পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৩৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নানাকথা : পরাধীনতা ురినె না। রোমের অভু্যদয়কালে যে জাতীয় ভাবের, রাষ্ট্রের হিতের জন্য ব্যক্তিগত হিতপরিহারের জন্য ব্যগ্রতার যেমন উদাহরণ মিলে, রোম যখন প্রকাওঁ সাম্রাজ্যে পরিণত হইল, তখন আর তেমন উদাহরণ পাওয়া যায় না। সাম্রাজ্য জমাট বাধিল না। ব্যক্তি মাত্রেই রোমক, কিন্তু মহারোমক জাতির প্রতিষ্ঠা হইল না। উত্তরদেশীয় বর্বরগণ সাম্রাজ্য মধ্যে প্রবেশ করিয়া সাম্রাজ্য ছিন্ন ভিন্ন করিয়া দিল । যেমন উন্নতি, তদুপযোগী পতন ! সেই ভয়ানক বিপ্লবে ইউরোপের ইতিহাসের প্রাচীন পরিচ্ছেদ সমাপ্ত হইয়া নূতন পরিচ্ছেদ আরব্ধ হইল। এই নৃতন পরিচ্ছেদের আরম্ভে আমরা কি দেখিতে পাই"? এই এক সঙ্কীর্ণ সীমাবদ্ধ ভূখণ্ডে এক একটা নূতন সঙ্কীর্ণ জাতির প্রতিষ্ঠ হইতেছে। নূতনে পুরাতনে মিশিয়। গিয়া পুরাতন ভাঙ্গিয়া নূতন মশলায় পুরাতন ইটের বাধন দিয়া নূতন ঘর নির্মাণ করিবার চেষ্টা করিতেছে। এই নৃতন পরিচ্ছেদে দুইটি নুতন ঘটনার অবতারণ দেখা যায় । c "প্রথম—পূর্বে যে একটা বিশাল সাম্রাজ্য ছিল, তাহার মধ্যে কাহারও পরস্পর বিবাদ-বিসংবাদের উপায় ছিল না। রোমক তাহার অসংখ্য শত্রুর সহিত লড়াই করিতে বাধ্য হইত, রোমক সেনানী রোমক সেনানীর সহিত লড়াই করিত ; কিন্তু রোমক প্রজা কখন রোমক প্রজার সহিত লড়াই করে নাই। কিন্তু এই নূতন অধ্যায়ের সূচনায় ইউরোপ কতিপয় খণ্ড রাজ্যে বিভক্ত হইল ; তাহদের পরস্পরের মধ্যে অবিশ্রাস্ত যুদ্ধ ; সেই ষে রণকোলাহলের আরম্ভ হইয়াছে, আজি পর্য্যন্ত তাহ থামে নাই। নবম শতাব্দীর আরম্ভে পশ্চিম ইউরোপে রোম-সাম্রাজ্য পুনঃ প্রতিষ্ঠিত হইয়াছিল ; কিন্তু সে কেবল নামে, সেই নূতন প্রতিষ্ঠায় আভ্যন্তরীণ বিগ্রহব্যাপার, রাজার সহিত রাজার, রাজ্যের সহিত রাজ্যের, জাতির সহিত জাতির ভীষণ জীবনদ্বন্দ্ব নিবারণে সমর্থ হয় নাই। এবং সহস্ৰ বৎসরল্যাপী প্রযত্বের বিফলতার ফলে উনবিংশ শতাব্দীর আরম্ভেই রোমের শেষ সম্রাট রোমসাম্রাজ্যের নাম পৃথিবীর ইতিহাস হইতে তুলিয়া দিতে সম্মত হইলেন। দ্বিতীয়—রোমের রাজা ছিল না ; খ্ৰীষ্টজন্মের পাচ শত বৎসর পূৰ্ব্বে রোমের শেষ রাজা তাকুইন সিংহাসন হইতে তাড়িত হয়েন ; এবং খ্ৰীষ্টজন্মের আট শত বৎসর পরে জার্মানির রাজা পোপের হস্ত হইতে সাম্রাজ্যের মুকুট গ্রহণ করিয়া ভাঙ্গা ইট জুড়িয়া নূতন অট্টালিকা নিৰ্ম্মাণের চেষ্টা করেন। কিন্তু এই স্বদীর্ঘ কাল মধ্যে রোমে রাজা ছিল না। যিনি সম্রাটের মুকুট ধারণ করিতেন, তিনি রোমক জনসাধারণের বিশ্বস্ত ও মনোনীত ভূত্য ও সেনানী মাত্র ছিলেন। কিন্তু ইতিহাসের এই নৃতন পরিচ্ছেদে প্রত্যেক রাজ্যে এক একজন স্বতন্ত্ৰ দণ্ডধর রাজার অভু্যদয় দেখিতে পাই । তিনি রাজা বলিয়া রাজা নহেন ; - তিনি বৈদেশিক, বিধৰ্ম্মী, বিজেতা, অস্ত্রধারী, শাসক, পালক, প্রজার বাহ জীবন ও অন্তজীবনের নিয়ামক রাজা। রাজার প্রথম কাজ, প্রতিবেশী রাজার সহিত যুদ্ধ-প্রজার অর্থব্যয়ে ও প্রজার শোণিতব্যয়ে ; আপন স্বার্থের জন্য। রাজার দ্বিতীয় কাজ, প্রজার নিপীড়ন, প্রজার ভৌতিক ও আত্মিক জীবনের স্বাতন্ত্র্যের সম্পূর্ণ বিলোপ সাধন করিয়া আপনার সর্বতোমুখী প্রভুশক্তির স্থাপনার জন্য আরম্ভে কিছু দিন ধরিয়া