পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৪৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8○8 রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র অবলম্বন করিয়া থাকিতে হইয়াছে। অতীতের প্রতি ভক্তিপরায়ণ মনুসংহিতাকার মন্তয্যের প্রাচীন ধর্মের নিন্দাবাদে প্রবৃত্ত হয়েন নাই। নূতন ধৰ্ম্মকে আগ্রহের সহিত সম্ভাষণ করিয়াছেন। কিন্তু বৰ্ত্তমানে প্রকৃতি কর্তৃক বঞ্চিত দুৰ্ব্বল ক্ষুধাৰ্ত্ত মানবকে এই পরম ধৰ্ম্মের উপদেশ দেওয়া নিস্ফল। অগত্যা মন্ত্রসংহিতাকারের সহিতই বলিতে হয়— প্রবৃত্তিরেষ। ভূতানাং নিবৃত্তিস্তু মহাফল । ( 'পুণ্য, বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩০৫ ) । মাতৃমন্দির কেরোসিনের প্রদীপ জালিলে তাহার চিমনির ভিতর হাওয়া জন্মে ; আপন ঘরে আগুন দিয়া গ্রামের মধ্যে লঙ্কাকাণ্ড বাধাইলে ছোটখাট একটা ঝটিকার উৎপত্তি হয়। কিন্তু দেশশুদ্ধ লোক জটলা করিয়া দেশব্যাপী সাইক্লোন উৎপাদন করিতে পারে না । বাঙ্গল দেশ ব্যাপিয় যে একটা হাওয়া বহিতে আরম্ভ করিয়াছে, তাহা অতি-বড় বিজ্ঞব্যক্তিও অস্বীকার করিতে পারবেন না ; এবং এই হাওয়া যে কেবল আমাদের চেষ্টায় ও ইচ্ছায় জন্মে নাই, তাহাও বলা বাহুল্য। বাক্যবাগীশ বাঙ্গালী ফুৎকার প্রয়োগে পটু, কিন্তু সাত কোটি বাঙ্গালী একসঙ্গে ফুৎকার দিলেও বাঙ্গলা দেশে এমন একটা ঝটিকাবৰ্ত্তেব উৎপাদন করিতে সমর্থ হইত না । ঝড় একটা বহিতেছে, তাহ। স্বীকার্য্য ; প্রত্যক্ষ প্রমাণেও যদি কেহ অস্বীকার করেন, তাহাকে আমরা ভারতসচিব সাধু মলির বকৃত হইতে কোটেশন তুলিয়া মানাইতে পারিব, এরূপ ভরসা করি । এই হাওয়ার বেগে নীয়মান হইয়া বাঙ্গলার যত নগণ্য ধূলিকণা, বাঙ্গলার যেখানে যত তৃণাদপি লঘু পদার্থ বিদ্যমান আছে, তাহ এখানে ওখানে সেখানে পুঞ্জীভূত হইতেছে ও স্থানে অস্থানে স্তুপের স্বষ্টি করিতেছে, তাহা আমরা প্রত্যক্ষ দর্শনে দেখিতে পাইতেছ। বাঙ্গলার ইতিহাসে বর্তমান যুগকে আমরা দল বাধার যুগ আখ্যা দিতে পারি। আজিকার হাওয়ার গতি দল বাধার দিকে । যিনি যেখানে আছেন, তিনি সমানধৰ্ম্ম ব্যক্তিকে খুজিয়া লইয়া তাহার সহিত দল পাকাইতেছেন। আমাদের বন্ধুদের মধ্যে র্যাহারা রাজনীতির চর্চা করেন, তাহারা কংগ্রেসে, কনফারেন্সে, জেলাসমিতিতে, পল্লীসমিতিতে দল পাকাইতেছেন ; র্যাহারা সমাজ সংস্কারের পক্ষপাতী, তাহারা সামাজিক কনফারেন্সে মিলিত হইতেছেন ; র্যাহার সনাতন ধর্মের অমুগত, তাহারা ধৰ্ম্মমহীমণ্ডলে সম্মিলিত হইতেছেন ; র্যাহার শিল্পের উন্নতি চান, র্তাহারা দল বাধিতেছেন ; র্যাহারা শিক্ষার উন্নতি চান, র্তাহারা দল বাধিতেছেন ; আমরা সাহিত্যসেবীরাই কি চুপ করিয়া থাকিব ? সকলের দেখাদেখি আমরাও জোট বাধিয়া এখানে আজ উপস্থিত হইয়াছি। সকলেই