পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৩২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७९३ রামেন্দ্রস্বনার রচনাসমগ্র অধঃপতনে কৌতুক করিও না। কেন না, তোমরাও মহন্ত, এবং কে বলিতে পারে যে, তোমার অবস্থাও এক দিন উহারই মত শোচনীয় হইতে পারিবে না | দুঃখাতপদদ্ধ সংসারক্ষেত্রে সমালোচনা অপেক্ষ সহানুভূতি ও সহৃদয়তার অভাব অধিকতর অনুভূত হয়। দৈবযোগে কোন বৎসর বৃষ্টি না হইলে কৃষকে জলাশয় সেচিয়া ক্ষেত্রের উর্বরত রক্ষার চেষ্টা করে। প্রকৃতি যেখানে নিষ্করুণা ও সংসার যেখানে উষর মরুভূমি, সেখানে মানুষে কি আপনার হৃদয় হইতে স্নেহের বারি ও শান্তির বারি কিঞ্চিং পরিমাণেও বর্ষণ করিতে পারে না ? আমরা যাহাদিগকে মহাপাপী নামে নির্দেশ করিয়া ঘৃণার সহিত তাহাদের সঙ্গ পরিহার করিয়া যাই, তাহার যে প্রকৃতপক্ষেই তোম। আম অপেক্ষ নিকৃষ্ট জীব, তাহার বিশেষ প্রমাণ নাই। হয়ত তাহাদের ভিতরে ষে পরিমাণে মনুষ্যত্ব বৰ্ত্তমান আছে, তাহা তোমাকে আমাকে ব্যবচ্ছেদ করিয়া দেখিলেও মিলিবে ন। তাহারা অদৃষ্টদোষে ঘটনার চক্রাবৰ্ত্তে পড়িয়া উদ্ধ হইতে নিম্নে ও নিম্ন হইতে নিম্নতর প্রদেশে ক্রমেই পতিত হইয়াছে ; আর আমরা সৌভাগ্যক্রমে সোজা দাড়াইয়া ধরাপৃষ্ঠে পা ফেলিয়া ফেলিয়া চলিতেছি। উভয়ের অবস্থাগত বিভেদের স্থলে সৌভাগ্য ও দুর্ভাগ্য এই দুটি বিদ্যমান আছে। ঠিক তাহাদেরই মত ঘটনাচক্ৰে পড়িলে আমাদেরই অবস্থা কি হইত, তাহ সহসা বলা চলে না। নিজের সৌভাগ্যের জন্য অহঙ্কার করিও না, অথবা অপরের দুর্ভাগ্য দেখিয়া পরিহাস করিও না। এবং তাহার জন্য কুন্তীপাকের ব্যবস্থা হইয়াছে ও নিজের জন্য নন্দনকানন প্রবেশের টিকিট খরিদ করা আছে, ভাবিয়া নিশ্চিন্তু থাকিও না। বরং তাহার অবস্থাদৃষ্টে সাবধানত শিক্ষা করিবার জন্য উদ্যোগী হও । মাতৃগভ হইতে ম্যাকৃবেথ অসময়েও কতকটা অস্বাভাবিকরূপে ভূমিষ্ঠ হইয়াছিলেন কথিত আছে। কিন্তু ঠিক যে একটা সয়তান ও পিশাচের অবতাররূপেই ভূমিষ্ঠ হয়েন, তাহার সম্যকৃ প্রমাণ নাই। পিশাচের অবতার ধরাতলে অবতীর্ণ ন৷ হয় এমন নহে, এবং শিবারাব ও উস্কাবৃষ্টি সকল সময়ে সকল পিশাচাবতারের অবতরণ ব্যাপার স্থচনা করে না। ম্যাকৃবেথের সহিত যখন আমাদের প্রথম পরিচয় হয়, তখন যে সে নিতান্ত মন্দ লোক ছিল এমন নহে। অন্ততঃ তোমার আমার অপেক্ষা যে মন লোক ছিল, তাহার প্রমাণাভাব । অস্তরের অন্তরে প্রচ্ছন্নভাবে, নিজের ও অপরের চক্ষুর সম্পূর্ণ অন্তরালে, কোন না কোন স্থানে একটু দুর্বলতা অবস্থিত ছিল বটে, এবং সেই দুর্বলতাই শেষ পর্য্যন্ত তাহার সর্বনাশের কারণ হইয়াছিল স্বীকার করি, কিন্তু সমগ্র মজ্জা ও সমগ্র ধাতু ব্যাপিয় এমন কিছু ছিল না, যাহাতে তাহাকে মন্থয়শ্রেণীতে না ফেলিয়৷ উপদেবতা শ্রেণীর অন্তর্নিবিষ্ট করা যাইতে পারে। অাকিলীসেরও নাকি গুলফের কোথায় একটু দুৰ্বল স্থান ছিল, যেখানে পারিস-নিক্ষিপ্ত শর প্রবেশালাভ করিয়া প্রাণত্যাগের কারণ হয়। এইরূপ ছিদ্র বা রন্ধ স্বদৰ্চতম দুর্গপ্রাকার অনুসন্ধান করলেও মিলিয়া থাকে। স্বতরাং ম্যাকৃবেথ সাধারণ মহন্তশ্রেণীর