পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৪৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গণেশপূজা অগ্রহায়ণের ‘বঙ্গদর্শনে’ [ ১৩১• ] “সিদ্ধিদাতা গণেশ” শীর্ষক প্রবন্ধে লেখক মহাশয় [ বিজয়চন্দ্র মজুমদার ] আমাদের দেবমন্দিবে গণপতির আবির্ভাবের যে কাল নিরূপণ করিয়াছেন, তৎসম্বন্ধে কিছু বক্তব্য আছে। তিনি গণপতিকে যত আধুনিক বলিতে চাহেন, গণপতি ততটা আধুনিক নহেন। খ্ৰীষ্টীয় পঞ্চম বা ষষ্ঠ শতাব্দীর বহু পূৰ্ব্বে গণপতি পূজা পাইতেন, তাহ অম্লমানের কারণ আছে। ঋগ্বেদসংহিতার মধ্যে ‘গণপতি’ এই নাম দেখা যায়। যথা—দ্বিতীয় মণ্ডলে ত্রয়োবিংশতিতম স্থত্তমধ্যে ঋকৃ— গণানাং ত্বা গণপতিং হবামহে কবিং কবীনামুপমশ্রবস্তমম্। জ্যেষ্ঠরাজং ব্রহ্মণাং ব্রহ্মণস্পত আ ন; শুশ্বন্নতিভিঃ সীদ সাদনম্। এই ঋকের গণপতি কিন্তু আমাদেব বিস্ত্ররাজ গণপতি নহেন। উক্ত ঋকের দেবতা ব্রহ্মণস্পতি । তাহাকেই ‘গণানাং গণপতিং’ বলা হইতেছে। ভাৰ্য্যকার সায়ণও তাহাই বলিয়াছেন, যথা— Jo “হে ব্ৰহ্মণস্পতে, গণনাং দেবাদিগণানাং সম্বন্ধিনং গণপতিং স্বীয়ানাং পতিং ত্ব ত্বাং হবামহে আহবয়াম: ।” w এই গণপতি আমাদের গণেশ না হক্টলেও গণপতি উপাধিটা অতি প্রাচীন, তাহ পাওয়া গেল । তৈত্তিরীয় আরণ্যকের অন্তর্গত যাজ্ঞিকী অথবা নারায়ণীয়া উপনিষদে আমাদের গণেশকে পাওয়া যায়। ঐ আরণ্যকের অন্তিম অর্থাৎ দশম প্রপাঠক যাঞ্জিকী উপনিষৎ নামে পরিচিত। ঐ প্রপাঠকের প্রথম অনুবাকেই কতিপয় দেবতার উদ্দেশে কয়েক গায়ত্রী মন্ত্রের উল্লেখ আছে। মন্ত্র কয়টি উদ্ধৃত করিলাম— ১ । পুরুষপ্ত বিদ্মহে সহস্রাক্ষস্য মহাদেবস্য ধীমহি । তন্নো রুদ্র প্রচোদয়াৎ ॥ ২ । তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি । তন্নো রুদ্র: প্রচোদয়াৎ ॥ ৩। তৎপুরুষার বিধুহে বক্ৰতুণ্ডায় ধীমহি । তন্নো দস্তি: প্রচোদয়াৎ ॥ ৪ । তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি । তন্ন নন্দি: প্রচোদয়াং। ৫। তৎপুরুষায় বিদ্মহে মহাসেনায় ধীমহি । তন্ন ষণ,খ: প্রচোদয়াৎ ॥ ৬। কাত্যায়নায় বিদ্মহে কন্যকুমারী ধীমহি । তন্নো ভুগি: প্রচোদয়াৎ ॥ ঐ মন্ত্রগুলির মধ্যে প্রথম দুইটির উদ্দিষ্ট মহাদেব, পরবর্তী তিনটির উদ্দিষ্ট গণেশ, নন্দি, কাত্তিকেয় ও শেষটির উদ্দিষ্ট দেবতা ‘কাত্যায়ন, ‘কন্যকুমারী’ ও ‘ফুর্গি’ । বল বাহুল্য, ইনি গণেশজনন কাত্যায়নী দুর্গ । গণেশের উদ্দিষ্ট তৃতীয় মন্ত্রটির সম্বন্ধে সায়ণের ভাষ্য এইরূপ :-- ধীজাপুরগদেস্কুকামুকেত্যাগমপ্রসিদ্ধমূৰ্ত্তিধরং বিনায়কং প্রার্থয়তে। তৎপুরুষায় * * * গুচোদয়াদিতি। গজগমানবক্তৃত্বেন দীর্ঘস্য তুগুস্য রত্নকলসাদিধারণার্থং বক্রত্বম্। দস্থিঃ। মহাদষ্ট ।