পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৪৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রামদেবতা 8ግግ. ৭ । কোতোয়াল ৮ । থানাদার ৯ । চৌকিদার ইহার শাস্তিরক্ষাদি কৰ্ম্মে নিযুক্ত। ১০ । নকিবদার ১১ । ছড়িদার ১২ । আশাবরদার ১৩ । শোটাবরদার ইহারা বারের সময় দেবতার পাশ্বে ১৪ । আড়ানিররদার সসজ্জ হইয়া উপস্থিত থাকেন ও ১৫ । নিশানরবদার মিছিলের সময় সঙ্গে যান । ১৬ । চামরবরদার 學 ১৭। মেৰ্দ্ধ-সংখ্যায় চল্লিশ জন, ইহারা পাশ্ববৰ্ত্তী চল্লিশখানি গ্রামের প্রতিনিধি । গ্রামস্থ লোক রুদ্রদেবের প্রজা ; মেৰ্দ্ধাগণ প্রজামধ্যে মণ্ডলস্বরূপ । এতদ্ভিন্ন যাহারা গাজনের সময় ব্রত গ্রহণ করিয়া সন্ন্যাসী হয়, তাহাদের নাম "ভক্ত’। ব্রাহ্মণ হইতে চণ্ডাল বাউড়ি পর্য্যন্ত সকলেই ব্ৰতগ্রহণে অধিকারী ; শ্রেণীভেদে তিন দিন হইতে পোনের দিন পর্য্যন্ত ব্রতগ্রহণের নিয়ম। ব্রতধারীর পক্ষে দিনের ব্যবস্থা উপবাস, সন্ধ্যার পর ফল মূল ভোজন। ব্রতধারীর চিহ্ন— স্বন্ধে "উত্তরী’ ও হস্তে “বেত্ৰদণ্ড” ; উত্তর রেশমে বা কাপাসস্থত্রে নিৰ্ম্মিত। ভিন্ন ভিন্ন গ্রামের ভক্তের অপরাহ্নে গ্রামস্থ নির্দিষ্ট পুষ্করিণীতে একসঙ্গে স্নান করেন ও পরস্পরের গলায় “উত্তরীয়” পরাইয়া ব্রত গ্রহণ করেন। এইরূপে সহস্ৰাধিক লোকে ব্ৰতগ্রহণ করেন , নিম্নশ্রেণীর লোকই অধিক । সন্ন্যাসীদের শ্রেণীভেদে উপাধিভেদ ও কৰ্ম্মভেদ আছে। যথা— ১। কালিকার পাতা—ইহারা পিশাচবেশে মৃত নরদেহ লইয়া নৃত্য করে, অনুষ্ঠানের নাম “মড় খেলা” । ২। মায়ের পাতা—ইহারা ডাকিনী সাজিয়া নাচিয়া বেড়ায়। পরিচ্ছদ রাঙা কাপড়, গলায় ফুলের মালা, গায়ে রূপার গহনা, মাথায় লম্ব চুল, মুখে আবিরের প্রলেপ, হাতে বেত্ৰদণ্ড, মুখে চীৎকার ইহাদের লক্ষণ । ৩। চামুণ্ডার পাতা—ইহাদের সাজসজ্জাও ঐরূপ বিকট ; উপরন্তু মুখে মুখোস পরিয়া ইহার নাচে, অনুষ্ঠান “মুখোস খেলা” বা “মোস খেলা”। ৪। লাউসেনের পাতা—ইহার লাউ, কুমড়া প্রভৃতি হাতে লইয়া নাচে | ৫ । ধূলসেনের পাতা—ইহারা ধূলি ছড়ায়। ৬। ব্রহ্মার পাতা—ইহারা হোমাগ্নি বহন করে। ৭। জলকুমরির পাতা—ইহারা খেচুরি ভোগ জলে ডুবায়। ঐ সকল সন্ন্যাসীর সংখ্যা নির্দিষ্ট ; তদ্ব্যতীত সাধারণ ভক্তের সংখ্যার কোন নির্দেশ নাই ; এবং সাধারণ ভক্তের সংখ্যাই অধিক । ১৯শে চৈত্র বার বা উৎসবের আরম্ভ। ঐ প্রথম দিনের সায়ংকালে অনুষ্ঠান “কাটা ভাঙ,”—এ দিন সন্ন্যাসীরা কাটাগাছের ডালে শয্যা রচনা করিয়ঞ্চতাহার উপর গড়াগড়ি দেয়। তৃতীয় দিন পুনরায় কাটা ভাঙা । ষষ্ঠ দিনে সন্ধ্যার পর