পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৪৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 * e. রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রাচীন সাহিত্য কেবল পৌরাণিক কথায়, রামকথায় ও কৃষ্ণকথায় আবদ্ধ ছিল । আধুনিক সাহিত্য রামকথা ও কৃষ্ণকথা বর্জন করিয়াছে—কাজটা খুব ভাল হয় নাই , কিন্তু তাহাব পরিবর্তে যাহা দিয়াছে, তাহাতে শিক্ষিতের তৃপ্তি ঘটিতে পারে, কিন্তু অশিক্ষিতের প্রবেশ নিষেধ। অশিক্ষিতের উপর এখনও প্রাচীনপন্থী গায়ক ও কথক, যা বা ওয়াল, কবিওয়াল, কীর্তনীয়া ও ভিখারীব দলেব একাধিপত্য— ছাপাখানার আধিপত্য তাহার নিকট কিছুই নহে। ভারতবর্ষের ইতিহাসে বেদের কথা ও পুবাণের কথা, বশিষ্ঠ বিশ্বামিত্রের কথার সঙ্গে রামাতুজ শঙ্কবাচায্যের কথা, কুরুপাণ্ডবের সঙ্গে অশোক হৰ্ষবৰ্দ্ধনের কথা, রাজপুতের, মারাঠার ও শিখের কথা, চীন জাপান ও ফরাসী জাৰ্ম্মানির কথা, এই সকল প্রাচীনপন্থী নায়ক ও কথক, যাত্রাওয়ালা ও কীৰ্ত্তনীয় প্রভৃতির সাহায্যে মুদঙ্গ, করতাল ও গোপীযন্থের সহকারে জনসাধারণমধ্যে প্রচারিত হইতে পারে না কি ? এই একটা নুতন পথ আছে। এই পথে বঙ্গবাসী কৃষককে ক্রমশঃ বুঝান যাইতে পালে যে, পঞ্জাবের রাজপুতনার, মাদ্রাজের ও বোম্বাইয়ের সহিত তাহার সম্পর্ক আছে। পৃথ্বীরাজ ও প্রতাপসিংহ, জয়চন্দ্র ও লক্ষ্মণসেন, চন্দ্রগুপ্ত ও সমুদ্র গুপ্ত, কালিদাস ও দিও নাগ কোন কালে কি কাজ করিয়া গিয়াছেন, পল্লীগ্রামের গৃহস্থ কৃষক ও তাঙ্গদের স্ত্রী পুত্র তাহার ফলভোগ করিতেছে । এইরূপে ক্রমশঃ বৃহৎ জাতীয় ভাব ও বাষ্ট্রীয় ভাবের ভিত্তি পত্তন হইতে পারে । কিন্তু এই সাহিত্যেব স্বষ্টি করিতে প্রতিভা চাই । ইংরেজিশিক্ষিত ভিন্ন অন্যে ইহার সৃষ্টি কবিতে পারবে না, কিন্তু ইংরেজিনবিশকে এখনকার চলিত সাহিত্যেব ভাষ। ছাডিয়া নৃতন ভাষা গডিতে হইবে । বঙ্কিমচন্দ্রের ও রবীন্দ্রনাথেব প্রতিভা শিক্ষিতের জন্য নুতন পথ স্বষ্টি করিয়াছে। অশিক্ষিতের জন্য এই নুতন সাহিত্যের পথ সৃষ্টি কৰিলে কে ? এই সাহিত্য যে-দিন জনসমাজে প্রচারিত হইবে ও জনসমাজ আগ্রহ কবিয়। এই সাহিত্যের রস অস্বিাদনে ছুটিবে, সেই দিন তাহাদিগকে রাষ্ট্রনীতি বুঝান কঠিন হইবে না , তখন তাহাব নিজেই দল পাকাইয়া রাজনৈতিক আন্দোলন আরম্ভ করিবে । প্রসঙ্গক্রমে একটা কথ। জিজ্ঞাস করি। এখন পদ্মিনীর উপাখ্যানের আদব নাচ কেন ? পুরু-বিক্রম ও সরোজিনীর শ্রেণীর নাটক লিখিত ব অভিনীত হয় না কেন ? ( 'ভাণ্ডবি, বৈশাখ ১৩১২ )। ේ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানি এ দেশের Revenue হইতে অংশ লইতেন কি না ? কত লইতেন? এ-দেশের খরচ-খরচা বাদে যদি কিছু উদ্বৃত্ত থাকিত, তাহ কোম্পানির নিকট যাইত কি না ? ২ । কোম্পানির বাণিজ্যক্ষমতা লোপের পর অংশীদারের কোথা হইতে কত লাভ পাইতেন ? (. ৩। কোন তারিখ হইতে কোম্পানির দেওয়ানি রাজত্বে পরিণত হইল ?