পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৩৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গল రి$: রামেন্দ্রম্বন্দর রচনাসমগ্র ভারতবর্ষে নেশন ছিল না বলিয়া ভারতবর্ষের ইতিহাস এইরূপ হইয়াছে, সন্দেহ নাই ; কিন্তু ইউরোপেও এক কালে নেশন ছিল না। ইউবোপে নেশনের উৎপত্তির ইতিবৃত্ত আলোচনা করিলে, ভারতবাসীর কতকটা আশ্বাস না হউক, কতকটা শিক্ষালাভ ঘাটতে পারে, সন্দেহ নাই । সামাজিক একতা, নেশন গঠনের সাহায্য করে ; কিন্তু এই একতা কোথায় ? বাহির করা দুষ্কর। ব্রিটিশ দ্বীপ মহাদেশ হইতে বিচ্ছিন্ন, ব্রিটিশ দ্বীপে সংহত নেশনের উৎপত্তি হইয়াছে বুঝা যায়। জাতিগত একতা পূর্ণমাত্রায় নাই ; তবে অধিকাংশ ব্রিটিশ প্রজা সাকৃসন বংশধর বলিয়া স্পৰ্দ্ধা করেন। ভাষাগত একতা ছিল না, তবে ইংবাজী ভাষাব প্রচারে অন্যান্য ভাষা লোপ পাইতে বসিয়াছে। ধৰ্ম্মগত একতা অনেকট। আছে ; এক কালে সমগ্র প্রজাপুঞ্জকে একই বন্ধনে বাধিবার চেষ্টা হইয়াছিল। কিন্তু তাহা ব্যর্থ হইয়াছে। ধৰ্ম্মগত ঐক্যের অপেক্ষ আচারগত ঐক্য অধিক আছে ; আর সকলের উপর আছে রাষ্ট্রীয় ঐক্য। সমস্ত প্রজা এক রাষ্ট্ৰতন্ত্রের তুল্যকপে অধীন। এই সমস্ত ঐক্যের ফলে বৃটিশ নেশন"; বহু শত বৎসর ব্যাপিয়া ইহার জীবন এক টানে উন্নতির মুখে চলিয়াছে। এই ঐতিহাসিক প্রাচীনতা প্রত্যেক ব্রিটিশ প্রজার আর একটা গৌরবের কথ। —আর একটা ঐক্য-সাধন বন্ধন। আইরিশ জাতির বাসভূমি ব্রিটিশ দ্বীপ হইতে বিছিন্ন , তদ্ভিন্ন জাতিগত, ভাষাগত ও ধৰ্ম্মগত অনৈক্য বর্তমান ; সকলের উপরে আইরিশ জাতি আপনাদের পরাজয়ের ও অপমানের কাহিনী এখনও ভুলিতে পারে নাই; ইংরাজ ঐতিহাসিকেরাও তাহা ভুলিবার অবসর দেন নাই। এখানে রাষ্ট্রীয় একতা সত্ত্বেও আইরিশ জাতি ব্রিটিশ নেশনের কলেবরে মিশিতে পাবে নাই । ফরাসী দেশের ভৌগোলিক সীমারেখা প্রায় চারি দিকেই স্পষ্ট, কেবল উত্তর-পূর্ব কোণে সুচিহ্নিত সীমা নাই। সেই দিকেই গোল । আইবীরিয় ও কেন্ট ও জাৰ্ম্মান একত্র মিশিয়া ফরাসী জাতি উৎপন্ন হইয়াছে ; প্রত্যেক ফরাসীর দেহে বোধ হয় তিনেব রক্তই বর্তমান । ধৰ্ম্মগত, আচারগত, ভাষাগত একতা অনেকটা বৰ্ত্তমান আছে। ফরাসী সাহিত্যের ও ফরাসী বিজ্ঞানের গৌরবে ফরাসী মাত্রই অধিকারী। আর একটা একতা প্রতিবেশী জাৰ্ম্মানের প্রতি বিদ্বেষে । ফরাসীর প্রাচীন ইতিহাস জাৰ্ম্মানের পরাজয়কাহিনী পুনঃ পুনঃ স্মরণ করাইয়া ফরাসীর ঐক্যবাৰ্ত্তা ঘোষণা করে। এই সকল ঐক্যের ফলে ফরাসী নেশন। তার পর জার্মান নেশন। এই জাতিতে বংশগত বিশুদ্ধি যতটা আছে, ততট অন্য জাতিতে আছে কি না ; সন্দেহ। জাৰ্ম্মানের শরীরে পুরাতন রোম সাম্রাজ্যের বিপ্লাবক টিউটনের রক্ত প্রায় বিশুদ্ধ অবস্থায় বর্তমান বলিয়৷ জাৰ্ম্মান শ্লাঘা করেন । তদুপরি ভাষাগত ৪ আচারগত ঐক্য ত আছেই। তথাপি চল্লিশ বৎসর পূৰ্ব্বে জাৰ্ম্মান নেশন ছিল না। জাৰ্ম্মান নেশন উনবিংশ শতাব্দীর শেষার্দ্ধের স্বষ্টি । জার্থান নেশন জমাট বাধিতে এত সময় লাগিবার কারণ কি ? ষে একতাবন্ধনে নেশনের উৎপত্তি, সেই একতা জার্মান জাতিমধ্যে প্রচুর পরিমাণে ছিল ।