পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৩৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামেন্দ্রমুন্দর রচনাসমগ্র 8ילס\ ছিল। কিন্তু প্রজার দুঃখের কাহিনী তখনকার ইতিহাসে লিপিবদ্ধ করিবার অযোগ্য বিবেচিত হওয়ায় সকলে তাহা ভুলিয়া গিয়াছে। সে যাহা হউক, আমরা কিছু জোর করিয়া প্রজার মুখের গ্রাস কাড়িয়া লই না । সে আপনার উদর পূর্বণের পর যাহ অবশিষ্ট থাকে, তাহাই চোরের জন্য ও আগুনের জন্য না রাখিয়া আমাদিগকে ইচ্ছামুখে বিক্রয় করে। স্বাধীন বাণিজ্য স্বাধীন ইচ্ছা! হইতে উৎপন্ন। কৃষকেরা ইচ্ছাপূর্বক আমাদিগকে তাহাদের ভুক্তাবশেষ প্রদান করিয়া তাহার বিনিময়ে বিলাসসামগ্রী গ্রহণ করে। তাহাদের স্বেচ্ছাকৃত ঐ সকল বিলাসদ্রব্যই কি প্রমাণ করিতেছে না যে, তাহাদের অবস্থা দিন দিন ফিরিতেছে ? তবে তাহারা যে যথোচিত উন্নতি লাভ করিতে পারিতেছে না, সে নানা কারণে । র্তাহারা তোমাদেরই স্বজাতীয়, সুতরাং গণ্ডমূর্য, অদূরদর্শী, ষন্তবিষ, কুসংস্কারাপন্ন। তাহারা জাতি মানে, পেটে না খাইয়া, মরিবে, অথচ বৃত্ত্যন্তর গ্রহণ করিবে না : ব্রাহ্মণের চতুরতায় ভুলিয়। তাহাকে যথাসৰ্ব্বস্ব অর্পণ করিবে ; বিধবা পিলী মাসী সম্প্রদায়কে অকারণে খাইতে দিবে; অথচ তাহদের বিবাহ দিয়া একটা গতি করিয়া দিবে না ; স্বয়ং ভূমিষ্ট হইবার পূর্বেই বিবাহ করিবে, এবং তৎপূর্বেই সন্তানোংপাদন করিয়৷ ঐহিক পিণ্ডের যোগাড় না থাকিতেও পারত্রিক পিণ্ডলাভের জন্য লালায়িত হইবে । এই জাতি যদি দরিদ্র না হয়, তবে হইবে কে ? এই সকল যুক্তিবর্ষণের পর আমাদিগকে কাজেই নিরুত্তর হইতে হয়। বিশেষতঃ যখন যুক্তির অন্তরালে পীনাল কোডের একটা নূতন ধারা আকস্মিক আপতনের জন্য উন্মুখ হইয়া থাকে! আমাদের পক্ষে নিরুত্তর হওয়াই শ্রেয়স্কর। কিন্তু মনের মধ্যে একটা খটকা থাকিয়া যায় ;–সবই ঠিক, কিন্তু তবু যেন কী একটা কোথায় গোল থাকিয়া গেল। বৰ্ত্তমান কালে আমাদের আয় বাডিয়াছে সত্য কথা ; আয়ের লিবিধ নৃতন পন্থা আবিষ্কৃত হইয়াছে সত্য কথা, কিন্তু আয়ের সঙ্গে কি ব্যয়ও বাড়ে নাই ? এবং বায়ের অঙ্ক যাহা বাড়িয়াছে, তাহ কি ঠিক আমাদের ইচ্ছাক্রমেই বাড়িয়াছে ; এই ব্যয়বৃদ্ধি বিষয়ে কি আমাদের সম্পূর্ণ স্বাধীনতা আছে ? এক একটা ছেলে মানুষ করিতেই এখন খরচ পড়ে কত ? সেকালে ছেলেগুলা ভূমিষ্ঠ হইয়া উgা উঙা’ শব্দ করিত ; একালের ছেলেগুলা ভূমি স্পর্শ করিব মাত্র ‘ডাক্তার আন, ডাক্তার আন’ বলিয়া কাদিতে থাকে। ডাক্তার বাবু আসিয়া অনেককে ভবযন্ত্রণ হইতে অব্যাহতি দিয়া ভবিষ্যতের খরচ কমাইয়া দেন, সুতরাং তাহার ভিজিটের টাকাটা নিতান্ত লোকসান মনে করা অন্যায়। কিন্তু দৈবাৎ যদি একটা ছেলে ডাক্তারকে ফাকি দিয়া পঞ্চম বর্ষে পদার্পণ করিল, অমনই তাহার স্কুলের খরচ যোগাইতে হইবে। ছাত্রবৃত্তি পাঠশালায় জ্যামিতি ও পরিমিতি ও ভূবিদ্যা ও পদার্থবিদ্যা ও ব্যাকরণ ও অর্থব্যবহার ও নীতিকথা ও তত্ত্বকথা প্রভৃতি বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক শাস্ত্রগ্রন্থসকলের ভীষণ ভার দুর্বল শিশুর কণ্ঠরোধ করিয়া শ্বাস-প্রশ্বাসের ব্যাঘাত জন্মাইয়া জঠরাগ্নি নিৰ্ব্বাপিত করিয়া গৃহস্থের ভাবী ব্যয়ের সংক্ষেপ সাধনের আশা দেয় বটে ; কিন্তু আপাততঃ ঐ সকল শাস্ত্রগ্রন্থের মূল্য যোগাইতে গৃহস্থের প্রাণ অস্থির হয়। ছাত্রবৃত্তি পাস করিয়া চাষার ছেলে আর লাঙ্গল ধরিতে চাহে না, কিন্তু আদালতে