পাতা:রাসেলাস.djvu/২২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাসেলস । * > * ব্যটাল ছিলেন, তিনি সঙ্গী হওয়াতে পথ চলায় ক্লেশ বোধ হইল না ; তিনি আপনাকে অনাদৃত না দেখিয়া অতিশয় অ{হলদিত হইলেন এবং সঙ্গে সঙ্গে উfছ - দিগের অfলয় পৰ্য্যন্ত গমন করিলেন । রাজকুমারের অনুরোধে বাটীর মধ্যেও প্রবেশিলেন । উrহার সমাদরে রজকে জাসনে বসাইয়া সুখাদ্য সামগ্ৰী আহার কারতে দিলেন ; - অহোরাদি সমাপ্ত হইলে রাজকুমী কহিলেম “ মহাশয়! আপনার মত দি দ্বান ও বিজ্ঞ ব্যক্তি সন্ধাকালে ভ্রমণ কৰিতে করিতে যেরূপ সুখামুভব করেন, অলভিঞ্জ যুবাদিগের কোন ক্রমেই সেরূপ সুখামৃদ্ভব । হয় না ; ম}পনি যাহা যাহা দেখেন সমুদায়ের কার্য্যকারণভাব ও স্বত্ব বুঝিতে পারেন । নদীর জলবৃদ্ধির হেতু, গ্ৰহগণের গতির নিয়ম, সমুদায় অবগত আছেন । মঞ্চল বস্তুই আপনার চিন্তাশক্তির উদীপম কবে এবং আপনার পদ মর্য্যদায় গৌরবজন রুস্মিয় দেয়, সন্দেহ নাই ?? বৃদ্ধ উত্তর করিলেন “ভদ্রে কৌতুকাফ্রান্ত ও উংসীহশালী লোকেরাই ঐ সকল বিষয়ে সুখের প্রত্যাশ করিয়া থাকে । আমাদিগের এই অবস্থায় কোন গুরুতর উদ্বেগ না থাকিলে, তাহাই আমাদিগের পক্ষে যথেষ্ট লাভ'। আমার নিকট আর পৃথিবীর