পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৫০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ф е е রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র case বা করণ কারকস্থচক post-positionএর কার্য্য করিতেছে । এ কালের লেখকের কর্তৃক এবং দ্বারা, এই দুই পদের ব্যবহাবে বড় একটা ভেঙ্গ রাখেন না ; এটা আমার অঙ্কুচিত বোধ হয়। আমার বিবেচনায়, ক্রিয়ার কর্তৃত্ব বুঝাইবার জন্য কর্তৃক এবং করণত্ব বুঝাইবার জন্য দ্বারা ব্যবহার করা উচিত। “যোগেন্দ্র দ্বারা মুদ্রিত” না লিখিয়া “যোগেন্দ্র কর্তৃক মুদ্রিত” লিখিলেই ভাল হয়। যোগেন্দ্রের মতন জীয়ন্ত মানুষটা করণকারকে পরিণত না হইয়া উহার কিঞ্চিং কর্তৃত্ব থাকে, তাহাতেই তাহার মর্য্যাদা রক্ষিত হইবে। ( মৰ্ম্মবাণী, ১৩ শ্রাবণ ১৩২২ ) ।