পাতা:রাসেলাস.djvu/২২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* >b" রাসেলাস । ও অপবিত্র নয় ৰলিয়াই কথঞ্চিৎ স্থির হইয়া আছি , নতুব। এত দিন মনস্তাপের পরিসীম থাকিত না । মিথ্য মনোরথ ও অঙ্গীক অশ বহুকালাবধি অন্তঃকরণে বদ্ধমুল হইয় আছে, এজন্য শীঘ্র পরিত্যাগ করিতেছে না। তা:নি এক্ষণে তাহাদিগকে সংক্ষিপ্ত করিয়! আনিতেছি, এবং বিনীভূতবে সেই শুভ দিনের প্রার্থনা করিতেছি, ঘংহীর আর অধিক বিলম্ব নাই। এই পৃথিবীতে যে সুখের সন্ধান পাইলাম না, সেই গুড় দিনের সমাগমে এক শুরম্য রত্যে গিয়! সেই সুখ সম্ভোগ করিব এবং এই ভূমণ্ডলে যে গুণ প্রাপ্ত হইলাম না, তাহ শায় পাষ্ট্রতে পরিব, মনে মনে এই আশা করিতেছি । ” বৃদ্ধ, এই বলিয়া গাত্ৰোখান করিয়া প্রস্থান করলেন । অধিককাল জীবিত থাক, সৌভাগ্যের বিষয় বলিয়। শ্রে’ভদিগের বোধ হইল না । রাজকুমার এই বলিয়া মনে প্রবোধ দিলেন যে, বৃদ্ধের স্থত্তান্ত শুনিয়া হতাশ হওয়া উচিত নহে । বন্ধক্ষ্য কখনই সুখের সময় নয় , কিন্তু যাহার বাদ্ধক্যে উদ্বেগ নাই, যৌবনাবস্থায় সে মুখী ছিল সন্দেহ নাই । সন্ধ্যাকলি নিৰ্ম্মল দেখিলে মধ্যায়কে অবশ্যই উজ্জ্বল বলিয়া বোধ হইয়া যায়। রাজকুমারী এই ভাবিলেন যে, বার্থক্যে হিংসাপ্রবৃত্তি প্রবল হয় । সুতরাং যাহারা পৃথিবীতে মুতন প্রবেশ করিয়াছে, তাহাদিগের আশা ভরসার প্রতিবন্ধ