিলিত হইয়া এই সকল তত্বের পরস্পর মধ্যে আলোচনা করিবেন এবং আপনাদের আলোচনার ফল, অমুসন্ধানের ফল, গবেষণার ফল আমাদের মত অজ্ঞজনকে উপদেশ দিবেন। বঙ্গীয়-সাহিত্য-পরিষদের পত্রিকা আপনাদের অতুসন্ধান-ফল প্রচারের সুযোগ পাইলে গৌরবাম্বিত হইবে । আর আমার বক্তব্য নাই। সভাপতির আসন গ্রহণ করিয়া এই বুধমণ্ডলীর নেতৃত্ব গ্রহণে আমার অধিকার নাই । তাহাদিগের কৰ্ত্তব্য উপদেশের ধৃষ্টতা আমার নাই। সে জন্য আমি আপনাদের কর্ণপীড়া উৎপাদন করিতে প্রবৃত্ত হই নাই । আমি কেবল আমার নিবেদন জানাইতে, আমার প্রার্থনা জানাইতে আমার ভিক্ষ জানাইতে, আপনারে সম্মুখে উপস্থিত। আমার শারীরিক এবং মানসিক দৌৰ্ব্বল্য আপনাদের দর্শনলাভে, আপনাদের সহযোগিতা লাভে, আপনাদের উপদেশ লাভে আমাকে সমর্থ করিবে কি না, এখনও আমি তাহা জানি না। নিতান্তই বন্ধুজনের আগ্রহাতিশয়ে আমি আপনাদের সময়ের অপব্যবহার করিতে প্রস্তুত হইয়াছি। আমার বিনীত প্রার্থনা, আমার বিনীত ভিক্ষা যদি আপনাদের উন্নত হৃদয়কে স্পর্শ করিয়া বাঙ্গালা-সাহিত্যের হিতসাধনে অবনত করে, তাহ। হইলেই আমার এই চপলত সাহিত্য-সম্মিলনের ভবিষ্যৎ ইতিবৃত্ত-লেখক কর্তৃক মাজ্জিত হইবে । ( 'মানসী’, বৈশাখ ১৩২১ ) । নানা কথা இ আনি বেসান্ট বৈরাগ্যপ্রবণ আর কৰ্ম্মপ্রবণ বলিলে, প্রাচ্য জীবন ও প্রতীচ্য জীবনের মূলগত পার্থক্য কতক বুঝা যায়। প্রতীচ্য জীবনের অপেক্ষা প্রাচ্য জীবন উৎকৃষ্ট, এই ভাবের একটা হাওয়া কিছু দিন হইতে বহিতে আরম্ভ হইয়াছে। সম্প্রতি আনি বেসান্ট আমাদের মধ্যে উপস্থিত হইয়া, হাওয়ার গতিটা আর একটু প্রবল করিয়া দিয়া গিয়াছেন। এই সময়ে এ সম্বন্ধে একটু আলোচনা অসাময়িক না হুইতে পারে।