পাতা:রাসেলাস.djvu/২১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাসেলাস । * 63 অর্থাৎ উrহীকে সৰ্ব্বাপেক্ষ সুখী জ্ঞান করিয়াছিলাম । ভন্নিমিত্ত আমি সৰ্ব্বদ ইহাকে এই বলিয়া অভিনন্দন করিতাম যে, আপনি পরম সুখে কাল যাপন করিতেছেন। তিনি কোন কথায় অনবধান প্রদর্শন করেন না, কিন্তু যখন যখন আমার এই রূপ কথা শুনিতেন, তখনই অন্য কথা পাড়িয়া সে কথা চাপিয়? রাখিতেন । ” “কিছু দিন পরে আমি বুঝিতে পারিলাম কতগুলি ক্লেশজনক চিন্ত ত{হার অন্তঃকরণে বদ্ধসুল হইয়। মাছে ; ভিনি বাগ্রত সহকারে এক এক বীর উদ্ধ দৃষ্টিপাত করেন ও কথা কহিতে কহিতে তৎক্ষণাৎ নিস্তব্ধ হন । যখন আমরা দুই জনে নির্জনে বসিয়া থাকি, তিনি কখন কখন আমার প্রতি এরূপে নেত্ৰ পীত করেন যে, বোধ হয় যেন, আমাকে কিছু বলিবার উপক্রম করতেছেন, কিন্তু কিছুই ন বলিয়া চাপিয়, যান কখন বা গুরুতর বিষয়ে কোন আদেশ করিবেন বলিয়া ব্যঞ্জ হইয় আমাকে ডাকাইয়া পাঠান, কিন্তু যখন আমি উপস্থিত হই, কোন গুরুতর কথা শুনিতে পাই না । যখন আমি বিদায় লইয়া ঢলিয়া আসি, পথ হইতে আমাকে ডাকাইয়া লইয়া যান ; আমি নিকটে গেলে ক্ষণ কাল নিস্তব্ধ হইয়া থাকেন, আধার যাইবার অনুমতি দেন । ”