পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৪৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র واس8b কিন্তু কাজ করিবার সম্পূর্ণ স্বাধীনতা আমাদের আছে কি ? এবং এখনও যাহা আছে, কালে সকল অবস্থাতেই তাহ থাকিবে কি ? র্যাহারা বলেন, আমরা কেবল চীৎকারেই পটু, কাজ করিতে আমাদের কোন পুরুষেই জানে না, তাহাদের কথা বিচাৰ্য্য। দেড় শত বৎসর আগে যখন উমিচাদের দলীলে ক্লাইভের শ্ৰীহস্ত পড়ে নাই, তখন এ দেশের কাজ কে করিত ? তখন কি এ দেশে কোন কাজ হইত না ? সকলেই যোগে মগ্ন হইয়া বসিয়া থাকিত ? হিন্দু মুসলমানের দেশ তখন ত হিন্দু মুসলমানেই চালাইয়াছে। এবং বলা ব্যহুল্য, রাজার কৰ্ত্তব্য তখন অতি অল্পই ছিল, দেশের প্রায় যাবতীয় কাজ দেশের লোকেই চালাইত। রাজা ও রাজপুরুষেরা অতি অল্প কাজই করিতেন ; তাহারা পরের সহিত লড়াই করিতেন, বাহিরে শত্রু না থাকিলে পরস্পর ঝগড়া করিয়া সময় কাটাইতেন, ছোট বড় বিদ্রোহ দমন করিতেন, ফৌজদার ও কাজি রাখিয়া শান্তিরক্ষা ও বিচার আচার কিছু কিছু চালাইতেন ; রাজার দরবারে যে অর্থী প্রবেশ লাভ করিত, তাহার প্রার্থনা শুনিতেন এবং মাঝে মিশালে বড় বড়ু রাজপথ বাধিয়া দিতেন বা তাহার আশে পাশে সরাই খুলিয়, পুকুর কাটাইয়া, গাছ লাগাইয় পথিকের উপকার করিতেন। কখনও বা নিষ্কর জমি পুরস্কার দিয়া, গুণী লোকের ও পণ্ডিত লোকের সম্মান করিয়া, ধৰ্ম্মকৰ্ম্মের ও বিদ্যাচর্চার ও গুণগরিমার সাহায্য করিতেন। আর দেশের বাকি সমূদয় কাজ ত দেশের লোকেই চালাইত। দেশের জমিদারের ছোটখাট রাজার মত শান্তিরক্ষা, বিচার আচার, বিদ্যাচচ্চাদির ব্যবস্থা করিতেন ; গৃহস্থ লোকে পুকুর কাটিয়া, গাছ পুতিয়া সাধারণের উপকার করিত ; ভট্টাচার্য্যের টোলে বসিয়া তাৎকালিক উচ্চশিক্ষার ও গুরুমহাশয় পাঠশালায় বসিয়া নিম্নশিক্ষার বন্দোবস্ত করিতেন, কথকেরা, যাত্রাওয়ালার। কাব্যামোদের সহিত নীতিশিক্ষার ব্যবস্থা করিত। গায়ের “দশে” মিলিয়া বিবাদ নিম্পত্তি করিত, “পঞ্চায়েত” মিলিয়। সামাজিক দুষ্কৰ্ম্মের দণ্ড দিয় তাহীর প্রতিবিধান করিত ইত্যাদি । আজকাল যে সকল কাজ সরকারের হাতে অথবা সরকারের অধীন বিশ্ববিদ্যালয় মিউনিসিপালিটি, ডিষ্ট্রিক্ট বোর্ড প্রভৃতির হাতে, সে কালে সেই সকল কাজ দেশের লোকেই সম্পাদন করিত। কেহ বা দায়ে পড়িয়া করিত। কিন্তু দেশের কাজ ত চলিয়া যাইত । আর আজকাল যেমন সরকারের নিয়োজিত নানা দল আছে, তখনও এই সকল সাধারণ কাজ চালাইবার জন্য নানা দল আপনা হইতেই স্বল্প হইয়াছিল। গ্রামের লোকে দল বাধিয়া গ্রামের কাজ চালাইত, ব্রাহ্মণ কায়স্থাদি উচ্চবর্ণের লোক আপন আপন সমাজ শাসন করিতেন ; কামার, কুমার, ছুতার প্রভৃতি শিল্পীর দলে আপন আপন ‘জাতি’ ব্যবসায়ের রক্ষার ব্যবস্থা করিত ও আপন আপন শিল্পিসমাজের আভ্যন্তরিক শৃঙ্খল স্থাপনের ব্যবস্থা করিত। এ সকল ত সৰ্ব্বজনপরিচিত কথা। হইতে পারে, এ-কালের মত ঢাক ঢোল ছিল না, এত রিপোর্ট লেখালেখি হইত না, এত কালি কলম, লাল ফিতার খরচ হইত না ; হইতে পারে, এত শৃঙ্খলা ও এত শাসন ছিল না, এত বৃহৎ ব্যাপার ঘাটত না ; রেলওয়ে ছিল না, ডাকঘর ছিল না, এত আদালত ইস্কুল পুলিস ইত্যাদি ছিল না। নাই বা থাকিল ? এক শ বৎসর আগে পৃথিবীর কোন দেশেই বা রেলওয়ে, ডাকঘর ছিল, কালি কলম, লাল ফিতার এত খরচ ছিল ?