এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
রায় দীনবন্ধু মিত্র বাহাদুরের
জীবনী।





শ্রীবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রণীত।





শ্রীশরৎচন্দ্র মিত্র কর্ত্তৃক প্রকাশিত।







কলিকাতা
৪২ নং জিগ্জ্যাগ্ লেন, মেট্রপলিটন যন্ত্রে
এইচ্, এম, মুকর্জি এবং কোম্পানি দ্বারা মুদ্রিত।
সন ১২৮৯ সাল।
মূল্য।৹ চারি আনা মাত্র।