পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৪৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নানাকথা : ব্রাহ্মণ কি প্রীষ্ট ? 88% caste ; ভারতবর্ষ priest-ridden দেশ ; এ দেশে ব্রাহ্মণেরই হাতে সমস্ত ক্ষমতা —ব্রাহ্মণ ভূস্বর, ভূদেব,—মনুষ্যমধ্যে দেবতা। অন্যান্য জাতি ব্রাহ্মণের পদানত, ব্রাহ্মণ স্বার্থের জন্য দেশের সর্ববনাশ সাধন করিয়াছে । এ দেশে যাহারা ঐতিহাসিক বা সামাজিক পুস্তক, প্রবন্ধ প্রভৃতি লেখেন, র্তাহাদের মধ্যেও এইরূপ বাক্য সকলের প্রতিধ্বনি অহরহ শুনা যায়। ব্রাহ্মণের হাতে স্বর্গের চাবি ছিল ; ব্রাহ্মণ সেই চাবি না খুললে অন্যের স্বৰ্গদ্বার দিয়৷ প্রবেশাধিকার নাই। ব্রাহ্মণের এই বিষম অত্যাচারই এ দেশের অবনতিব প্রধান কারণ । ব্রাহ্মণের বিরুদ্ধে এইরূপ যে অপবাদ দেওয়া যায়, তাহ৷ সত্য. হইতে পাবে, কিন্তু এই অপবাদের সারবত্ত সকল সময়ে বঝিতে পারা যায় না। এই অপবাদ সমূলক কি না, তাহার মীমাংসার জন্য ‘ভারতীর পাঠকসমাজ ও বঙ্গের স্বধীসমাজের নিকট উপস্থিত হইলাম। বলা বাহুল্য, প্রশ্নটি বড় গুরুতর ; ভারতবর্ষের ইতিহাসে ইহার চেয়ে গুরুতর প্রশ্ন অতি অল্প আছে। প্রশ্নের গৌরব বিবেচনায় সুধীসমাজ প্রশ্নকৰ্ত্তার বিনাত আবেদনে কর্ণপাত করিলে অনুগৃহীত হইব । কিন্তু তৎপূৰ্ব্বে খট ক| কোথায়, বল আপশুক । ব্রাহ্মণেব আধিপত্য এ দেশে বহু সহস্ৰ বৎসর হইতে প্রতিষ্ঠিত হইয়াছে ও আছে, ইহা ঐতিহাসিক সত্য । এবং শ্রেণীবিশেষের এইরূপ একাধিপত্যের ফল ভাল ন হইবারই কথা । একাধিপত্য উভয়ের পক্ষেই অনিষ্টজনক, যিনি প্রভুত্ব করেন ও বাহার উপর প্রভূত্ব চালিত হয়, উভয়ের পক্ষেই অনিষ্টজনক। ইংরাজী demoralisation শব্দের ঠিক বাঙ্গালা প্রতিশব্দ খুজিয়া পাইতেছি না কিন্তু শ্রেণীবিশেষেব চিবস্থায়ী আধিপত্য এই demoralisation আনয়ন করে, সে বিষয়ে সন্দেহ থাকিতে পারে না । কিন্তু অনিষ্ট হইয়াছে, এক কথা , ও কিরূপে অনিষ্ট হইয়াছে, অন্য কথা । ব্রাহ্মণ হইতে দেশের অনিষ্ট হইয়াছে স্বীকার করিলেও, কিরূপে সেই অনিষ্ট সাধিত হইয়াছে, তাহ লইয়া বিতণ্ড চলিতে পারে। বিচারের ফল এক জিনিষ, বিচারের প্রণালী অন্য জিনিস। যে প্রকৃত চোর, সে দণ্ড পাইল, বিচারের ফল ঠিক হইল। কিন্তু যদি পুলিশের গড় সাক্ষীর উপর নির্ভর করিয়া তাহার দণ্ডবিধান হইয় থাকে, তাহা হইলে বিচার-প্রণালীতে দোষ থাকিয়া যায় । ব্রাহ্মণ হইতে দেশের অনিষ্ট হইয় থাকে হউক ; তজ্জন্য ব্রাহ্মণের তিরস্কার আবশ্বক হয় হউক ; কৰ্ম্মফল হইতে যখন মুক্তির আশা নাই, তখন ব্রাহ্মণ নিজ দুষ্কৃতের ফলভোগী হইবেন তাহাতেও দুঃখ নিস্ফল। কিন্তু প্রশ্ন এই যে, ব্রাহ্মণের হাতে ধন্মের চাবি ছিল কি না বা আছে কি না ? এই দেশ priest-ridden দেশ কি না ? ব্রাহ্মণ শব্দে ‘প্রীষ্ট বুঝায় কি না ? মীমাংসার পূৰ্ব্বে প্রশ্নের অর্থটা পরিষ্কার করিয়া বুঝা আবশ্বক। ইংরাজী priest শব্দের অভিধানসম্মত অর্থ পুরোহিত। ব্রাহ্মণজাতিকে priestly class বলা হয় ; অর্থাৎ ব্রাহ্মণ জাতি পুরোহিতের জাতি।