পাতা:রাসেলাস.djvu/২৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R § 8 রাসেলাস । কথাও শুনিতে পাইলেন না, যদ্বারা তাহার বুদ্ধিজম অথবা উন্মাদের লক্ষণ বুঝিতে পার যায় । যাহতে ভfন মনের কথা ব্যক্ত করেন, তদ্বিষয়ে তাহার। বিশেষ যত্ন পাইলেন ; কিন্তু তিনি অনায়াসে উrহাদিগের সকল চাতুরী অতিক্রম করিতে লাগিলেন । কোন কথায় মনের ভাব ব্যস্ত হইবার উপক্রম দেখিলে তমনি তিনি তার এক কথা প{fড়তেন ; ক্রমে ত:লাপ পরিচয় ও অসুিগন্ত দার। যত প্রণয় রদ্ধি হইতে লাগিল, ততই তঁহার নিমন্ত্রণ করিয়া তাহীকে অপেন অলয়ে লইয়! যাইতে লাগিলেন। তিনি তথায় উপস্থিত হইলে, বহু সমাদরে গৃহীত হইতেন এবং নানা প্রকার কথা বাৰ্ত্তীয় সুখে কাল স্থাপন করিতেন । ক্রমে আমোদ প্রমোদে অতিশয় তা সত্ত হইলেন । এরূপ অসক্ত হইলেন যে, প্রত্যুষে উঠিয়াই রাজকুমারের বাসস্থানে উপস্থিত হইতেন । তথায় নানাবিধ আমোদ অনুভব করিয়া অনেক বিলম্বে বাট যাইতেন । এইরূপে বহু দিন জ্যোতিৰ্ব্বিদের চরিত্র ও বুদ্ধিমত্তার পরীক্ষা করিয়া রাজকুমার ও তাহার ভগিনী স্থির করিলেন যে, উপহার উপর বিশ্বাস করিয়া মনের কথা ব্যক্ত করিলে কোন ক্ষতির সম্ভাবনা নাই। এই স্থির করিয়া র্তাহার সাক্ষাতে আপনাদিগের অবস্থা বর্ণন করিয়া অভিপ্রায় ব্যক্ত করিলেন এবং কোন পথের পাশ্ব হইলে