পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শব্দকথা : ধ্বনি-বিচার ૭૭ ছুটি পাইলে ছেলেরা ছুট দিয়া রাস্তায় ছুটে । ছ টু করিয়া যাহা বন্দুকের ভিতর হইতে ছে ৷ ডু । যায়, তাহ ছট র । বা ছর র । কাঠিন্যহেতু উহার শব্দ কর্কশ ; উহা ফেলিলে ছর ছ র শব্দ জন্মে। ছ ড় ছড় শব্দে ফেলার নামান্তর ছড়া ন । ছা ডু ন ও প্রায় তদ্রুপ। শস্তের বীজ জমিতে ছড়া ন র নামান্তর ছি টেন । ছে ড় ও ছেন । র মূল সংস্কৃতে পাওয়া যায়। কিন্তু সংস্কৃতে ছড়ি র মূল আবিষ্কার বোধ করি দুঃসাধ্য। বেতের ছড় ছোট হইয়া ছড়ি হয়। চুটকি কবিতার টুকরা, যাহা দেশমধ্যে ছড় । ই য় ৷ আছে, অথবা যাহা ছড়ির মত অন্তঃকরণে আঘাত দেয় তাহাই কি ছড় 1 ? নয়ন অশ্রুসিক্ত হইয়া ছল ছল করে ; এখানে ল-কার যোগে তারল্যের ভাব অতি স্পষ্ট ; তারল্যের সহিত চাঞ্চল্যও একটু আছে। জলের পিঠে ঢ়িল ছুড়িয়৷ ছু ল ছু লি খেলা এই প্রসঙ্গে মনে আসিবে। তরল চঞ্চল হীন প্রকৃতির লোককে ছুন্তু বলে। কঠিন দ্রব্যের কোমল ত্বকৃকে ছা ল বলে । ছাল ছোট হইলে হয় ছিল কে ; উহ! কি শস্কের অপ্রভ্রংশ ? ছো লা র বীজের ছা ল সহজে ছুলি য় । তোলা যায়। ছুরি দিয়া ছাল ছিলি তে বা ছু লি তে পারা যায়। তালব্য ছ কারের পর দন্ত্য ল-কার বসিয়া এই তরলতা ও কোমলতা স্পষ্ট করিয়া দেয়। ছ বলা ও ছি বলে মানুষের চরিত্র তরল । ছা ও য়া ল ও ছেলে কি তাহার কোমলতা হইতে নাম পাইয়াছে ? জ চ’ ও ছ'য়ের তুলনায় জয়ের জাক বেশী , উহা গম্ভীর ভাবের ব্যঞ্জনা করে। জাক শব্দটাতেই তাহার পরিচয় । জ গ জ গা তে চকচকে জিনিসের চাকচিক্য আর ও জাকাইয়া আছে ; জ গ জ গ করা বা জুগ জু গ করার অর্থ দীপ্তি বিকাশ করা। চমক চেয়ে জমক বেশী জম কাল বা জ t ক ল। জ t কে র উপর জমক বসাইলে উহা জাক জম কে পরিণত হয় । চ ম চ ম, ছম ছম চেয়ে জমজম র গাম্ভীৰ্য্য বেশী। লোক জে টি ! ই য় t বা জড় করিয়া জট ল ৷ করিলে কৰ্ম্মের গুরুত্ব বাড়ে বটে। উজ্জল দ্রব্যকে জল জলে বা জি লজি লে বলিয়া থাকে। এখানে মূলে হয়ত সংস্কৃত জল ধাতু বৰ্ত্তমান । উজ্জল দ্রব্যেই জে ল ৷ দেয়। চ বচ বে জিনিস আর্দ্র বটে । স্থূলতার সহিত আৰ্দ্ৰতা মিশিলে জব জ বে বা জ্য শ ব জে বে বলা হয় । স্থল কাজ জে বি দ । জু জু নামক জীবের দীপ্তি আছে কি না বলা কঠিন, কিন্তু শিশুদের নিকট উহার গুরুত্বের ইয়ত্তা নাই । জব র জ ং শব্দের অর্থ কি ? 격 ঝ'য়ের জাক জয়ের মত ; অধিকন্তু উহার বল জয়ের চেয়ে বেশী । ঝি ঝি পোক তাহার ডাক হইতে নাম পাইয়াছে ; ঝ স্ক রে র উৎপত্তি ধাতুনিৰ্ম্মিত তন্ত্রীর ধ্বনি হইতে। অস্ত্রের ঝ ঞ্চ ন । কাব্যে প্রসিদ্ধ। শিশুর থেলন। ঝুম ঝুমি ঝুম ঝুম করিয়া বাজে ৷ বু মু ের র গীতবাদ্য কি ঐন্ধপ ধ্বনি হইতে ?