পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৪৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88や রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র আমাদিগকে তাহারই মুখের দিকে তাকাইতে হইবে। তাহার নেতৃত্ব বিনা এই কার্য্য সম্পন্ন হইবার নহে। বঙ্গীয়-সাহিত্য-পরিষদের এই প্রস্তাবে আমি তাহার অঙ্গুমোদন ও সহানুভূতি প্রার্থনা করিতেছি। র্তাহার নেতৃত্বে মুর্শিদাবাদের আতিথ্য লাভে বঙ্গীয়-সাহিত্য-সন্মিলন আজ অতুল আনন্দ লাভ করিতেছেন ; কিন্তু সেই আননের অভ্যন্তরে দারুণ ব্যথার চিহ্ন প্রচ্ছন্ন ভাবে অঙ্কিত রহিয়াছে। গত বৎসর আমরা আতিথ্য লাভের আনন্দ ভোগের জন্য আয়োজন করিতেছিলাম ; নিষ্ঠর বিধাতা অকস্মাৎ বজ্ৰ হানিয়া আমাদিগকে সেই আনন্দভোগে বঞ্চিত করিয়াছিলেন। মহারাজ মণীন্দ্রচন্দ্রের দারুণ শোক বঙ্গের সাহিত্যসেবকের বিনা বাক্যে অঙ্গীকৃত করিয়া লইয়াছিলেন। " তাহার সম্যকৃ হেতুও বৰ্ত্তমান ছিল। মহিমচন্দ্রের বিনয়মণ্ডিত মুখশ্রীর সহিত আমার যেরূপ পরিচয় ঘটিয়াছিল, আপনাদের সকলের সেরূপ ঘটে নাই, কিন্তু বঙ্গের এই ছুদিনে তাহার একটি উজ্জলতম আশার প্রদীপ অকস্মাৎ নিবিয়া গেলে, বঙ্গসমাজ যে তমোমলিন হইয়া যাইবে, ইহা স্বাভাবিক। সাহিত্যিক সমাজ তখন ষে ব্যথ পাইয়াছিলেন, সেই ব্যথার চিহ্ন কথঞ্চিৎ আচ্ছাদিত রাখিয়া আজ অতিথিরূপে এই সভাক্ষেত্রে উপস্থিত হইয়াছেন। অদ্য যিনি আপনার অরুন্তুদ মৰ্ম্মপীড় মৰ্ম্মস্থলে সংগোপন করিয়া বঙ্গের সারস্বত সমাজের অতিথিসৎকারে নেতৃত্ব গ্রহণ করিয়াছেন, র্তাহার প্রতি আমাদের কুতজ্ঞতা প্রকাশের বোধ করি প্রয়োজন নাই ; কিন্তু এই উপলক্ষ্যে আমাদের সমবেদন জ্ঞাপন না করিলে, আমাদের ধৰ্ম্মহানি হইবে। বঙ্গীয়-সাহিত্য-পরিষদের এই আকাঙ্ক্ষার অনুমোদন করিয়া বঙ্গীয়-সাহিত্য-সম্মিলন যদি এই সময়ে মাতৃমন্দির নিৰ্ম্মণি বিষয়ে মহারাজের সহকারিতা প্রার্থনা করেন, তাহা হইলে আশা করি, আমাদের এই সময়ের অনুপযোগী ধৃষ্টত। মাজ্জিত হইবে । হৃদয়ের মৰ্ম্মস্থলে যে আগুন জলিয়া থাকে, তাহার নির্বাপণ মানুষের সাধ্য কি না, তাহা জানি না ; তবে পুণ্য কর্মের জাহ্নবীবারি তাহাকে কতকটা শান্ত রাখিতে পারে। এই সারস্বত সম্মিলনের আহবানে নেতৃত্ব গ্রহণ করিয়া মহারাজ যে পুণ্য কৰ্ম্মে প্রবৃত্ত হইয়াছেন, তাহাতে র্তাহার শোকবহ্নির উপর শান্তিবারি নিক্ষেপ করিতে পারে। মাতৃমন্দিরের প্রতিষ্ঠাকে আমি পুণ্যতম কৰ্ম্ম বলিয়া বিবেচনা করি। মহারাজের যদি ইহা অনুমোদিত হয় এবং তিনি যদি অগ্রণী হইয়া বঙ্গের জনগণকে সাহায্যার্থ আহবান করেন, তাহা হইলে মহারাজের নিত্যাকুষ্ঠিত সহস্র পুণ্য কর্মের মধ্যে এই পুণ্যতম কৰ্ম্ম র্তাহার অন্তরের বিয়োগব্যথার অপনোদনে সমর্থ হইবে, ইহাই বিধাতার নিকট প্রার্থনা করিয়া আমি আপনাদিগকে সাহিত্য-সম্মিলনের কৰ্ত্তব্য নির্ণয়ে প্রবৃত্ত হইবার জন্য আহ্বান করিতেছি। (উপাসনা, ১৩১৫, ষষ্ঠ সংখ্যা )। ব্রাহ্মণ কি প্রীষ্ট, ? যে-কোন ইংরাজী পুস্তক খুলিলেই প্রায় দেখা যায়, ব্রাহ্মণ হইতে এ দেশের সৰ্ব্বনাশ হইয়াছে। ব্রাহ্মণ শব্দের ইংরাজী priest ; ব্রাহ্মণজাতি = sacerdotal